A
Fondness
B
Disinclination
C
Specious
D
Fawning
উত্তরের বিবরণ
Penchant হলো একটি বিশেষ্য যা বোঝায় কোনো ব্যক্তির কোনো কিছু করার জন্য বিশেষ রুচি, পছন্দ বা অভ্যাস, বিশেষ করে এমন কিছু যা অন্যান্যরা হয়তো পছন্দ নাও করতে পারে।
-
অর্থ:
-
ইংরেজিতে: A liking for or a habit of doing something, especially something that other people might not like.
-
বাংলায়: রুচি; পছন্দ; ঝোঁক। উদাহরণ: penchant for classical music
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Liking – পছন্দ
-
Fondness – অনুরাগ; অত্যনুরাগ; আসক্তি
-
Appetite – রুচি
-
Taste – রুচি; স্বাদ
-
A strong liking – প্রচণ্ড পছন্দ
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Aversion – বিরূপতা; অনীহা
-
Disinclination – অনিচ্ছা; নিস্পৃহতা
-
Unconcern – ঔদাসীন্য
-
Antipathy – বিদ্বেষ
-
Reluctance – অনিচ্ছা
-
-
উদাহরণ:
-
He has a penchant for adopting stray dogs.
-
Bengalis have a penchant for secularism.
-
অতিরিক্ত শব্দসমূহ:
-
Specious (adjective): আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য মনে হওয়া, কিন্তু আসলে ভুল বা মিথ্যা
-
Fawning (adjective): অতিরিক্ত প্রশংসা করা এবং অসত্য বা অসৎভাবে মনোযোগ দেওয়া, যাতে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়; পদানত; ধামা ধরা

0
Updated: 1 day ago
Which of the following is an antonym of “Superficial”?
Created: 3 weeks ago
A
Glorious
B
Hesitant
C
Decline
D
Profound
The correct answer is - ঘ) Profound
- Profound (adjective) (গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়)।
• Superficial (adjective)
- English Meaning: Concerned with or understanding only the obvious; not thorough or deep; only on the surface.
- Bangla Meaning: পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।
• Synonyms
- Shallow (অগভীর; গাধ; চেটালো),
- Cursory (তড়িঘড়িতে করা কাজ; দায়সারা গোছের কাজ),
- Surface-level (উপরিভাগের; গভীরতাহীন)।
• Antonyms
- Profound (গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়),
- Thorough (সর্বতোভাবে; সম্পূর্ণ; আনুপুঙ্খিক),
- Comprehensive (সমন্বিত)।
• Example Sentence
- His knowledge of the topic is only superficial.
- Don’t be fooled by her superficial charm—she’s very calculating underneath.
• Other options:
- Hesitant (দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত),
- Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা),
- Glorious (দ্যুতিময়; চমৎকার; মহিমান্বিত)।

0
Updated: 3 weeks ago
Antonym of Equity is -
Created: 1 month ago
A
Uprightness
B
Justice
C
Integrity
D
Bias
Antonym of Equity is - Bias
• Equity (noun)
- ন্যায়পরায়ণতা।
ঘ) Bias (noun)
- পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক।
• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Uprightness (noun)
- ঋজুতা।
খ) Justice (noun)
- ন্যায়পরায়ণতা, যথাযথ আচরণ।
গ) Integrity (noun) [uncountable noun]
- চারিত্রিক সরলতা ও সততা; অখন্ডতা; অভেদ্যতা; শুদ্ধতা; সাধুতা; সত্যশীলতা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
What is the antonym of 'Nexus'?
Created: 21 hours ago
A
Separation
B
Fresco
C
Broach
D
Vendetta
Nexus (Noun)
-
English Meaning: An important connection between the parts of a system or a group of things.
-
Bangla Meaning: সংযোগ; বন্ধন; সম্বন্ধ; পরস্পরসম্বন্ধ শ্রেণি।
-
Synonyms: Connection (সংযোগ), Bond (যুক্ত করা), Join (এক করা), Chain (শিকল), String (জোড়), Link (সংযুক্তি)।
-
Antonyms: Separation (বিচ্ছিন্ন করা), Split (আলাদা করা), Division (মতভেদ), Divorce (বিচ্ছেদ), Disunion (বিভেদ)।
-
Example: Times Square is the nexus of the New York subway. / As the nexus for three great religions, Jerusalem has had a troubled history.
Fresco (Noun)
-
English Meaning: A painting done rapidly in watercolor on wet plaster on a wall or ceiling.
-
Bangla Meaning: সদ্যোরঙ্গ; ভেজা পলস্তারার ওপর আঁকা চিত্র; প্রাচীরচিত্র।
-
Synonyms: Painting (চিত্রকর্ম), Wall painting (দেয়ালচিত্র), Mural (ভাস্কর্য), Adorn (সজ্জিত করা), Infuse (সঞ্চারিত করা)।
-
Antonyms: Discolor (বিবর্ণ করা), Fade (মলিন হওয়া), Pale (ফ্যাকাশে হওয়া), Decolorize (রঙহীন করা), Bleach (ধোয়া/সাদা করা)।
Broach (Verb, Transitive)
-
English Meaning: To begin discussing a subject that is difficult or sensitive.
-
Bangla Meaning: আলোচনার জন্য কোনো বিষয় উত্থাপন করা বা আলোচনা শুরু করা।
-
Synonyms: Bring up (প্রসঙ্গ তোলা), Hint at (ইঙ্গিত করা), Mention (উল্লেখ করা), Introduce (সূচনা), Raise (উত্থাপন করা), Propose (প্রস্তাব করা)।
-
Antonyms: Close (বন্ধ করা), Withdraw (প্রত্যাহার করা), Ignore (এড়িয়ে যাওয়া), Deny (অস্বীকার করা), Refuse (প্রত্যাখ্যান করা)।
Vendetta (Noun)
-
English Meaning: A long and violent feud between two families or groups, often involving revenge killings.
-
Bangla Meaning: বংশানুক্রমিক প্রতিহিংসা; দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী বিবাদ।
-
Synonyms: Feud (বিবাদ), Revenge (প্রতিশোধ), Retribution (প্রতিহিংসা), Quarrel (ঝগড়া), Conflict (সংঘাত)।
-
Antonyms: Peace (শান্তি), Harmony (সামঞ্জস্য), Agreement (সমঝোতা), Reconciliation (মিলন), Friendship (বন্ধুত্ব)।

0
Updated: 21 hours ago