Who is Mercy Chant in the novel?
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
উত্তরের বিবরণ
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago
Who is the author of Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Charles Dickens
B
Thomas Hardy
C
George Eliot
D
William Thackeray
থমাস হার্ডি ছিলেন ভিক্টোরিয়ান যুগের শেষভাগের একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও কবি। তিনি জন্মেছিলেন ১৮৪০ সালে ডরসেট কাউন্টিতে। তার উপন্যাসগুলোতে গ্রামীণ জীবন, মানবিক ট্র্যাজেডি, সামাজিক কুসংস্কার এবং নিয়তির নিষ্ঠুরতা বিশেষভাবে ফুটে ওঠে।
Tess of the d’Urbervilles তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। হার্ডি নিজে পেশায় ছিলেন স্থপতি, কিন্তু সাহিত্য তাকে বিশ্বব্যাপী পরিচিতি দেয়। তার লেখায় গ্রামীণ ইংল্যান্ড, মানুষের সংগ্রাম এবং বিশেষ করে নারীর অসহায়ত্বের কাহিনি বারবার উঠে এসেছে। হার্ডি বিশ্বাস করতেন যে মানুষ নিয়তির হাতে বন্দী, এবং এই বিশ্বাসকে তিনি সাহিত্যিক ভাষায় প্রকাশ করেছেন। টেস অব দ্য ডি’আর্বারভিলস এও দেখা যায় কিভাবে এক নিষ্পাপ মেয়ে টেস সমাজ, পুরুষতন্ত্র এবং নিয়তির হাতে ধ্বংস হয়ে যায়।
হার্ডি শুধু একজন গল্পকার ছিলেন না, বরং একজন সামাজিক সমালোচকও ছিলেন। তাই বলা যায়, থমাস হার্ডি নামটি শুধু এই উপন্যাসের লেখক হিসেবেই নয়, বরং একজন গভীর চিন্তক এবং মানবতাবাদী হিসেবে সাহিত্য ইতিহাসে অমর হয়ে আছেন।
0
Updated: 1 month ago
What is the name of Tess’s father?
Created: 1 month ago
A
John Durbeyfield
B
Alec d’Urberville
C
Mr. Crick
D
Angel Clare
জন ডার্বিফিল্ড ছিলেন টেসের বাবা। তিনি একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে উপন্যাসে চিত্রিত হয়েছেন। যদিও তিনি গর্ব করে বলেন যে তার পরিবার একসময় ছিলো অভিজাত d’Urberville বংশের উত্তরসূরি, বাস্তবে তিনি দরিদ্র এক গৃহস্থ ছাড়া কিছুই ছিলেন না।
একদিন প্যারসন ট্রিংহ্যাম তাকে জানান যে তিনি আসলে অভিজাত বংশের বংশধর। এই খবর শুনে জন আরও অহংকারী হয়ে ওঠেন এবং পরিবারের দায়িত্ব না নিয়ে শুধুমাত্র বংশগৌরব নিয়ে গর্ব করতে থাকেন।
ফলে টেসকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়। তার বাবার এই গাফিলতি ও অলসতা টেসকে ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়। বিশেষ করে ঘোড়া Prince এর মৃত্যুর পর পরিবারের দারিদ্র্য চরমে পৌঁছায়, আর জনের অযোগ্যতার কারণে টেসকে Trantridge-এ যেতে হয়। তাই জন ডার্বিফিল্ড কেবল একজন পিতা নন, বরং টেসের জীবনের ট্র্যাজেডির অন্যতম কারণ।
0
Updated: 1 month ago
“In Hardy’s novel, which of the following best captures the function of letters?”
Created: 1 month ago
A
Purely decorative insertions
B
Engines of chance that (mis)direct crucial outcomes
C
Legal proofs in court
D
Religious tracts
চিঠি হার্ডির বিশ্বে কেবল তথ্যবাহক নয়; ভাগ্য-চালকের ভূমিকায়ও অবতীর্ণ। টেসের ‘স্বীকারোক্তির চিঠি’ কার্পেটের ভাঁজে আটকে গিয়ে অ্যাঞ্জেলের অজানাই থেকে যায়—ফলে বৈবাহিক ‘সত্যের সুযোগ’ নষ্ট হয়। আবার পরবর্তীকালে বিভিন্ন বার্তা পৌঁছোনোর সময়চ্যুতি প্লটকে ভিন্ন দিকে ঘোরায়।
এই ‘মেল-মিস’ বা দেরি হার্ডির ন্যারেটিভে ফেট/কইনসিডেন্সকে বস্তুগত রূপ দেয়—অর্থাৎ নৈতিকভাবে সৎ পথেই টেস বাধা পায়, কেবল একটি কাগজ সঠিক ঠিকানায় সময়মতো না পৌঁছনোয়। ফলে চিঠি এখানে চরিত্র নয়; তবু চরিত্রদের ভবিষ্যৎ নির্ধারণকারী এক ‘নৈর্ব্যক্তিক চর’ হিসেবে কাজ করে।
0
Updated: 1 month ago