Which of the following is a noun?
A
Discredit
B
Autonomous
C
Morose
D
Tractable
উত্তরের বিবরণ
Discredit হলো একটি বিশেষ্য যা বোঝায় কারো বা কোনো কিছুর প্রতি বিশ্বাস বা সুনামের ক্ষতি। এটি সাধারণত সম্মান বা বিশ্বাস হারানোর প্রসঙ্গে ব্যবহৃত হয়।
- 
অর্থ: - 
ইংরেজিতে: Loss of respect for or belief in someone or something. 
- 
বাংলায়: সুনামহানি; কলঙ্ক। 
 
- 
- 
সমার্থক শব্দ (Synonyms): - 
Disgrace – সম্মানহানি; মর্যাদাহানি 
- 
Shame – লজ্জা 
- 
Humiliation – অবমাননা 
- 
Disbelieve – অবিশ্বাস 
- 
Dishonor – অপমান 
 
- 
- 
বিপরীত শব্দ (Antonyms): - 
Credit – সম্মান; কৃতিত্ব 
- 
Honour – সুনাম; সুখ্যাতি 
- 
Glory – যশ 
- 
Award – পুরষ্কার 
- 
Fame – খ্যাতি 
 
- 
- 
অন্যান্য রূপ: - 
Discredit (verb transitive): আস্থা স্থাপনে অস্বীকার করা; কোনো কিছুর মূল্য বা কারো মর্যাদা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা। উদাহরণ: His evidence in the court was discredited by the jury. 
- 
Discreditable (adjective): কলঙ্কদায়ী; উদাহরণ: a discreditable behavior 
- 
Discreditably (adverb) 
 
- 
- 
উদাহরণ: - 
The stupid behavior of one student has brought discredit on the whole school. 
- 
Your actions will bring discredit to your name. 
 
- 
অতিরিক্ত শব্দসমূহ:
- 
Autonomous (adjective): স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন 
- 
Morose (adjective): গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক 
- 
Tractable (adjective): সহজে নিয়ন্ত্রণযোগ্য; মেলানো যায় এমন 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which of the following is an adjective?
Created: 1 month ago
A
Paragon
B
Exacerbate
C
Amalgamate
D
Esoteric
Esoteric হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কিছু যা কেবল বিশেষজ্ঞ বা দীক্ষিত ব্যক্তিরা বুঝতে বা উপলব্ধি করতে পারে, অর্থাৎ দুর্বোধ্য বা সীমিত জ্ঞানসম্পন্ন ব্যক্তির জন্য।
- 
অর্থ: - 
ইংরেজিতে: Intended for or understood by only a few people who have special knowledge. 
- 
বাংলায়: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন; দুর্বোধ্য। 
 
- 
- 
সমার্থক শব্দ (Synonyms): - 
Abstruse – দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ় 
- 
Perplexing – হতবুদ্ধিকর 
- 
Complex – জটিল; যৌগিক; দুর্বোধ্য 
- 
Cryptic – রহস্যময় 
- 
Bewildering – বিভ্রান্তিকর 
 
- 
- 
বিপরীত শব্দ (Antonyms): - 
Simple – নির্ঝঞ্ঝাট 
- 
Familiar – পরিচিত; চেনাজানা 
- 
Easy – সহজ 
- 
Common – সাধারণ 
- 
Obvious – সহজেই বোধগম্য 
 
- 
- 
অন্য রূপ: Esoterically (adverb) 
- 
উদাহরণ: - 
Literary readings can sometimes seem esoteric, but we are trying to make them more attractive to more people. 
- 
I was amazed by seeing his collection of esoteric philosophical theories. 
 
- 
অতিরিক্ত শব্দসমূহ:
- 
Paragon (noun): পরমোৎকর্ষের মূর্তরূপ; নিখুঁত ব্যক্তি বা বস্তু 
- 
Exacerbate (verb transitive): ইতিমধ্যে খারাপ অবস্থাকে আরও খারাপ করা; উত্তেজিত করা 
- 
Amalgamate (verb): মিলিত করা; যুক্ত করা; মেশানো 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Spoil can be used as:
Created: 1 month ago
A
Verb
B
Noun
C
Adjective
D
Both (ক) and (খ)
Spoil শব্দটি verb ও noun উভয়ভাবেই ব্যবহার করা যায়। এটি সাধারণত কোনো কিছুর সৌন্দর্য, আনন্দ বা মূল্য নষ্ট করা বোঝায়। আবার noun হিসেবে ব্যবহার করলে ক্ষয়ক্ষতি বা লুণ্ঠিত সম্পদকেও নির্দেশ করতে পারে।
- 
Part of Speech: Verb & Noun 
- 
English Meaning: To destroy or reduce the pleasure, interest, or beauty of something. 
- 
Bangla Meaning: অকেজো করা; ক্ষতিগ্রস্ত করা; নষ্ট করা। 
- 
Synonyms: Mar (ক্ষতি করা, নষ্ট করে ফেলা), Blight (বিনষ্ট করা), Deface (বিকৃত করা, সৌন্দর্যহানি করা)। 
- 
Antonyms: Enhance (বাড়ানো, উন্নত করা), Preserve (রক্ষা করা, সংরক্ষণ করা), Repair (মেরামত করা)। 
- 
Example Sentences: - 
The heavy rain spoiled our picnic. 
- 
His careless handling spoiled the painting. 
- 
The spoils of war were divided among the victors. 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which of the following is an adjective?
Created: 1 month ago
A
Paragon
B
Exacerbate
C
Amalgamate
D
Esoteric
Esoteric হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কিছু যা কেবল বিশেষজ্ঞ বা দীক্ষিত ব্যক্তিরা বুঝতে বা উপলব্ধি করতে পারে, অর্থাৎ দুর্বোধ্য বা সীমিত জ্ঞানসম্পন্ন ব্যক্তির জন্য।
- 
অর্থ: - 
ইংরেজিতে: Intended for or understood by only a few people who have special knowledge. 
- 
বাংলায়: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন; দুর্বোধ্য। 
 
- 
- 
সমার্থক শব্দ (Synonyms): - 
Abstruse – দুর্বোধ্য; গূঢ়; নিগূঢ় 
- 
Perplexing – হতবুদ্ধিকর 
- 
Complex – জটিল; যৌগিক; দুর্বোধ্য 
- 
Cryptic – রহস্যময় 
- 
Bewildering – বিভ্রান্তিকর 
 
- 
- 
বিপরীত শব্দ (Antonyms): - 
Simple – নির্ঝঞ্ঝাট 
- 
Familiar – পরিচিত; চেনাজানা 
- 
Easy – সহজ 
- 
Common – সাধারণ 
- 
Obvious – সহজেই বোধগম্য 
 
- 
- 
অন্য রূপ: Esoterically (adverb) 
- 
উদাহরণ: - 
Literary readings can sometimes seem esoteric, but we are trying to make them more attractive to more people. 
- 
I was amazed by seeing his collection of esoteric philosophical theories. 
 
- 
অতিরিক্ত শব্দসমূহ:
- 
Paragon (noun): পরমোৎকর্ষের মূর্তরূপ; নিখুঁত ব্যক্তি বা বস্তু 
- 
Exacerbate (verb transitive): ইতিমধ্যে খারাপ অবস্থাকে আরও খারাপ করা; উত্তেজিত করা 
- 
Amalgamate (verb): মিলিত করা; যুক্ত করা; মেশানো 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago