Why does Angel never see Tess’s confession letter?
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
উত্তরের বিবরণ
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।
0
Updated: 1 month ago
Which single accident most directly redirects Tess’s life toward tragedy?
Created: 1 month ago
A
Angel’s illness in Brazil
B
The horse Prince’s death in the road accident
C
Retty’s attempted suicide
D
Farmer Groby’s insult at the barn
প্রিন্সের মৃত্যু টেসের জীবনের ‘ফেটাল টার্নিং পয়েন্ট’। পরিবারের একমাত্র আয়ভরসা ঘোড়াটি রাতের রাস্তায় গাছে-বাঁধা গরুর শিংয়ে বিদ্ধ হয়ে মারা যায়—দৃশ্যটি যেমন নির্মম, তেমনি প্রতীকময়। অর্থনৈতিক ধস, অপরাধবোধ, এবং পরিবারের চাপ টেসকে ট্র্যান্টরিজে ‘আত্মীয়তা দাবি’ করতে পাঠায়—সেখানেই অ্যালেকের শোষণ। যদি প্রিন্স বেঁচে থাকত, টেসের পথ এত দ্রুত অন্ধকারে নেমে যেত না।
হার্ডি এই ক্ষুদ্র অথচ নিয়ামক ঘটনার মধ্যেই নিয়তির অদৃশ্য দড়ি দেখান—বাস্তব জীবনে ছোট দুর্ঘটনাই বৃহৎ ট্র্যাজেডির বীজ বপন করে। তাই সমালোচকেরা একে ‘efficient cause’ হিসেবে চিহ্নিত করেন।
0
Updated: 1 month ago
Why does Tess refuse Angel’s first marriage proposal?
Created: 1 month ago
A
She dislikes him
B
She feels unworthy because of her past
C
She wants to marry Alec
D
Her parents stop her
Angel Clare প্রথমবার যখন টেসকে বিয়ের প্রস্তাব দেন, টেস সঙ্গে সঙ্গে তা মেনে নেয় না। কারণ তার মনে তখনও গভীর অপরাধবোধ ছিল। Alec d’Urberville-এর প্রতারণার পর সমাজ তাকে কলঙ্কিত করেছে, আর টেস মনে করে সে আর কোনো পুরুষের ভালোবাসার যোগ্য নয়। এভাবেই Hardy টেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ করেন। তার আত্মা ছিল নিষ্পাপ, কিন্তু সমাজের চোখে সে "অশুদ্ধ"।
টেসের দ্বিধা দেখায়, ভিক্টোরিয়ান যুগে একজন নারী নিজের অতীত নিয়ে কতটা আতঙ্কিত থাকতো। এই প্রত্যাখ্যানের মাধ্যমে Hardy সমাজের অন্যায় মানসিকতার সমালোচনা করেছেন এবং টেসের চরিত্রকে আরও মহৎ করেছেন।
0
Updated: 1 month ago
Why is Alec’s religious conversion ironic?
Created: 1 month ago
A
He truly becomes a saint
B
He abandons religion soon and returns to sin
C
He marries Mercy Chant
D
He becomes a priest
Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়। Angel-এর বাবা Mr. Clare তাকে ধর্মে ফেরান। কিন্তু এটি ছিল ভণ্ডামি। শিগগিরই সে আবার পুরোনো জীবনে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। এই ধর্মান্তর তাই ব্যঙ্গাত্মক। Hardy এখানে Victorian সমাজের ভণ্ড ধর্মপ্রচারক আর নৈতিকতার দ্বিচারিতাকে সমালোচনা করেছেন।
0
Updated: 1 month ago