A
হুমায়ুন আজাদ
B
আহমদ শরীফ
C
ওয়াকিল আহমদ
D
আব্দুল মতিন খান
উত্তরের বিবরণ
অধ্যাপক ওয়াকিল আহমদ বাংলাদেশের ইতিহাস ও সাহিত্য গবেষণার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি ৫ এপ্রিল ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন এবং তার অবদানে বাংলা ভাষা, সংস্কৃতি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অধ্যাপক ওয়াকিল আহমদের রচিত গ্রন্থসমূহের সংখ্যা ব্যাপক এবং তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো:
-
‘উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা’ (১৯৮৩),
-
‘বাংলার লোক-সংস্কৃতি’ (১৯৭৪, তৃতীয় সংস্করণ ২০০৪),
-
‘বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান’ (১৯৯৫, তৃতীয় সংস্করণ),
-
‘বাংলা সাহিত্যের পরাবৃত্ত’ (অখণ্ড, ১৯৯৭),
-
‘মধ্যযুগে বাংলা কাব্যের রূপ ও ভাষা’ (১৯৯৪),
-
‘বাংলার মুসলিম বুদ্ধিজীবী’ (১৯৮৫, দ্বিতীয় সংস্করণ ২০০২),
-
‘বাংলায় বিদেশী পর্যটক’ (১৯৯১, দ্বিতীয় সংস্করণ),
-
‘প্রবাদ ও প্রবচন’ (১৯৯৪),
-
‘ধাঁধা’ (১৯৯৫),
-
‘মন্ত্র’ (১৯৯৫),
-
‘ভাওয়াইয়া’ (১৯৯৫),
-
‘ভাটিয়ালি গান’ (১৯৯৭),
-
‘সারিগান’ (১৯৯৮),
-
‘বাংলা লোকসাহিত্য: ছড়া’ (১৯৯৮),
-
‘বাউল গান’ (২০০০),
-
‘লোককলা প্রবন্ধাবলী’ (২০০১, দ্বিতীয় সংস্করণ ২০০৫),
-
‘লালন গীতি সমগ্র’ (২০০২, দ্বিতীয় সংস্করণ ২০০৫),
-
‘বাংলার রেনেসাঁ ও অন্যান্য প্রসঙ্গ’ (২০০৪),
-
‘বাংলা লোকসংগীতের ধারা’ (২০০৬),
-
‘বাংলা লোকসাহিত্যের ধারা’ (২০০৭)।
অধ্যাপক ওয়াকিল আহমদ বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। তার সম্পাদিত পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা,
২. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা,
৩. বাংলাদেশ ইতিহাস পরিষদের ‘ইতিহাস’ পত্রিকা,
৪. বাংলাদেশ ফোকলোর পরিষদের ‘লৌকিক বাংলা’ পত্রিকা।
তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন, যেমন:
-
মনিরুদ্দিন রৌপ্যপদক (১৯৬২), কলকাতা বিশ্ববিদ্যালয়,
-
আবদুর রব চৌধুরী স্বর্ণপদক (১৯৮০), ঢাকা বিশ্ববিদ্যালয়,
-
ইতিহাস পরিষদ পুরস্কার (১৯৮৬), বাংলাদেশ ইতিহাস পরিষদ,
-
বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (১৯৯৪),
-
দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক (২০০২), কলকাতা,
-
এবং বাংলাদেশ সরকারের একুশে পদক (২০০৪)।
উৎস: ‘লোককলা তত্ত্ব ও মতবাদ’ গ্রন্থ এবং বাংলা একাডেমি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago