Why does Tess write a confession letter to Angel before marriage?
A
To ask forgiveness from Alec
B
To tell Angel about her past honestly
C
To ask for money
D
To cancel the marriage
উত্তরের বিবরণ
টেস বিয়ের আগে Angel Clare-কে তার অতীত সম্পর্কে জানাতে চেয়েছিল। সে ভেবেছিল, Angel যদি তার ভালোবাসায় সত্যিকারের হয়, তবে সে এই সত্যকে মেনে নেবে। তাই সে একটি চিঠি লেখে, যেখানে তার Alec-এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় চিঠিটি Angel-এর হাতে পৌঁছায় না—চালানির ফাঁকে পড়ে যায়।
Hardy এখানে ভাগ্যের ভূমিকা (chance/fate) দেখিয়েছেন। যদি Angel চিঠিটি পড়তো, হয়তো টেসের জীবন অন্য রকম হতো। কিন্তু fate আবারও টেসকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ঘটনা উপন্যাসে ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ বাঁক।
0
Updated: 1 month ago
In which year was Tess of the d’Urbervilles first published?
Created: 1 month ago
A
1881
B
1891
C
1901
D
1911
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
Why does Tess send Liza-Lu to Angel at the end?
Created: 1 month ago
A
To replace her after her death
B
To work in Brazil
C
To spy on Alec
D
To manage the farm
টেস জানতো তার মৃত্যু আসন্ন। তাই সে Angel Clare-কে তার ছোট বোন Liza-Lu-র সাথে ভবিষ্যতে জীবন কাটানোর অনুরোধ করে। টেস মনে করেছিল Liza-Lu তার মতো নিষ্পাপ এবং ভালো। এটি টেসের আত্মত্যাগের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তেও সে পরিবারের কথা ভেবেছে এবং Angel-এর ভবিষ্যৎ সুখ কামনা করেছে। Hardy এখানে টেসের চরিত্রকে মহৎ ও আত্মত্যাগী করে তুলেছেন।
0
Updated: 1 month ago
Who authored the novel The Return of the Native?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Ernest Hemingway
C
George Eliot
D
William Makepeace Thackeray
The Return of the Native
-
এটি Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি বহুল পঠিত উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex-এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন।
-
তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতে চায়।
-
কিন্তু Clym Yeobright-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
-
ফলে তারা পরকীয়ায় লিপ্ত হয়।
Thomas Hardy
-
তিনি একজন English novelist and poet।
-
পরিচিত Regional Novelist and poet বা আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে।
-
কারণ: তার সকল সাহিত্যকর্ম একটি নির্দিষ্ট অঞ্চল-কে কেন্দ্র করে রচিত।
-
এছাড়া, তাকে অনেকেই Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন।
-
তার উপন্যাসের সময়কাল Victorian যুগ, তবে তিনি অনেক ছোটগল্প ও কবিতাও লিখেছেন।
Notable Novels by Thomas Hardy
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
Source: Britannica
0
Updated: 1 month ago