A
Matching in degree
B
Independent existence
C
Not easily excited
D
A vituperative spoken
উত্তরের বিবরণ
Discrete হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কোনো কিছু স্বতন্ত্র ও স্বাধীনভাবে বিদ্যমান, অন্য জিনিসের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া। এটি সাধারণত এমন কোনো বস্তু, ধারণা বা কাজের জন্য ব্যবহার করা হয় যা অন্যের থেকে আলাদা এবং স্বাধীন।
-
অর্থ:
-
ইংরেজিতে: Having an independent existence or form apart from other similar things.
-
বাংলায়: পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
-
-
উদাহরণ:
-
The plan was divided into discrete tasks.
-
পরিকল্পনাটি কয়েকটি পৃথক কাজে বিভক্ত।
-
These small companies now have their own discrete identity.
-
A government with three discrete divisions could implement such ambitious decisions.
-
-
সমার্থক শব্দ (Synonyms): Separate (বিভক্ত; পৃথক), Detached (বিচ্ছিন্ন), Individual (পৃথক), Distinct (স্বতন্ত্র), Isolated (বিচ্ছিন্ন)
-
বিপরীত শব্দ (Antonyms): Connected (সংযুক্ত), Linked (সংযুক্ত), Associated (সম্মিলিত, সংযুক্ত), Related (সম্পর্কিত), Affiliated (অধিভুক্ত)
অতিরিক্ত সমার্থক বিশেষণসমূহ:
-
Commensurate: যথোপযুক্ত; কোন কিছুর সাথে সমমাপ বা মান অনুযায়ী।
-
Phlegmatic: স্বভাবত উদাসীন; সহজে উত্তেজিত বা আবেগপ্রবণ নয়।
-
Vituperative: কটূক্তিপূর্ণ; গালিগালাজপূর্ণ বা তীব্র সমালোচনামূলক।

0
Updated: 1 day ago
"He died _____ a snake bite." Which preposition fits best?
Created: 2 weeks ago
A
at
B
in
C
from
D
within
Correct Answer: from
ব্যাখ্যা:
-
“Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
-
উদাহরণ বাক্যে: snake bite একটি বাহ্যিক কারণ, অর্থাৎ সে মারা গেছে সাপের কামড়ের কারণে।
-
তাই এখানে from সঠিক।
Die এর সাথে অন্যান্য Preposition ব্যবহার
Preposition | ব্যবহার | উদাহরণ |
---|---|---|
from | বাহ্যিক কারণ বা প্রভাব | He died from a snake bite. / He died from overeating. |
at | সময় নির্দেশ করতে | He died at 9:30 am. |
in | দুর্ঘটনায় মারা যাওয়া বা জায়গা, মাস বা বছর | He died in an accident. / He died in 1950. / He died in London. |
within | সীমিত সময়ের মধ্যে মৃত্যু | He died within five minutes. |
of | রোগ বা অভ্যন্তরীণ কারণে মৃত্যু | He died of cholera. / Karim died of cancer. |
for | কোনো আদর্শ বা কারণে মৃত্যু | He died for his country. |
on | নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যু | He died on the spot. / He died on Monday. |
between | সময় সীমার মধ্যে মৃত্যু | He died between 9 a.m. to 9:30 a.m. |
📚 Source: Applied English Grammar and Composition by P.C. Das

0
Updated: 2 weeks ago
What does the idiom "to draw the line" mean?
Created: 3 weeks ago
A
To start something new
B
To refuse to go beyond a certain limit
C
To make a sketch or diagram
D
To mark a finish line
• The idiom "to draw the line" means: খ) To refuse to go beyond a certain limit
To draw the line (Phrase)
-
Bangla Meaning: সীমা নির্ধারণ করা; কোনো কার্যকলাপ বা আচরণের ক্ষেত্রে সহ্যের সীমা নির্ধারণ করা
-
English Meaning: to put a limit on what you will do or allow to happen
• Other Options:
ক) To start something new
-
Bangla Meaning: নতুন কিছু শুরু করা
গ) To make a sketch or diagram
-
Bangla Meaning: ছবি বা নকশা আঁকা
ঘ) To mark a finish line
-
Bangla Meaning: একটি শেষ সীমা নির্ধারণ করা (দৌড়ের লাইন ইত্যাদি)
Source: Live MCQ Lecture

0
Updated: 3 weeks ago
'Equivocation' means-
Created: 2 months ago
A
A true statement
B
Equal opportunity to get a job
C
Free expression of opinions
D
Two contrary things in the same statement
'Equivocation' means - Two contrary things in the same statement.
• Equivocation (noun):
Meaning: The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself; prevarication/To contrary things in the same statement.
Bengali meaning: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) A true statement - একটি সত্য বক্তব্য।
খ) Equal opportunity to get a job - সমানভাবে কাজ পাওয়ার সুযোগ।
গ) Free expression of opinions - মতামত প্রকাশের স্বাধীনতা।
Source:
1. Oxford Learner's Dictionary
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago