A
It is Tess’s birthplace
B
It symbolizes sacrifice and fate
C
It is Angel’s family home
D
It represents industrial progress
উত্তরের বিবরণ
Stonehenge উপন্যাসের শেষ অংশে একটি গভীর প্রতীক হিসেবে আসে। টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে Stonehenge-এ আশ্রয় নেয়। এখানে টেস ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর শুয়ে পড়ে এবং বলে যে সে যেন বলিদানের জন্য উৎসর্গীকৃত প্রাণী। এটি মূলত Hardy-এর fatalism-এর প্রতীক। Stonehenge প্রাচীন যুগের ধর্মীয় বলিদান আর নিয়তির শৃঙ্খলকে মনে করিয়ে দেয়।
টেসের জীবনও যেন এক ধরনের বলিদান — সমাজ, পুরুষতন্ত্র, এবং নিয়তির কাছে। Hardy এখানে দেখাতে চান যে মানুষ যতই চেষ্টা করুক, নিয়তির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। Stonehenge তাই কেবল একটি স্থান নয়, বরং টেসের ট্র্যাজেডির চূড়ান্ত প্রতীক, যেখানে তার আত্মসমর্পণ ও নিয়তির স্বীকৃতি মিলে যায়।

0
Updated: 1 day ago
The character 'Lucie Manette' appears in-
Created: 4 days ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica

0
Updated: 4 days ago
What is the name of the horse that dies in an accident?
Created: 1 day ago
A
Prince
B
Blackmore
C
Sorrow
D
Flint
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। এক রাতে টেস এবং তার ভাই যখন বাজারে যাচ্ছিলো, তখন দুর্ঘটনায় Prince মারা যায়। এই ঘটনাই উপন্যাসের ট্র্যাজিক গতিপথ শুরু করে। ঘোড়ার মৃত্যুতে পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ Prince ছিল তাদের জীবিকার প্রধান ভরসা।
Hardy এই দুর্ঘটনাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা টেসের ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত দেয়। Prince-এর মৃত্যু টেসকে Trantridge-এ পাঠিয়ে দেয়, যেখানে Alec তার জীবনে প্রবেশ করে। অর্থাৎ Prince-এর মৃত্যু টেসের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। উপন্যাসে Hardy বারবার দেখিয়েছেন কিভাবে ছোট ছোট দুর্ঘটনা ও কাকতালীয় ঘটনা মানুষের জীবনে বড় ট্র্যাজেডি বয়ে আনে।

0
Updated: 1 day ago
Why is Alec called the “black flag” in the novel?
Created: 23 hours ago
A
He always wears black
B
He symbolizes death, lust, and destruction
C
He is a priest
D
He is Angel’s enemy
Alec d’Urberville উপন্যাসে “black flag” নামে উল্লেখিত হয়েছে। কালো পতাকা মানে মৃত্যু, সর্বনাশ আর বিপদের প্রতীক। Alec টেসের জীবনে তেমনই এক বিপদ। সে টেসকে প্রতারণা করে, সমাজে কলঙ্কিত করে এবং আবারও তার জীবনে ফিরে এসে পরিবারকে প্রলুব্ধ করে। Hardy Alec-কে কেবল একজন খলনায়ক নয়, বরং এক প্রতীক বানিয়েছেন—যা সমাজের পুরুষতান্ত্রিক দমননীতির প্রতিচ্ছবি। Alec তাই টেসের জীবনের ধ্বংসের কালো পতাকা।

0
Updated: 23 hours ago