What does Angel symbolize in the novel?
A
Practical realism
B
Idealism and hypocrisy
C
Religious authority
D
Social progress
উত্তরের বিবরণ
Angel Clare প্রথমে আদর্শবাদী এবং আধ্যাত্মিক হিসেবে উপস্থাপিত হন। তিনি টেসকে pure নারী হিসেবে দেখেন। কিন্তু যখন টেস তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ক্ষমা করতে পারেন না। Hardy তাকে idealism এবং hypocrisy-এর প্রতীক বানিয়েছেন। তিনি আদর্শে বিশ্বাসী, কিন্তু বাস্তবে ব্যর্থ।
1
Updated: 1 month ago
Which of the following books is written by Thomas Hardy?
Created: 2 months ago
A
Vanity Fair
B
The Return of the Native
C
Pride and Prejudice
D
Oliver Twist
The Return of the Native
-
The Return of the Native ভিক্টোরিয়ান যুগের অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার লেখক Thomas Hardy।
-
এর মূল চরিত্র Clym Yeobright, যিনি আগে প্যারিসে স্বর্ণকারের কাজ করতেন। পরে নিজের জন্মভূমি Wessex-এ ফিরে এসে শিক্ষকতা শুরু করেন।
-
Clym চান তার কাজিন Thomasin এবং তার স্বামীকে নিয়ে গ্রামীণ জীবনযাপন করতে।
-
কিন্তু সমস্যার শুরু হয় যখন Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী দুজনেই শহুরে জীবনের উত্তেজনা উপভোগ করতে চায়।
-
অবশেষে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, যা উপন্যাসের ট্র্যাজিক পরিণতি তৈরি করে।
Thomas Hardy
-
Thomas Hardy (1840–1928) একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
-
তাকে প্রায়ই বলা হয় “Regional Novelist and Poet” কারণ তার সাহিত্যকর্মগুলো মূলত একটি নির্দিষ্ট অঞ্চল Wessex-কেন্দ্রিক।
-
একই সঙ্গে তাকে অনেকে Pessimistic Novelist হিসেবেও উল্লেখ করেন, কারণ তার রচনায় জীবনের দুর্ভাগ্য ও নিয়তির নির্মমতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
Hardy উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও কবিতাও লিখেছেন। তার উপন্যাসগুলো ভিক্টোরিয়ান যুগে লেখা হলেও, তার কবিতা আধুনিক ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করে।
Thomas Hardy-এর উল্লেখযোগ্য উপন্যাস
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
অন্য লেখকদের বিখ্যাত উপন্যাস
-
Vanity Fair → William Makepeace Thackeray
-
Pride and Prejudice → Jane Austen
-
Oliver Twist → Charles Dickens
Source: Britannica.com
0
Updated: 2 months ago
Which reading of Stonehenge best aligns with Hardy’s naturalistic fatalism?
Created: 1 month ago
A
Picturesque tourist spot
B
Site of legal justice
C
Prehistoric altar where Tess’s surrender figures as ritual sacrifice to indifferent cosmos
D
Christian sanctuary
স্টোনহেঞ্জ—প্রাগৈতিহাসিক, মনুমেন্টাল, ধর্ম-ইঙ্গিতপূর্ণ কিন্তু কোনো নির্দিষ্ট ‘করুণা’হীন; ভোরের নিরাবেগ আলোয় টেসের আত্মসমর্পণ এখানে সমগ্র মহাবিধানের কাছে ‘আচারগত নিবেদন’—এটাই হার্ডির ন্যাচারালিস্টিক ফেটালিজম।
আইন-সমাজ নয়; প্রকৃতি/সময়—বৃহত্তর এক ‘ইন্ডিফারেন্ট’ সংস্থান টেসকে গ্রেপ্তারের মুহূর্তে ধুয়ে-মুছে দেয়। যেন ব্যক্তি-অপরাধ/নির্দোষতার তর্ক ক্ষুদ্র হয়ে যায়, কেবল ‘মানব বনাম অনমনীয় বিধান’ রয়ে যায়।
0
Updated: 1 month ago
In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
Created: 1 month ago
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।
0
Updated: 1 month ago