A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
উত্তরের বিবরণ
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।

0
Updated: 1 day ago
Who is the main female character in Tess of the d’Urbervilles?
Created: 4 weeks ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella

0
Updated: 4 weeks ago
Who is Tess’s husband?
Created: 1 day ago
A
Alec d’Urberville
B
Angel Clare
C
Felix Clare
D
John Durbeyfield
Angel Clare হচ্ছেন টেসের স্বামী। তিনি একজন কৃষক পরিবারের ছেলে এবং একজন আদর্শবাদী যুবক। তিনি Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচিত হন। Angel প্রথম থেকেই টেসের সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। পরবর্তীতে তারা বিয়ে করেন, কিন্তু টেস যখন তার অতীত কাহিনি স্বীকার করে, তখন Angel তাকে প্রত্যাখ্যান করেন এবং ব্রাজিলে চলে যান। এই ঘটনা টেসের জীবনের আরেকটি ট্র্যাজেডি।
Angel চরিত্রটি উপন্যাসে দ্বিচারিতা ও ভণ্ডামির প্রতীক। তিনি নিজেও অতীতে একটি সম্পর্ক করেছিলেন, কিন্তু টেসের অতীত ক্ষমা করতে পারেননি। Hardy এখানে ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। তাই Angel Clare টেসের জীবনে ভালোবাসার প্রতীক হলেও, সে-ই তার জীবনের সবচেয়ে বড় হতাশা।

0
Updated: 1 day ago
What is the fate of Tess in Hardy’s novel?
Created: 1 month ago
A
Tragic death
B
Marriage
C
Wealth
D
Success

0
Updated: 1 month ago