What role does Farmer Groby play in Tess’s life?
A
He marries her
B
He insults her because of her past
C
He helps her financially
D
He is Angel’s uncle
উত্তরের বিবরণ
Farmer Groby একজন ক্ষুদ্র চরিত্র হলেও টেসের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Flintcomb-Ash farm-এ কাজ করার সময় Groby টেসকে সবসময় অপমান করে, কারণ সে তার অতীত জানত। এই চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন সমাজ কিভাবে একজন নারীর অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Groby-এর খারাপ ব্যবহার টেসকে আরও কষ্ট দেয়, আর এই অপমান তার মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। এটি Victorian সমাজের নির্মমতার প্রতীক।
2
Updated: 1 month ago
In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
Created: 1 month ago
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।
0
Updated: 1 month ago
Where do Tess and Angel find each other?
Created: 2 weeks ago
A
At Trantridge
B
At the May Day dance in Marlott
C
At Talbothays Dairy
D
At the local market
Talbothays Dairy হলো একটি মনোরম ও গ্রামীণ (pastoral) পরিবেশে অবস্থিত দুগ্ধখামার, যেখানে টেস ডারবিফিল্ড কাজ করতে আসে। এখানেই তার সঙ্গে প্রথম দেখা হয় Angel Clare-এর, যে সেখানে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিল।
এই স্থানটি উপন্যাসে ভালোবাসা, পবিত্রতা ও প্রকৃতির সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। Talbothays-এর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ টেস ও এঞ্জেলের সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বলা যায়, এই জায়গাটি তাদের প্রেমকাহিনির সূচনাস্থল—যেখানে দুজনের পারস্পরিক আকর্ষণ ধীরে ধীরে গভীর ভালোবাসায় পরিণত হয়, যা পরে উপন্যাসের আবেগময় ও করুণ মোড় তৈরি করে।
0
Updated: 2 weeks ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Tess often described as a “daughter of nature”?
Created: 1 month ago
A
She lives in the forest
B
Her innocence, simplicity, and connection with nature
C
She is a farmer’s wife
D
She is uneducated
Hardy বারবার টেসকে প্রকৃতির সন্তান হিসেবে বর্ণনা করেছেন। কারণ সে নিষ্পাপ, সহজ-সরল এবং প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
Talbothays-এ তার প্রেমের সময় প্রকৃতি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু Flintcomb-Ash-এ প্রকৃতিও তার কষ্টের প্রতীক হয়ে ওঠে। Hardy টেসকে প্রাকৃতিক জীবনের প্রতীক বানিয়ে দেখিয়েছেন, কিভাবে সমাজ প্রকৃতির সরলতাকে ধ্বংস করে।
0
Updated: 1 month ago