What is Hardy’s main criticism in the novel?
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
উত্তরের বিবরণ
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।
0
Updated: 1 month ago
What is the fate of Tess in Hardy’s novel?
Created: 2 months ago
A
Tragic death
B
Marriage
C
Wealth
D
Success
0
Updated: 2 months ago
Why does Tess send Liza-Lu to Angel at the end?
Created: 1 month ago
A
To replace her after her death
B
To work in Brazil
C
To spy on Alec
D
To manage the farm
টেস জানতো তার মৃত্যু আসন্ন। তাই সে Angel Clare-কে তার ছোট বোন Liza-Lu-র সাথে ভবিষ্যতে জীবন কাটানোর অনুরোধ করে। টেস মনে করেছিল Liza-Lu তার মতো নিষ্পাপ এবং ভালো। এটি টেসের আত্মত্যাগের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তেও সে পরিবারের কথা ভেবেছে এবং Angel-এর ভবিষ্যৎ সুখ কামনা করেছে। Hardy এখানে টেসের চরিত্রকে মহৎ ও আত্মত্যাগী করে তুলেছেন।
0
Updated: 1 month ago
What is the symbolic role of nature in the novel?
Created: 1 month ago
A
It supports Tess’s freedom
B
It mirrors Tess’s joys and sorrows
C
It symbolizes only wealth
D
It is irrelevant
Hardy nature-কে শুধু পটভূমি হিসেবে ব্যবহার করেননি, বরং চরিত্রের অনুভূতি প্রকাশের মাধ্যম করেছেন। Talbothays-এর সবুজ প্রকৃতি টেসের প্রেম ও সুখের প্রতীক।
আর Flintcomb-Ash-এর কঠিন আবহাওয়া তার দুঃখ ও সংগ্রামের প্রতীক। এভাবে প্রকৃতি টেসের আবেগ ও জীবনের উত্থান-পতনের সাথে যুক্ত। এটি Hardy-এর pathetic fallacy ব্যবহারের উদাহরণ।
0
Updated: 1 month ago