A
Romantic idealism
B
Fatalism and inevitability of suffering
C
Comedy of rural life
D
Christian redemption
উত্তরের বিবরণ
Hardy বিশ্বাস করতেন যে মানুষের জীবন নিয়তির হাতে বন্দী। টেসের জীবন এরই প্রতিফলন। Prince-এর মৃত্যু, Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ — সবকিছুই একের পর এক নিয়তির মতো ঘটে যায়। টেস যতই লড়াই করুক, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না।
Hardy এই দর্শনকে fatalism বলেন। তার মতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এক ধরনের "Immanent Will" বা অদৃশ্য শক্তি, যা মানুষের সুখ-দুঃখ নির্ধারণ করে। টেস তাই কেবল একজন নারী নয়, বরং সমগ্র মানবজাতির প্রতীক, যারা নিয়তির খেলায় পরাজিত হয়।
Hardy-এর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি উপন্যাসকে কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং মানবজীবনের ট্র্যাজিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।

0
Updated: 1 day ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 day ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।

0
Updated: 1 day ago
What literary device is dominant in Hardy’s narration?
Created: 1 day ago
A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।

0
Updated: 1 day ago
What is the role of coincidence in Tess’s tragedy?
Created: 23 hours ago
A
It brings unexpected happiness
B
It repeatedly leads her toward destruction
C
It helps her escape fate
D
It unites her with Angel earlier
Hardy বিশ্বাস করতেন জীবনে কাকতালীয় ঘটনা (coincidence) অনেক সময় মানুষের নিয়তিকে নির্ধারণ করে। টেসের জীবনও তাই। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Angel-এর অনুপস্থিতিতে Alec-এর ফিরে আসা—সবকিছুই কাকতালীয়ভাবে ঘটে, কিন্তু সবই টেসকে ধ্বংস করে।
Hardy দেখাতে চান, fate ও coincidence মিলে মানুষকে অসহায় করে ফেলে। টেস তাই শুধুই এক নারী নয়, বরং মানুষের অসহায় অস্তিত্বের প্রতীক।

0
Updated: 23 hours ago