What is the resolution of the novel?
A
Tess and Angel live happily
B
Tess is executed and Angel unites with Liza-Lu
C
Alec reforms
D
Tess returns to Talbothays
উত্তরের বিবরণ
উপন্যাসের সমাপ্তিতে টেসকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর পর Angel Clare টেসের ছোট বোন Liza-Lu-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এই সমাপ্তি Hardy-এর fatalism এবং সামাজিক অন্যায়ের প্রতীক। এটি একদিকে ট্র্যাজিক, অন্যদিকে একটি নতুন সূচনার ইঙ্গিত।
0
Updated: 1 month ago
Why is Tess’s life often called a “tragedy of fate”?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
The famous novel The Return of the Native was written by -
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
James Joyce
D
G.B. Shaw
The Return of the Native হলো Victorian যুগের প্রখ্যাত ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজের ভূমি Wessex-এ ফিরে আসেন এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন। তিনি চান তার কাজিন Thomasin ও তার স্বামীর সঙ্গে গ্রামে বসবাস করতে, কিন্তু Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়, যা পরবর্তীতে তাদের পরকীয়ার দিকে নিয়ে যায়।
-
Thomas Hardy:
-
একজন English novelist এবং poet।
-
তাকে বলা হয় Regional Novelist এবং Poet, কারণ তার সাহিত্যকর্ম প্রধানত একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে রচিত।
-
তিনি Pessimistic Novelist হিসেবেও পরিচিত।
-
তার অধিকাংশ উপন্যাস Victorian যুগে রচিত হলেও ছোটগল্প এবং কবিতাও তিনি লিখেছেন।
-
-
Notable Novels by Thomas Hardy:
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
-
0
Updated: 3 weeks ago
What is the meaning of Hardy’s phrase “President of the Immortals had ended his sport with Tess”?
Created: 1 month ago
A
Society forgives Tess
B
Fate has finished destroying Tess’s life
C
Angel saves Tess
D
Alec survives
উপন্যাসের শেষে Hardy লিখেছেন: “The President of the Immortals had ended his sport with Tess.” এখানে তিনি বোঝাতে চান যে টেস নিয়তির হাতে খেলনার মতো ছিল। শেষ পর্যন্ত তার জীবনের খেলা শেষ হলো মৃত্যুর মাধ্যমে।
এই উক্তি Hardy-এর fatalism-এর সবচেয়ে শক্তিশালী প্রতীক। তিনি মনে করতেন, মানুষ প্রকৃতি ও নিয়তির কাছে অসহায়। টেসের মৃত্যু তাই কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং মানব জীবনের অসহায়তার প্রতীক।
0
Updated: 1 month ago