Why does Angel leave England after marrying Tess?
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
উত্তরের বিবরণ
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।
0
Updated: 1 month ago
Who authored the novel The Return of the Native?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Ernest Hemingway
C
George Eliot
D
William Makepeace Thackeray
The Return of the Native
-
এটি Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি বহুল পঠিত উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex-এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন।
-
তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতে চায়।
-
কিন্তু Clym Yeobright-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
-
ফলে তারা পরকীয়ায় লিপ্ত হয়।
Thomas Hardy
-
তিনি একজন English novelist and poet।
-
পরিচিত Regional Novelist and poet বা আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে।
-
কারণ: তার সকল সাহিত্যকর্ম একটি নির্দিষ্ট অঞ্চল-কে কেন্দ্র করে রচিত।
-
এছাড়া, তাকে অনেকেই Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন।
-
তার উপন্যাসের সময়কাল Victorian যুগ, তবে তিনি অনেক ছোটগল্প ও কবিতাও লিখেছেন।
Notable Novels by Thomas Hardy
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
Source: Britannica
0
Updated: 1 month ago
Why does Angel never see Tess’s confession letter?
Created: 1 month ago
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।
0
Updated: 1 month ago
What is the significance of the setting in Tess of the D'Urbervilles?
Created: 3 weeks ago
A
The setting emphasizes the pastoral beauty and happiness of Tess’s life
B
The rural settings highlight the hardships and social struggles Tess faces
C
The settings are irrelevant to the plot and character development
D
The urban settings represent Tess's eventual escape from her troubles
Tess of the D'Urbervilles উপন্যাসে, গ্রামাঞ্চলের পরিবেশ টেসের জীবনের দুর্দশা এবং সামাজিক সংগ্রামকে প্রতিফলিত করে। টেসের জীবন এবং তার দুঃখের প্রতিফলন ঘটে তার গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশের মধ্যে।
এই পরিবেশটি তার ব্যক্তিগত সংগ্রাম, সমাজের কঠিন নিয়ম এবং নারীর প্রতি সামাজিক নিগ্রহের ধারাকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চল এবং প্রকৃতির মধ্যে নিহিত হতাশা এবং বিচ্ছিন্নতার অনুভূতি টেসের দুর্ভাগ্যের একটি প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 3 weeks ago