What role does Farmer Groby play in Tess’s life?
A
He marries her
B
He insults her because of her past
C
He helps her financially
D
He is Angel’s uncle
উত্তরের বিবরণ
Farmer Groby একজন ক্ষুদ্র চরিত্র হলেও টেসের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Flintcomb-Ash farm-এ কাজ করার সময় Groby টেসকে সবসময় অপমান করে, কারণ সে তার অতীত জানত। এই চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন সমাজ কিভাবে একজন নারীর অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Groby-এর খারাপ ব্যবহার টেসকে আরও কষ্ট দেয়, আর এই অপমান তার মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। এটি Victorian সমাজের নির্মমতার প্রতীক।
2
Updated: 1 month ago
What does Angel symbolize in the novel?
Created: 1 month ago
A
Practical realism
B
Idealism and hypocrisy
C
Religious authority
D
Social progress
Angel Clare প্রথমে আদর্শবাদী এবং আধ্যাত্মিক হিসেবে উপস্থাপিত হন। তিনি টেসকে pure নারী হিসেবে দেখেন। কিন্তু যখন টেস তার অতীত স্বীকার করে, তখন Angel তাকে ক্ষমা করতে পারেন না। Hardy তাকে idealism এবং hypocrisy-এর প্রতীক বানিয়েছেন। তিনি আদর্শে বিশ্বাসী, কিন্তু বাস্তবে ব্যর্থ।
1
Updated: 1 month ago
What is the name of Tess’s youngest brother?
Created: 1 month ago
A
Abraham Durbeyfield
B
Sorrow
C
Felix Clare
D
Retty Priddle
অ্যাব্রাহাম ছিল টেসের ছোট ভাই। উপন্যাসের শুরুতে দেখা যায়, টেস তার ছোট ভাই অ্যাব্রাহামের সঙ্গে বাজারে যাচ্ছিলো ঘোড়ার গাড়ি চালিয়ে। তাদের পরিবারের ঘোড়া Prince সেই সময়ে দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনাই মূলত উপন্যাসের ট্র্যাজেডির সূচনা করে।
Prince-এর মৃত্যুতে পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয় এবং টেসকে দারিদ্র্যের কারণে d’Urberville পরিবারের কাছে যেতে বাধ্য করা হয়। অ্যাব্রাহামের মাধ্যমে আমরা টেসের পরিবারের নিষ্পাপ দিকটা দেখতে পাই।
সে ছোট হলেও টেসকে সান্ত্বনা দেয় এবং অনেক প্রশ্ন করে, যা Hardy-এর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। ছোট একটি চরিত্র হলেও, অ্যাব্রাহামের উপস্থিতি টেসের জীবনের কঠিন যাত্রার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 month ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago