Who is Mercy Chant in the novel?
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
উত্তরের বিবরণ
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago
Which best synthesizes Hardy’s social thesis across class, church, and law?
Created: 1 month ago
A
Society finally redeems the innocent
B
Institutions are neutral backdrops
C
Interlocking institutions (class snobbery, religious hypocrisy, legal formalism) crush the morally innocent
D
Personal will alone conquers fate
হার্ডির সামাজিক থিসিস একক কারণে নয়—বহুমাত্রিক যন্ত্রে টেস পিষ্ট। শ্রেণি—‘নকল’ নামধারীর ক্ষমতা বনাম প্রকৃত বংশ-গরিবির অসহায়তা; চার্চ—অবৈধ শিশুর বাপ্তিস্ম অস্বীকার, নৈতিক ভণ্ডামি; আইন—অ্যালেকের দীর্ঘ শোষণ অদণ্ডিত থেকে টেসের একক হত্যায় ‘ফুল-স্টপ’। এগুলো পরস্পরকে খাইয়ে দেয়: নাম-গৌরবের মোহ টেসকে ট্র্যান্টরিজে ঠেলে, ধর্ম তাকে করুণা না দিয়ে কঠোর নিয়মে বিচার করে, আইন ‘কনটেক্সট’ দেখার বদলে ‘অ্যাক্ট’কে বিচ্ছিন্ন করে।
ফলত নৈতিকভাবে নির্দোষ এক নারী কাঠামোগত শক্তির কাছে হার মানে। হার্ডি এই সমন্বিত সমালোচনায় উপন্যাসকে ব্যক্তিগত দুঃখের সীমা ছাড়িয়ে বৃহত্তর মানব/সামাজিক ট্র্যাজেডিতে উন্নীত করেছেন।
0
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
How does Tess of the D'Urbervilles explore the theme of social injustice?
Created: 3 weeks ago
A
By highlighting the flaws in the legal system
B
By portraying the advantages of the upper class
C
By showing the importance of class mobility in Victorian society
D
By examining the unfair treatment of women and the consequences of their social status
Tess of the D'Urbervilles* উপন্যাসে সামাজিক অবিচার এবং নারীদের প্রতি অসম treatment প্রভাবিত হয়েছে। টেসের জীবনে তার শোষণ এবং নিগ্রহের মধ্যে যেভাবে তার সামাজিক অবস্থান ও লিঙ্গ তাকে নির্ধারণ করে, তা উপন্যাসে অত্যন্ত স্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
টেসের অপরাধ এবং তার সামাজিক অবস্থানই তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়, এবং তার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কঠোর হতে থাকে। এই উপন্যাসে, সামাজিক শ্রেণী, নারীর সম্মান, এবং তাদের প্রতি অন্যায় অত্যাচারের ফলে ঘটে যাওয়া পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে।
0
Updated: 3 weeks ago