Why is Tess called “A Pure Woman” by Hardy?
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
উত্তরের বিবরণ
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।
0
Updated: 1 month ago
Which scene in Tess of the d’Urbervilles best exemplifies “pathetic fallacy,” where nature reflects Tess’s inner emotional state?
Created: 1 month ago
A
Stonehenge sunrise after the murder
B
A neutral courtroom description
C
A crowded London street
D
A church sermon text
‘প্যাথেটিক ফেলাসি’ হলো প্রকৃতিকে মানব-আবেগের প্রতিফলনে ব্যবহার করা—হার্ডির হাতে এটি অপরিসীম শক্তিশালী। অ্যালেককে হত্যার পর টেস ও অ্যাঞ্জেলের পলায়নকালে স্টোনহেঞ্জে যে ভোরের আলো ফোটে, তা শান্ত, প্রাগৈতিহাসিক, বিধিবদ্ধ এক সুর তোলে—যেন প্রকৃতি নিজেই টেসের আত্মসমর্পণ, ক্লান্তি, এবং বলিদানের আধ্যাত্মিকতা স্বীকার করে নিচ্ছে। নিরাবেগ আদালত বা নগরীর ভিড়ে এমন আবেগ-প্রকৃতি মিলন হয় না।
হার্ডি সচেতনভাবে প্রাকৃতিক দৃশ্যকে টেসের মানস-দশার আয়না বানান—ট্যালবথেইসের সবুজ উর্বরতায় প্রেম-আশা, ফ্লিন্টকম্ব-অ্যাশের কাঁপুনি হাওয়ায় পরিশ্রম-নির্মমতা, আর স্টোনহেঞ্জে সূর্যোদয়ে নিয়তির শীতল স্বীকৃতি—সবাই মিলে টেসের অন্তর্জগতকে বহির্জগতে ছাপায়।
0
Updated: 1 month ago
Why does Tess tell Angel to marry Liza-Lu?
Created: 1 month ago
A
To punish Alec
B
To ensure Angel’s happiness after her death
C
To protect her mother
D
To fulfill her father’s wish
টেস মৃত্যুর আগে Angel Clare-কে অনুরোধ করে তার বোন Liza-Lu-কে বিয়ে করতে। কারণ সে চায় Angel সুখী হোক। Liza-Lu ছিলো নিষ্পাপ ও টেসের মতোই পবিত্র। এটি টেসের আত্মত্যাগের আরেকটি উদাহরণ। মৃত্যুর মুহূর্তেও সে অন্যদের কথা ভেবেছে। Hardy টেসকে এভাবেই মহৎ নায়িকা হিসেবে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What is the narrative style of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
First-person narrative
B
Third-person omniscient with authorial commentary
C
Diary entries of Tess
D
Epistolary novel
Hardy উপন্যাসটি লিখেছেন third-person omniscient ভঙ্গিতে। অর্থাৎ বর্ণনাকারী সব চরিত্রের মনের কথা জানেন এবং গল্প বলার সময় মাঝে মাঝে নিজস্ব মন্তব্যও করেন। এই "authorial commentary" উপন্যাসটিকে আলাদা মাত্রা দিয়েছে। Hardy প্রায়ই গল্পের মাঝখানে থেমে সমাজ, ধর্ম, নিয়তি এবং নৈতিকতা নিয়ে নিজের মতামত দিয়েছেন।
উদাহরণস্বরূপ, উপন্যাসের শেষে তিনি বলেন, “Justice was done, and the President of the Immortals had ended his sport with Tess.” এটি সরাসরি লেখকের কণ্ঠস্বর। এই narrative style-এর মাধ্যমে Hardy কেবল গল্প বলেননি, বরং সমাজ সমালোচনা করেছেন এবং নিজের দর্শন তুলে ধরেছেন। ফলে উপন্যাসটি শুধু প্লট নয়, বরং একটি গভীর সামাজিক ও দার্শনিক রচনা হয়ে উঠেছে।
1
Updated: 1 month ago