A
Relinquish
B
Cluster
C
Resuscitate
D
Decline
উত্তরের বিবরণ
Revive হলো একটি ক্রিয়া যা বোঝায় কোনো কিছু বা কারো জীবন, চেতনাশীলতা বা স্বাস্থ্য ফিরিয়ে আনা বা পুনরুজ্জীবিত করা। এটি সাধারণত স্বাস্থ্য, শক্তি বা আগের অবস্থায় ফিরে আসার প্রসঙ্গে ব্যবহার করা হয়।
-
অর্থ:
-
ইংরেজিতে: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
-
বাংলায়: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
-
-
উদাহরণ:
-
The doctor managed to revive the patient after cardiac arrest.
-
ডাক্তার রোগীর হার্ট অ্যাটাকের পরে তাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হন।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Resuscitate – জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা
-
Rejuvenate – নবযৌবন বা শক্তি ফিরিয়ে দেওয়া; নবতেজোদ্দীপ্ত হওয়া
-
Restore – ফিরিয়ে দেওয়া; পূর্বাবস্থায় আনা
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Decline – ক্রমশ ক্ষীণ হওয়া; হ্রাস পাওয়া
-
Deteriorate – অবনতিগ্রস্ত হওয়া
-
Expire – মৃত্যুবরণ করা; শেষ হওয়া
-
অতিরিক্ত সমার্থক/প্রতিসম শব্দ:
-
Relinquish (verb): ছেড়ে দেওয়া; ত্যাগ করা
-
Cluster (noun/verb): গুচ্ছ; ঝাঁক; একত্রিত করা

0
Updated: 1 day ago
Which of the following is a synonym for "ostentation"?
Created: 2 weeks ago
A
Brag
B
Crude
C
Modesty
D
Fecund
Correct Answer: Brag
Ostentation (noun)
English Meaning:
An exaggerated display of wealth, knowledge, or skill intended to impress others.
Bangla Meaning:
প্রশংসা লাভ বা ঈর্ষা উদ্রেক করার উদ্দেশ্যে (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদি) প্রদর্শন।
Synonyms: Display (প্রদর্শনেচ্ছা), Boast (লোক দেখানো), Brag (বড়াই), Fuss (হড়বড়ি), Bluster (তর্জন-গর্জন)।
Antonyms: Modesty (নম্রতা), Simplicity (সরলতা), Concealment (ঢেকে রাখা), Humbleness (বিনয়), Dullness (নিস্তেজতা)।
Other Forms:
-
Ostentate (verb)
Other Options:
-
Crude → অশোধিত; অপরিবর্তিত।
-
Fecund → উর্বর; প্রচুর উৎপাদনশীল।
Example Sentences:
-
The house was spacious but without any trace of ostentation.
Bangla Meaning: বাড়িটি ছিল প্রশস্ত কিন্তু কোনো প্রকার প্রদর্শন ছিল না। -
She is a charming host without any touch of stiffness or ostentation.
Bangla Meaning: তিনি একজন মনোমুগ্ধকর আতিথেয়, যেখানে কোনো রকম কঠোরতা বা প্রদর্শনের ছাপ নেই।
Source: Live MCQ lecture

0
Updated: 2 weeks ago
Which of the following is a synonym of "Tenuous"?
Created: 3 days ago
A
Aggravate
B
Prevalent
C
Slender
D
Solid
The correct answer: গ) Slender
Tenuous (adjective):
-
English Meaning: A tenuous connection, idea, or situation is weak and possibly does not exist.
-
Bangla Meaning: ক্ষীণ; সরু।
Synonyms:
-
Paltry: তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন
-
Slender: সরু
-
Frail: দুর্বল; নাজুক; পলকা; ক্ষণস্থায়ী; রোগা
Antonyms:
-
Valid: সঠিক, আনুষ্ঠানিকতাসহ কার্যকর; বৈধ
-
Solid: কঠিন; তরল বা বায়বীয় নয়
-
Substantial: মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত; সুদৃঢ়; সংহত
Example Sentences:
-
Their relationship was based on a tenuous understanding.
-
The evidence for his claim is very tenuous.
Other options:
-
Aggravate: উত্তক্ত/প্রকোপিত করা, খেপানো
-
Prevalent: সাধারণ; ব্যাপক
Source: Live MCQ Lecture

0
Updated: 3 days ago
Synonym of “Elated”?
Created: 3 weeks ago
A
Sad
B
Cheerful
C
Angry
D
Slow
Correct Answer: খ) Cheerful
Elated (Adj)
-
Bangla Meaning: অনুপ্রাণিত হওয়া
-
English Meaning: marked by high spirits; exultant
Cheerful (Adj)
-
Bangla Meaning: আনন্দদায়ক বা আনন্দব্যঞ্জক; মনোরম
-
English Meaning: full of good spirits; merry
Other Options:
-
Sad – দুঃখজনক; affected with or expressive of grief or unhappiness
-
Angry – ক্রুদ্ধ; feeling or showing anger
-
Slow – ধীর, মন্থর; mentally dull
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 3 weeks ago