A
Grandiose
B
Redundant
C
Separate
D
Sheer
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 1 day ago
Choose the antonym of Fastidious:
Created: 2 days ago
A
Careless
B
Pleasant
C
Creative
D
Enervate
Fastidious – অর্থ হলো খুঁতখুঁতে, অতিরিক্ত যত্নবান বা নিখুঁতপ্রিয়।
Antonym: Careless – যত্নহীন, অসাবধান।
কেন অন্যগুলো ভুল:
-
Pleasant – সুখকর বা মনোরম, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
-
Creative – সৃজনশীল, Fastidious-এর বিপরীত নয়।
-
Enervate – শারীরিক বা মানসিক দুর্বল করা, Fastidious-এর সঙ্গে সম্পর্ক নেই।
Source: Cambridge & Accessible Dictionary.

0
Updated: 2 days ago
Give the antonym of the word 'transitory'.
Created: 2 weeks ago
A
temporary
B
permanent
C
transparent
D
short-lived
Transitory মানে স্বল্পকালস্থায়ী।
প্রশ্নে অন্যান্য বিকল্পগুলোর অর্থ হলো:
-
Temporary → ক্ষণস্থায়ী
-
Permanent → চিরস্থায়ী
-
Transparent → স্বচ্ছ বা আলোকভেদ্য
-
Short-lived → ক্ষণস্থায়ী
অর্থগুলো লক্ষ্য করলে দেখা যায়, “transitory” শব্দের বিপরীত অর্থ “permanent” অর্থাৎ চিরস্থায়ী।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 2 weeks ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 1 month ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago