Where do Tess and Angel spend their last days together?
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
উত্তরের বিবরণ
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago
What is the subtitle of Tess of the d'Urbervilles?
Created: 2 weeks ago
A
A tale of a fallen woman
B
A Pure woman faithfully presented
C
A rural tragedy
D
The story of Wessex
থোমাস হার্ডি তাঁর উপন্যাস Tess of the d’Urbervilles–এর এই সাবটাইটেলটি দিয়েছেন টেসের নৈতিক পবিত্রতা তুলে ধরার জন্য। সমাজ যদিও তাকে “fallen woman” বা “পতিতা নারী” হিসেবে দেখেছে, লেখক এই সাবটাইটেল দিয়ে সেই ধারণার প্রতিবাদ করেছেন।
-
হার্ডির উদ্দেশ্য ছিল দেখানো যে টেস প্রকৃতপক্ষে নৈতিকভাবে নির্মল ও নির্দোষ।
-
“Faithfully Presented” অংশটি লেখকের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে, যা টেসের চরিত্রকে সহানুভূতিশীলভাবে উপস্থাপন করে।
0
Updated: 2 weeks ago
Who are the three milkmaids Tess meets at Talbothays?
Created: 1 month ago
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
0
Updated: 1 month ago
What is the fate of Tess in Hardy’s novel?
Created: 2 months ago
A
Tragic death
B
Marriage
C
Wealth
D
Success
0
Updated: 2 months ago