What is the significance of Stonehenge in the novel?
A
It is Tess’s birthplace
B
It symbolizes sacrifice and fate
C
It is Angel’s family home
D
It represents industrial progress
উত্তরের বিবরণ
Stonehenge উপন্যাসের শেষ অংশে একটি গভীর প্রতীক হিসেবে আসে। টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে Stonehenge-এ আশ্রয় নেয়। এখানে টেস ক্লান্ত হয়ে একটি পাথরের ওপর শুয়ে পড়ে এবং বলে যে সে যেন বলিদানের জন্য উৎসর্গীকৃত প্রাণী। এটি মূলত Hardy-এর fatalism-এর প্রতীক। Stonehenge প্রাচীন যুগের ধর্মীয় বলিদান আর নিয়তির শৃঙ্খলকে মনে করিয়ে দেয়।
টেসের জীবনও যেন এক ধরনের বলিদান — সমাজ, পুরুষতন্ত্র, এবং নিয়তির কাছে। Hardy এখানে দেখাতে চান যে মানুষ যতই চেষ্টা করুক, নিয়তির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। Stonehenge তাই কেবল একটি স্থান নয়, বরং টেসের ট্র্যাজেডির চূড়ান্ত প্রতীক, যেখানে তার আত্মসমর্পণ ও নিয়তির স্বীকৃতি মিলে যায়।
0
Updated: 1 month ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why is Alec’s death at the hands of Tess ironic?
Created: 1 month ago
A
He becomes a saint before dying
B
He had just regained power over Tess
C
He forgave Tess
D
He planned to marry Angel
Alec আবার টেসকে নিজের জীবনে টেনে এনেছিল এবং পরিবারকে সাহায্য করছিল। কিন্তু ঠিক তখনই টেস তাকে হত্যা করে। এই মৃত্যু ব্যঙ্গাত্মক, কারণ Alec ভেবেছিল সে আবারও জয়ী হয়েছে। Hardy Alec-এর মৃত্যুর মাধ্যমে দেখিয়েছেন, ভণ্ডামি আর লালসার অবসান কেবল হঠাৎ করেই হয়। এটি টেসের হতাশার প্রতিশোধও বটে।
0
Updated: 1 month ago
“Why is Tess executed at the end of Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles?”
Created: 1 month ago
A
For murdering Alec
B
For betraying Angel
C
For burning a church
D
For stealing land
Alec বারবার টেসের জীবন নষ্ট করেছে। শেষে টেস রাগ, হতাশা ও ভালোবাসার টানে Alec-কে হত্যা করে। এই কাজের জন্য আইন তাকে মৃত্যুদণ্ড দেয়। Hardy এখানে Victorian আইন ব্যবস্থার নিষ্ঠুরতাকে দেখিয়েছেন।
Alec একজন প্রতারক ও ভণ্ড হলেও সমাজ তাকে শাস্তি দেয়নি, বরং টেসকেই শাস্তি দিল। এটি অন্যায়ের চরম উদাহরণ। টেসের মৃত্যু তাই শুধু অপরাধের ফল নয়, বরং সমাজের দ্বিচারিতা ও fate-এর প্রতীক।
0
Updated: 1 month ago
What is the role of coincidence in Tess’s tragedy?
Created: 1 month ago
A
It brings unexpected happiness
B
It repeatedly leads her toward destruction
C
It helps her escape fate
D
It unites her with Angel earlier
Hardy বিশ্বাস করতেন জীবনে কাকতালীয় ঘটনা (coincidence) অনেক সময় মানুষের নিয়তিকে নির্ধারণ করে। টেসের জীবনও তাই। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Angel-এর অনুপস্থিতিতে Alec-এর ফিরে আসা—সবকিছুই কাকতালীয়ভাবে ঘটে, কিন্তু সবই টেসকে ধ্বংস করে।
Hardy দেখাতে চান, fate ও coincidence মিলে মানুষকে অসহায় করে ফেলে। টেস তাই শুধুই এক নারী নয়, বরং মানুষের অসহায় অস্তিত্বের প্রতীক।
0
Updated: 1 month ago