Why does Tess send Liza-Lu to Angel at the end?
A
To replace her after her death
B
To work in Brazil
C
To spy on Alec
D
To manage the farm
উত্তরের বিবরণ
টেস জানতো তার মৃত্যু আসন্ন। তাই সে Angel Clare-কে তার ছোট বোন Liza-Lu-র সাথে ভবিষ্যতে জীবন কাটানোর অনুরোধ করে। টেস মনে করেছিল Liza-Lu তার মতো নিষ্পাপ এবং ভালো। এটি টেসের আত্মত্যাগের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তেও সে পরিবারের কথা ভেবেছে এবং Angel-এর ভবিষ্যৎ সুখ কামনা করেছে। Hardy এখানে টেসের চরিত্রকে মহৎ ও আত্মত্যাগী করে তুলেছেন।
0
Updated: 1 month ago
Identify the novelist behind "Tess of the d'Urbervilles".
Created: 2 months ago
A
Charles Dickens
B
George Eliot
C
Robert Browning
D
Thomas Hardy
• The novelist behind "Tess of the d'Urbervilles" is – Thomas Hardy.
• Tess of D'Urbervilles
-
প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালের জুলাই–ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে।
-
একই বছর এটি তিনটি ভলিউমে বই আকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসটি কিছু কারণে বিতর্কের জন্ম দেয়।
-
Victorian fiction-এর তুলনায় এটি কিছুটা ভিন্ন।
-
কাহিনী কেন্দ্র করে গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণীর একটি মেয়ে, Tess Durbeyfield।
-
উপন্যাসে যৌনতা এবং ধর্মীয় বিষয়ও বিতর্কিত উপাদান হিসেবে আছে।
-
উপন্যাসে উনিশ শতকের গ্রামীণ ইংল্যান্ডে মেয়েদের অসহায়ত্ব এবং বিত্তশালী শ্রেণীর লালসা চিত্রিত।
• Important Characters
-
Alec d'Urberville
-
John Durbeyfield
-
Tess Durbeyfield
-
Angel Clare
-
Sorrow
• Thomas Hardy
-
পরিচিত Pessimistic Novelist হিসেবে।
-
Regional Novelist and Poet – একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে সকল সাহিত্যকর্মের জন্য।
-
Victorian age-এর শ্রেষ্ঠ্য Novelist এবং Short Story Writer।
-
ছোটবেলা গ্রামে কাটে।
-
তিনি একজন English Novelist and Poet।
-
উপন্যাসগুলোর সময়কাল Victorian period, তবে কিছু ছোটগল্প আধুনিক যুগে রচিত।
Source: Britannica
0
Updated: 2 months ago
Why is Angel’s idealization of Tess problematic?
Created: 1 month ago
A
He sees her as a goddess, not a human being
B
He thinks she is ugly
C
He wants her to be rich
D
He forces her to be religious
Angel Clare টেসকে সবসময় “pure woman” বা দেবীর মতো ভেবেছিল। কিন্তু বাস্তবে টেস ছিল একজন সাধারণ মানুষ, যার জীবনে কষ্ট আর ভুল আছে। Angel-এর এই idealization সমস্যাজনক কারণ সে টেসকে বাস্তব মানুষ হিসেবে মেনে নিতে পারেনি।
ফলে টেস যখন তার অতীত জানায়, Angel ভেঙে পড়ে এবং তাকে ছেড়ে যায়। Hardy এখানে দেখিয়েছেন, অতিরিক্ত আদর্শবাদ বাস্তব জীবনে ধ্বংস ডেকে আনে।
0
Updated: 1 month ago
Why does Angel Clare fail Tess morally?
Created: 1 month ago
A
He does not love her
B
He cannot forgive her past though he himself sinned
C
He is secretly in love with Mercy Chant
D
He never marries Tess legally
Angel Clare প্রথমে টেসকে আদর্শ নারী মনে করে বিয়ে করেন। কিন্তু বিয়ের রাতে টেস তার অতীত স্বীকার করলে Angel তাকে ক্ষমা করতে পারেন না। অথচ Angel নিজেই স্বীকার করেছিলেন যে তিনি লন্ডনে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিলেন। এই দ্বিচারিতা Hardy-এর Victorian সমাজ সমালোচনার অন্যতম দিক। পুরুষের পাপ সমাজে সহজে ক্ষমা পায়, কিন্তু নারীর পাপ চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকে। Angel এই ভণ্ডামির প্রতীক।
তার ভালোবাসা টেসকে বাঁচাতে পারতো, কিন্তু সে ব্যর্থ হয়। তাই Angel Clare নৈতিকভাবে টেসকে ধ্বংস করে, যদিও সে নিজেকে ধর্মভীরু ও ন্যায্য ভাবতো। Hardy এই চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা এবং ভণ্ডামিকে স্পষ্ট করেছেন।
0
Updated: 1 month ago