What is the narrative style of Tess of the d’Urbervilles?
A
First-person narrative
B
Third-person omniscient with authorial commentary
C
Diary entries of Tess
D
Epistolary novel
উত্তরের বিবরণ
Hardy উপন্যাসটি লিখেছেন third-person omniscient ভঙ্গিতে। অর্থাৎ বর্ণনাকারী সব চরিত্রের মনের কথা জানেন এবং গল্প বলার সময় মাঝে মাঝে নিজস্ব মন্তব্যও করেন। এই "authorial commentary" উপন্যাসটিকে আলাদা মাত্রা দিয়েছে। Hardy প্রায়ই গল্পের মাঝখানে থেমে সমাজ, ধর্ম, নিয়তি এবং নৈতিকতা নিয়ে নিজের মতামত দিয়েছেন।
উদাহরণস্বরূপ, উপন্যাসের শেষে তিনি বলেন, “Justice was done, and the President of the Immortals had ended his sport with Tess.” এটি সরাসরি লেখকের কণ্ঠস্বর। এই narrative style-এর মাধ্যমে Hardy কেবল গল্প বলেননি, বরং সমাজ সমালোচনা করেছেন এবং নিজের দর্শন তুলে ধরেছেন। ফলে উপন্যাসটি শুধু প্লট নয়, বরং একটি গভীর সামাজিক ও দার্শনিক রচনা হয়ে উঠেছে।
1
Updated: 1 month ago
What role does Farmer Groby play in Tess’s life?
Created: 1 month ago
A
He marries her
B
He insults her because of her past
C
He helps her financially
D
He is Angel’s uncle
Farmer Groby একজন ক্ষুদ্র চরিত্র হলেও টেসের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Flintcomb-Ash farm-এ কাজ করার সময় Groby টেসকে সবসময় অপমান করে, কারণ সে তার অতীত জানত। এই চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন সমাজ কিভাবে একজন নারীর অতীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। Groby-এর খারাপ ব্যবহার টেসকে আরও কষ্ট দেয়, আর এই অপমান তার মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। এটি Victorian সমাজের নির্মমতার প্রতীক।
2
Updated: 1 month ago
Which best explains the subtitle “A Pure Woman Faithfully Presented”?
Created: 1 month ago
A
Tess never errs
B
Purity is a spiritual/ethical quality, not reducible to social/sexual labels
C
It’s ironic praise for Alec
D
It only marks pastoral beauty
হার্ডির সাহসী সাবটাইটেল ‘এ পিওর উম্যান…’ আসলে ভিক্টোরিয়ান নীতির পুনঃসংজ্ঞা। ‘পিউরিটি’ মানে কেবল ‘শারীরিক অক্ষততা’ নয়—বরং অন্তরের সততা, নৈতিক দায়বদ্ধতা, সহমর্মিতা, সত্য বলার সাহস। টেসের শরীর সামাজিকভাবে ‘কলঙ্কিত’—কিন্তু তার ইচ্ছা-প্রেরণা নিখাদ: পরিবারের দায়ে কাজ, সত্য প্রকাশের চেষ্টা, প্রেমে নিষ্ঠা।
বিপরীতে অ্যাঞ্জেল/অ্যালেক সামাজিকভাবে গ্রহণযোগ্য পুরুষ হলেও নৈতিক দুর্বলতা/ভণ্ডামিতে জড়িয়ে আছে। হার্ডি তাই পাঠককে বলেন—সামাজিক লেবেল নয়, ‘ইনার মোরাল কনস্টিটিউশন’ই মানুষের মূল্য নির্ধারণ করবে।
0
Updated: 1 month ago
Why does Angel leave England after marrying Tess?
Created: 1 month ago
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।
0
Updated: 1 month ago