Where do Tess and Angel spend their last days together?
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
উত্তরের বিবরণ
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago
What is the name of the dairy farm where Tess works?
Created: 1 month ago
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।
0
Updated: 1 month ago
What is the significance of the setting in Tess of the D'Urbervilles?
Created: 3 weeks ago
A
The setting emphasizes the pastoral beauty and happiness of Tess’s life
B
The rural settings highlight the hardships and social struggles Tess faces
C
The settings are irrelevant to the plot and character development
D
The urban settings represent Tess's eventual escape from her troubles
Tess of the D'Urbervilles উপন্যাসে, গ্রামাঞ্চলের পরিবেশ টেসের জীবনের দুর্দশা এবং সামাজিক সংগ্রামকে প্রতিফলিত করে। টেসের জীবন এবং তার দুঃখের প্রতিফলন ঘটে তার গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশের মধ্যে।
এই পরিবেশটি তার ব্যক্তিগত সংগ্রাম, সমাজের কঠিন নিয়ম এবং নারীর প্রতি সামাজিক নিগ্রহের ধারাকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চল এবং প্রকৃতির মধ্যে নিহিত হতাশা এবং বিচ্ছিন্নতার অনুভূতি টেসের দুর্ভাগ্যের একটি প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 3 weeks ago
Which contrast most exposes Angel’s ethical failure toward Tess?
Created: 1 month ago
A
His musicality vs. Alec’s crudity
B
His idealisation vs. inability to accept Tess’s reality
C
His poverty vs. Tess’s wealth
D
His travel vs. Tess’s rootedness
অ্যাঞ্জেল টেসকে ‘আইডিয়াল ফিগার’ বানিয়েছিলেন—‘ন্যাচারাল’, ‘পিওর’, প্রায় দেবীর মতো। কিন্তু বাস্তব টেস—জটিল অভিজ্ঞতা, সামাজিক ক্ষত নিয়ে বেঁচে থাকা একজন মানুষ—তাকে গ্রহণ করতে অ্যাঞ্জেল ব্যর্থ। স্বীকারোক্তির রাতে এই ফাটল ফেটে পড়ে: নিজের পাপ ক্ষমাযোগ্য, টেসেরটা নয়।
এখানে হার্ডি প্রেমের অন্তর্নিহিত ‘ডি-হিউম্যানাইজেশন’ ধরেন—অতিরিক্ত আইডিয়ালাইজেশন শেষত মানবী সত্তাকে বর্জন করে। নৈতিক ব্যর্থতা তাই কেবল ‘ক্ষমা না করতে পারা’ নয়; একজন মানুষকে মানুষ হিসেবে না দেখা।
0
Updated: 1 month ago