A sedentary lifestyle spells bad news for hips and thighs.
Here, 'sedentary' means:
A
Involving a lot of stress.
B
Doing hard work.
C
Involving mental and physical hardship.
D
Involving little exercise.
উত্তরের বিবরণ
Sedentary হলো একটি বিশেষণ যা বোঝায় এমন কাজ বা জীবনধারা যেখানে শারীরিক ক্রিয়াকলাপ বা ব্যায়াম খুব কম হয়, অর্থাৎ অধিকাংশ সময় বসে থাকা বা কম সক্রিয় থাকা।
-
অর্থ:
-
ইংরেজিতে: Involving little exercise or physical activity.
-
বাংলায়: (কাজ) বসে বসে করতে হয় এমন; (ব্যক্তি) অধিকাংশ সময় উপবিষ্ট থাকা; আসনাশ্রিত; আসনারূঢ়।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Quiescent – শান্ত; নিশ্চল; নিষ্ক্রিয়
-
Inert – জড়; অচেতন
-
Stationary – স্থির; নিশ্চল; অনড়
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Dynamic – গতিময়; প্রাণবন্ত; কর্মশক্তিপূর্ণ
-
Vigorous – বলিষ্ঠ; তেজস্বী; প্রবল; তেজীয়ান
-
Animated – প্রাণবন্ত; উদ্দীপিত; অনুপ্রাণিত
-
0
Updated: 1 month ago
Meaning of "Throw in the towel":
Created: 1 month ago
A
Admit defeat
B
Offer help
C
Take rest
D
Start again
সঠিক উত্তর হলো ক) Admit defeat।
“Throw in the towel” হলো একটি জনপ্রিয় ইংরেজি idiom, যার অর্থ হলো পরাজয় স্বীকার করা বা কোনো প্রচেষ্টা বন্ধ করে দেওয়া।
তথ্যগুলো হলো:
-
Idiomটি মূলত বক্সিং থেকে এসেছে, যেখানে কেউ লড়াই ছাড়তে সাদা তোয়ালে ফেলে দেয়।
-
এটি বোঝায় কেউ স্বীকার করছে যে সে হেরে গেছে বা আর চেষ্টা করবে না।
অন্যান্য বিকল্পগুলো:
-
খ) Offer help — সাহায্য করার অর্থ, idiom-এর সঙ্গে সম্পর্ক নেই।
-
গ) Take rest — বিশ্রাম নেওয়ার অর্থ, idiom-এর অর্থ নয়।
-
ঘ) Start again — আবার শুরু করার অর্থ, idiom-এর বিপরীত।
অর্থাৎ, “Throw in the towel” বোঝায় Admit defeat।
0
Updated: 1 month ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 5 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 5 months ago
I herald Galactus.
Here, the meaning of 'herald' is -
Created: 1 month ago
A
To fight against.
B
To follow silently.
C
To announce the arrival of.
D
To ignore or avoid.
Herald
Meaning in English: To announce the arrival of; an official crier or messenger.
Bangla Meaning: কোনোকিছুর বা কারো আগমনের পূর্বঘোষক বস্তু বা ব্যক্তি; অগ্রদূত।
Example Sentence: I herald Galactus.
Clarification of Other Options:
-
ক) To fight against – যুদ্ধ করা; herald এর অর্থ নয়।
-
খ) To follow silently – নীরবে অনুসরণ করা; herald মানে ঘোষণা বা নেতৃত্ব দেওয়া।
-
ঘ) To ignore or avoid – এড়িয়ে চলা; herald এর সঙ্গে সম্পর্ক নেই।
0
Updated: 1 month ago