A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
উত্তরের বিবরণ
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।

0
Updated: 1 day ago
Why does Tess write a confession letter to Angel before marriage?
Created: 23 hours ago
A
To ask forgiveness from Alec
B
To tell Angel about her past honestly
C
To ask for money
D
To cancel the marriage
টেস বিয়ের আগে Angel Clare-কে তার অতীত সম্পর্কে জানাতে চেয়েছিল। সে ভেবেছিল, Angel যদি তার ভালোবাসায় সত্যিকারের হয়, তবে সে এই সত্যকে মেনে নেবে। তাই সে একটি চিঠি লেখে, যেখানে তার Alec-এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় চিঠিটি Angel-এর হাতে পৌঁছায় না—চালানির ফাঁকে পড়ে যায়।
Hardy এখানে ভাগ্যের ভূমিকা (chance/fate) দেখিয়েছেন। যদি Angel চিঠিটি পড়তো, হয়তো টেসের জীবন অন্য রকম হতো। কিন্তু fate আবারও টেসকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ঘটনা উপন্যাসে ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ বাঁক।

0
Updated: 23 hours ago
Which of the following books is written by Thomas Hardy?
Created: 2 weeks ago
A
Vanity Fair
B
The Return of the Native
C
Pride and Prejudice
D
Oliver Twist
The Return of the Native
-
The Return of the Native ভিক্টোরিয়ান যুগের অন্যতম জনপ্রিয় উপন্যাস, যার লেখক Thomas Hardy।
-
এর মূল চরিত্র Clym Yeobright, যিনি আগে প্যারিসে স্বর্ণকারের কাজ করতেন। পরে নিজের জন্মভূমি Wessex-এ ফিরে এসে শিক্ষকতা শুরু করেন।
-
Clym চান তার কাজিন Thomasin এবং তার স্বামীকে নিয়ে গ্রামীণ জীবনযাপন করতে।
-
কিন্তু সমস্যার শুরু হয় যখন Clym-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী দুজনেই শহুরে জীবনের উত্তেজনা উপভোগ করতে চায়।
-
অবশেষে তারা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, যা উপন্যাসের ট্র্যাজিক পরিণতি তৈরি করে।
Thomas Hardy
-
Thomas Hardy (1840–1928) একজন ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
-
তাকে প্রায়ই বলা হয় “Regional Novelist and Poet” কারণ তার সাহিত্যকর্মগুলো মূলত একটি নির্দিষ্ট অঞ্চল Wessex-কেন্দ্রিক।
-
একই সঙ্গে তাকে অনেকে Pessimistic Novelist হিসেবেও উল্লেখ করেন, কারণ তার রচনায় জীবনের দুর্ভাগ্য ও নিয়তির নির্মমতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
Hardy উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও কবিতাও লিখেছেন। তার উপন্যাসগুলো ভিক্টোরিয়ান যুগে লেখা হলেও, তার কবিতা আধুনিক ইংরেজি সাহিত্যের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত বহন করে।
Thomas Hardy-এর উল্লেখযোগ্য উপন্যাস
-
Tess of the d’Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
অন্য লেখকদের বিখ্যাত উপন্যাস
-
Vanity Fair → William Makepeace Thackeray
-
Pride and Prejudice → Jane Austen
-
Oliver Twist → Charles Dickens
Source: Britannica.com

0
Updated: 2 weeks ago
What is Hardy’s main criticism in the novel?
Created: 23 hours ago
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।

0
Updated: 23 hours ago