Where does Tess go after Angel abandons her?
A
Marlott
B
Flintcomb-Ash farm
C
Trantridge
D
Emminster
উত্তরের বিবরণ
Angel Clare টেসকে ছেড়ে ব্রাজিলে চলে গেলে টেসকে আবারও কাজের খোঁজ করতে হয়। সে Flintcomb-Ash farm-এ যায়। এটি ছিল একটি ভয়ানক কঠিন জায়গা, যেখানে শ্রমিকদের প্রচণ্ড কষ্ট করতে হতো। Flintcomb-Ash প্রতীকীভাবে শিল্পায়ন ও গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতার প্রতীক।
এখানে টেসকে মেশিনে কাজ করতে হয়, যেখানে সে প্রায় আঘাতপ্রাপ্ত হয়। তার সাথে কাজ করতো Marian ও Izz Huett, যারা Angel-কে ভালোবাসতো। Flintcomb-Ash উপন্যাসে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাকে তুলে ধরে। এটি টেসের চরিত্রকে আরও শক্তিশালী ও দুঃখময় করে তোলে।
2
Updated: 1 month ago
What does the death of Tess signify in the novel?
Created: 3 weeks ago
A
A triumphant conclusion to her struggles
B
A tragic end to her pursuit of happiness
C
A symbol of her moral failure
D
A representation of social justice
Tess of the D'Urbervilles* উপন্যাসে, টেসের মৃত্যু তার সুখের জন্য লড়াইয়ের এক দুঃখজনক পরিণতি হিসেবে চিহ্নিত হয়। তার জীবন বিভিন্ন দুঃখ, পরাজয় এবং শোষণের মধ্য দিয়ে প্রলম্বিত হয়েছে, এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মাধ্যমে এই সংগ্রাম এবং অসন্তুষ্টির শেষ হয়।
তার মৃত্যু একজন নিখুঁত চরিত্রের অবসান, যা সমাজের অগণিত নির্দয় বাস্তবতার বিরুদ্ধে তার অনন্ত সংগ্রামকে চিহ্নিত করে। এটি টেসের জন্য কোনো মুক্তি বা শান্তির প্রতীক নয়, বরং একটি অর্থহীন সমাজের শিকার হিসেবে তার জীবনের অবসান।
1
Updated: 3 weeks ago
Why does Tess tell Angel to marry Liza-Lu?
Created: 1 month ago
A
To punish Alec
B
To ensure Angel’s happiness after her death
C
To protect her mother
D
To fulfill her father’s wish
টেস মৃত্যুর আগে Angel Clare-কে অনুরোধ করে তার বোন Liza-Lu-কে বিয়ে করতে। কারণ সে চায় Angel সুখী হোক। Liza-Lu ছিলো নিষ্পাপ ও টেসের মতোই পবিত্র। এটি টেসের আত্মত্যাগের আরেকটি উদাহরণ। মৃত্যুর মুহূর্তেও সে অন্যদের কথা ভেবেছে। Hardy টেসকে এভাবেই মহৎ নায়িকা হিসেবে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What does the name “D'Urberville” symbolise in the novel?
Created: 3 weeks ago
A
The wealth and status Tess seeks
B
The aristocratic family history of Tess
C
A name that symbolises Tess's tragic destiny
D
A symbol of happiness and hope
Tess of the D'Urbervilles* উপন্যাসে, "D'Urberville" নামটি টেসের দুঃখজনক পরিণতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি প্রাচীন এবং প্রভাবশালী পরিবারের নাম হলেও, টেস এই নামের সঙ্গে যুক্ত হয় এবং তার জীবন অতীতের বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যে পড়ে।
নামটি তার জীবনের প্রতি এক ধরনের অভিশাপ হয়ে ওঠে, যেখানে তার শোষণ এবং পরাজয় প্রবাহিত হতে থাকে।
0
Updated: 3 weeks ago