রটারডাম বন্দরটি কোন দেশে অবস্থিত?
A
জার্মানি
B
বেলজিয়াম
C
ফ্রান্স
D
নেদারল্যান্ডস
উত্তরের বিবরণ
রটারডাম বন্দর নেদারল্যান্ডসে অবস্থিত এবং এটি ইউরোপের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রবন্দর হিসেবে পরিচিত। শহরটি শুধু নেদারল্যান্ডস নয়, সমগ্র ইউরোপের বাণিজ্য ও পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
-
নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান ইউরোপীয় বন্দর।
-
উত্তর সাগর থেকে প্রায় ১৯ মাইল (৩০ কিমি) দূরে অবস্থিত।
-
নিউ ওয়াটারওয়ে নামের খালের মাধ্যমে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত।
-
শহরটি নিউ মিউস নদীর (Nieuwe Maas) উভয় তীরে অবস্থিত, যা রাইন নদীর একটি শাখা।
-
প্রথমবারের মতো ১২৮৩ সালে রটারডামের নাম উল্লেখ করা হয়।
-
১৩৪০ সালে রটারডাম শি খাল খননের অনুমতি পায় এবং প্রদেশের প্রধান বন্দর হিসেবে বিকশিত হয়।
-
১৭শ শতকের শেষে এটি আমস্টারডামের পর নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Created: 3 weeks ago
A
মালদ্বীপ
B
নেপাল
C
গ্রীস
D
ভেনেজুয়েলা
সমুদ্র বন্দরহীন দেশ বলতে বোঝায় সেই সব দেশ যাদের সরাসরি সমুদ্র সীমা নেই। এই ধরনের দেশগুলোকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলা হয়, কারণ এরা সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য অন্য দেশের বন্দরের উপর নির্ভরশীল।
-
এশিয়ার কিছু স্থল বেষ্টিত দেশ হলো:
-
আফগানিস্তান
-
আর্মেনিয়া
-
আজারবাইজান
-
ভুটান
-
তুর্কমেনিস্তান
-
কাজাখস্তান
-
কিরগিজস্তান
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
নেপাল
-
তাজিকিস্তান
-
উজবেকিস্তান
-
0
Updated: 3 weeks ago
জর্ডানের সমুদ্রবন্দরের নাম কী?
Created: 1 month ago
A
আকিয়াব
B
এডেন
C
গ্লাসগো
D
আকাবা
বিভিন্ন সমুদ্রবন্দরসমূহ:
-
আকিয়াব (বর্তমান নাম সিত্তে) ও ইয়াঙ্গুন: মিয়ানমার
-
জেদ্দা ও দাম্মাম: সৌদি আরব
-
এডেন: ইয়েমেন
-
আকাবা: জর্ডান
-
পোর্ট সুদান: সুদান
-
‘মন্ট্রিল’, ‘কুইবেক’, ‘ভ্যাঙ্কুভার’: কানাডা
-
গ্লাসগো: স্কটল্যান্ড
-
আন্টওয়ার্প: বেলজিয়াম
-
রটারডাম: নেদারল্যান্ডস
-
ডানজিগ: পোল্যান্ড
-
হামবুর্গ ও ডুইসবার্গ: জার্মানি
0
Updated: 1 month ago