What is Hardy’s philosophy reflected in Tess’s life?
A
Romantic idealism
B
Fatalism and inevitability of suffering
C
Comedy of rural life
D
Christian redemption
উত্তরের বিবরণ
Hardy বিশ্বাস করতেন যে মানুষের জীবন নিয়তির হাতে বন্দী। টেসের জীবন এরই প্রতিফলন। Prince-এর মৃত্যু, Alec-এর প্রতারণা, Angel-এর পরিত্যাগ — সবকিছুই একের পর এক নিয়তির মতো ঘটে যায়। টেস যতই লড়াই করুক, সে নিজের ভাগ্য পাল্টাতে পারে না।
Hardy এই দর্শনকে fatalism বলেন। তার মতে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এক ধরনের "Immanent Will" বা অদৃশ্য শক্তি, যা মানুষের সুখ-দুঃখ নির্ধারণ করে। টেস তাই কেবল একজন নারী নয়, বরং সমগ্র মানবজাতির প্রতীক, যারা নিয়তির খেলায় পরাজিত হয়।
Hardy-এর এই দার্শনিক দৃষ্টিভঙ্গি উপন্যাসকে কেবল একটি প্রেমকাহিনি নয়, বরং মানবজীবনের ট্র্যাজিক সত্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 month ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
What is the significance of Stonehenge in the novel?
Created: 1 month ago
A
It is Tess’s birthplace
B
It symbolizes sacrifice and fate
C
It is Angel’s family home
D
It represents industrial progress
Stonehenge উপন্যাসের শেষ অংশে একটি গভীর প্রতীক হিসেবে আসে। টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে Stonehenge-এ আশ্রয় নেয়। এখানে টেস ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর শুয়ে পড়ে এবং বলে যে সে যেন বলিদানের জন্য উৎসর্গীকৃত প্রাণী। এটি মূলত Hardy-এর fatalism-এর প্রতীক। Stonehenge প্রাচীন যুগের ধর্মীয় বলিদান আর নিয়তির শৃঙ্খলকে মনে করিয়ে দেয়।
টেসের জীবনও যেন এক ধরনের বলিদান — সমাজ, পুরুষতন্ত্র, এবং নিয়তির কাছে। Hardy এখানে দেখাতে চান যে মানুষ যতই চেষ্টা করুক, নিয়তির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। Stonehenge তাই কেবল একটি স্থান নয়, বরং টেসের ট্র্যাজেডির চূড়ান্ত প্রতীক, যেখানে তার আত্মসমর্পণ ও নিয়তির স্বীকৃতি মিলে যায়।
0
Updated: 1 month ago
What does Flintcomb-Ash symbolize in the novel?
Created: 1 month ago
A
Fertility and joy
B
Harshness and suffering
C
Romance and beauty
D
Tess’s noble ancestry
Flintcomb-Ash হলো টেসের সবচেয়ে কঠিন কর্মস্থল। এখানে শিল্পযন্ত্র, ঠাণ্ডা আবহাওয়া আর নিষ্ঠুর মানুষদের মাঝে টেসকে কাজ করতে হয়। Hardy Flintcomb-Ash-কে প্রতীক করেছেন মানুষের জীবনের কঠিন বাস্তবতার। এখানে টেসের আনন্দ নেই, বরং কষ্ট আর হতাশা আছে। এটি শিল্পায়নের কারণে গ্রামীণ জীবনের ক্ষতির প্রতীকও বটে।
0
Updated: 1 month ago