Why does Angel choose Tess over Mercy Chant?
A
Tess is richer
B
He is attracted to Tess’s purity and natural beauty
C
He wants revenge on his parents
D
He dislikes religion
উত্তরের বিবরণ
Angel Clare Mercy Chant-কে না বেছে টেসকে বিয়ে করেন। কারণ টেসের মধ্যে তিনি খুঁজে পান প্রকৃতির সৌন্দর্য, সততা এবং একধরনের আধ্যাত্মিক পবিত্রতা। যদিও সমাজ টেসকে কলঙ্কিত করে, Angel প্রথমে তাকে "pure" মনে করেন।
Hardy এখানে দেখাতে চান, প্রকৃত ভালোবাসা সমাজের নিয়মকে উপেক্ষা করতে পারে। তবে Angel শেষ পর্যন্ত টেসকে ছেড়ে যায়, যা তার ভণ্ডামি ও দ্বিচারিতা প্রকাশ করে।
1
Updated: 1 month ago
Where does Tess live with her family?
Created: 1 month ago
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*
0
Updated: 1 month ago
Why does Angel Clare fail Tess morally?
Created: 1 month ago
A
He does not love her
B
He cannot forgive her past though he himself sinned
C
He is secretly in love with Mercy Chant
D
He never marries Tess legally
Angel Clare প্রথমে টেসকে আদর্শ নারী মনে করে বিয়ে করেন। কিন্তু বিয়ের রাতে টেস তার অতীত স্বীকার করলে Angel তাকে ক্ষমা করতে পারেন না। অথচ Angel নিজেই স্বীকার করেছিলেন যে তিনি লন্ডনে এক মহিলার সঙ্গে সম্পর্ক করেছিলেন। এই দ্বিচারিতা Hardy-এর Victorian সমাজ সমালোচনার অন্যতম দিক। পুরুষের পাপ সমাজে সহজে ক্ষমা পায়, কিন্তু নারীর পাপ চিরস্থায়ী কলঙ্ক হয়ে থাকে। Angel এই ভণ্ডামির প্রতীক।
তার ভালোবাসা টেসকে বাঁচাতে পারতো, কিন্তু সে ব্যর্থ হয়। তাই Angel Clare নৈতিকভাবে টেসকে ধ্বংস করে, যদিও সে নিজেকে ধর্মভীরু ও ন্যায্য ভাবতো। Hardy এই চরিত্রের মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা এবং ভণ্ডামিকে স্পষ্ট করেছেন।
0
Updated: 1 month ago