A
Involving a lot of stress.
B
Doing hard work.
C
Involving mental and physical hardship.
D
Involving little exercise.
উত্তরের বিবরণ
Sedentary হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কাজ বা জীবনধারা যেখানে শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম খুব কম হয়, অর্থাৎ অধিকাংশ সময় বসে থাকা বা কম সক্রিয় থাকা।
-
অর্থ:
-
ইংরেজিতে: Involving little exercise or physical activity.
-
বাংলায়: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকা; আসনাশ্রিত; আসনারূঢ়।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Quiescent – শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়
-
Inert – জড়; অচেতন
-
Stationary – স্থির; নিশ্চল; অনড়
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Dynamic – গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ
-
Vigorous – বলিষ্ঠ; তেজস্বী; প্রবল; তেজীয়ান
-
Animated – প্রাণবন্ত; উদ্দীপিত; অনুপ্রাণিত
-

0
Updated: 1 day ago
The word “Xenophobia” means –
Created: 1 week ago
A
Fear or dislike of foreigners
B
Fear of darkness
C
Fear of heights
D
Fear of germs

0
Updated: 1 week ago
'Equivocation' means-
Created: 2 months ago
A
A true statement
B
Equal opportunity to get a job
C
Free expression of opinions
D
Two contrary things in the same statement
'Equivocation' means - Two contrary things in the same statement.
• Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) A true statement - একটি সত্য বক্তব্য।
খ) Equal opportunity to get a job - সমানভাবে কাজ পাওয়ার সুযোগ।
গ) Free expression of opinions - মতামত প্রকাশের স্বাধীনতা।
Source:
1. Oxford Learner's Dictionary
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The expression 'Lingua franca' means ____.
Created: 1 month ago
A
The common language
B
The first language
C
International language
D
The French language
Lingua Franca
ইংরেজি অর্থ
১. একটি সাধারণ ভাষা যা মূলত ইতালিয়ান ভাষার সঙ্গে ফরাসি, স্প্যানিশ, গ্রীক এবং আরবি মিশ্রিত হয়ে ভূমধ্যসাগরীয় বন্দরের ভাষা হিসেবে ব্যবহৃত হত।
২. বিভিন্ন ভাষাভাষীর মধ্যে যোগাযোগ বা বাণিজ্যের জন্য ব্যবহৃত যেকোনো ভাষা।
বাংলায় অর্থ:
বহুভাষী অঞ্চলগুলোতে যেই ভাষাটি যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে।
উদাহরণ বাক্য:
১. অনেক এয়ারলাইন পাইলটের মধ্যে ইংরেজি lingua franca হিসেবে ব্যবহৃত হয়।
২. TikTok-এ গল্প বলার ধরন যেন এখন একটি lingua franca হয়ে উঠেছে।
উৎস:
১. Merriam-Webster Dictionary
২. বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 1 month ago