A
To replace her after her death
B
To work in Brazil
C
To spy on Alec
D
To manage the farm
উত্তরের বিবরণ
টেস জানতো তার মৃত্যু আসন্ন। তাই সে Angel Clare-কে তার ছোট বোন Liza-Lu-র সাথে ভবিষ্যতে জীবন কাটানোর অনুরোধ করে। টেস মনে করেছিল Liza-Lu তার মতো নিষ্পাপ এবং ভালো। এটি টেসের আত্মত্যাগের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তেও সে পরিবারের কথা ভেবেছে এবং Angel-এর ভবিষ্যৎ সুখ কামনা করেছে। Hardy এখানে টেসের চরিত্রকে মহৎ ও আত্মত্যাগী করে তুলেছেন।

0
Updated: 1 day ago
Why is Alec’s religious conversion ironic?
Created: 23 hours ago
A
He truly becomes a saint
B
He abandons religion soon and returns to sin
C
He marries Mercy Chant
D
He becomes a priest
Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়। Angel-এর বাবা Mr. Clare তাকে ধর্মে ফেরান। কিন্তু এটি ছিল ভণ্ডামি। শিগগিরই সে আবার পুরোনো জীবনে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। এই ধর্মান্তর তাই ব্যঙ্গাত্মক। Hardy এখানে Victorian সমাজের ভণ্ড ধর্মপ্রচারক আর নৈতিকতার দ্বিচারিতাকে সমালোচনা করেছেন।

0
Updated: 23 hours ago
Why is Tess’s confession treated differently than Angel’s?
Created: 23 hours ago
A
Angel is more honest
B
Victorian society forgives men but condemns women
C
Tess lies about her past
D
Angel’s sin is worse
Angel বিয়ের রাতে স্বীকার করে যে সে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেছে। অন্যদিকে, টেস যখন তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ছেড়ে চলে যায়।
Hardy এখানে Victorian সমাজের ভণ্ড নৈতিকতাকে প্রকাশ করেছেন। পুরুষের পাপ ক্ষমাযোগ্য, কিন্তু নারীর পাপ অমার্জনীয়। এটি দ্বিচারিতার চরম উদাহরণ। Hardy এই ঘটনাটিকে ব্যবহার করে নারী-পুরুষের মধ্যে সামাজিক বৈষম্যকে তীব্রভাবে সমালোচনা করেছেন।

0
Updated: 23 hours ago
Who is the master of Talbothays Dairy?
Created: 1 day ago
A
Mr. Clare
B
Mr. Crick
C
Mr. Groby
D
Mr. Stoke
Mr. Crick ছিলেন Talbothays Dairy-এর মালিক। তিনি একজন সৎ, সরল এবং রসিক মানুষ। তার অধীনে কাজ করেই টেস এবং Angel Clare-এর মধ্যে প্রেম গড়ে ওঠে। Mr. Crick টেসকে খুব পছন্দ করতেন এবং তার কর্মদক্ষতায় সন্তুষ্ট ছিলেন। তার চরিত্রটি উপন্যাসে এক ধরনের হালকা মেজাজ এবং রসিকতার আবহ তৈরি করে। তিনি প্রায়ই কর্মীদের গল্প শোনাতেন, যা Hardy-এর গ্রামীণ জীবনের চিত্রায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Mr. Crick সমাজের কোনো খলচরিত্র নন; বরং তিনি গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সরলতার প্রতীক। তার চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন, সব মানুষই টেসকে কষ্ট দেয়নি, বরং কিছু মানুষ ছিলো তার প্রতি সহানুভূতিশীল।

0
Updated: 1 day ago