What is the resolution of the novel?
A
Tess and Angel live happily
B
Tess is executed and Angel unites with Liza-Lu
C
Alec reforms
D
Tess returns to Talbothays
উত্তরের বিবরণ
উপন্যাসের সমাপ্তিতে টেসকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর পর Angel Clare টেসের ছোট বোন Liza-Lu-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চান। এই সমাপ্তি Hardy-এর fatalism এবং সামাজিক অন্যায়ের প্রতীক। এটি একদিকে ট্র্যাজিক, অন্যদিকে একটি নতুন সূচনার ইঙ্গিত।
0
Updated: 1 month ago
In which year was Tess of the d’Urbervilles first published?
Created: 1 month ago
A
1881
B
1891
C
1901
D
1911
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
Why is Angel’s confession less consequential than Tess’s in society’s gaze?
Created: 1 month ago
A
His sin was unknown to Tess
B
Male transgressions were socially pardonable; female “fall” was stigmatized
C
He denied it in court
D
Tess forgave him quickly
ভিক্টোরিয়ান নৈতিকতায় পুরুষের ‘ব্যত্যয়’—যেমন, বিয়ের আগের সম্পর্ক—অনেকটা ‘যৌবনের ভুল’ হিসেবে পাশ কাটানো যেত; কিন্তু নারীর ক্ষেত্রে সেটাই ‘চিরস্থায়ী কলঙ্ক’। অ্যাঞ্জেল নিজের লন্ডনের অভিজ্ঞতা স্বীকার করেও সামাজিকভাবে অক্ষত থেকে যায়; টেসের বেদনাময় অতীত তাকে ‘অমার্জনীয়’ করে তোলে।
হার্ডি এই দ্বৈতমানদণ্ডকে কুরেধরা সমাজের নির্মম সত্য হিসেবে তুলে ধরেন। তাই অ্যাঞ্জেলের অপরাধ—নৈতিকভাবে গুরুতর হলেও—সামাজিক শাস্তি পায় না; টেসের সততাই তাকে দণ্ডিত করে। এই বৈপরীত্য উপন্যাসের নারী-পুরুষ ক্ষমতাসাম্যের সমালোচনার কেন্দ্র।
0
Updated: 1 month ago
How does Tess of the D'Urbervilles explore the theme of social injustice?
Created: 3 weeks ago
A
By highlighting the flaws in the legal system
B
By portraying the advantages of the upper class
C
By showing the importance of class mobility in Victorian society
D
By examining the unfair treatment of women and the consequences of their social status
Tess of the D'Urbervilles* উপন্যাসে সামাজিক অবিচার এবং নারীদের প্রতি অসম treatment প্রভাবিত হয়েছে। টেসের জীবনে তার শোষণ এবং নিগ্রহের মধ্যে যেভাবে তার সামাজিক অবস্থান ও লিঙ্গ তাকে নির্ধারণ করে, তা উপন্যাসে অত্যন্ত স্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
টেসের অপরাধ এবং তার সামাজিক অবস্থানই তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কঠোর হতে থাকে। এই উপন্যাসে, সামাজিক শ্রেণী, নারীর সম্মান, এবং তাদের প্রতি অন্যায় অত্যাচারের ফলে ঘটে যাওয়া পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে।
0
Updated: 3 weeks ago