A
Tess’s husband
B
Tess’s cousin
C
The man who seduces Tess
D
Angel’s brother
উত্তরের বিবরণ
Alec d’Urberville উপন্যাসের অন্যতম খল চরিত্র। তিনি ধনী Stoke-d’Urberville পরিবারের ছেলে। প্রকৃতপক্ষে তারা আসল d’Urberville নয়, কেবল নাম কিনে নিয়েছিল। Alec অহংকারী, ভোগবিলাসী এবং লালসাপূর্ণ মানুষ। সে টেসকে প্রতারণা করে এবং তার জীবনে ধ্বংস ডেকে আনে। Alec-এর মাধ্যমে Hardy ভিক্টোরিয়ান সমাজের পুরুষতান্ত্রিক ক্ষমতা ও নারীর উপর অত্যাচারের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
Alec কেবল টেসের ব্যক্তিগত ট্র্যাজেডির কারণ নয়, বরং নারীর অসহায় অবস্থার প্রতীক। উপন্যাসের শেষ দিকে টেস Alec-কে হত্যা করে, যা তার প্রতিশোধ ও হতাশার প্রকাশ। Alec চরিত্রটি তাই সমাজের ভণ্ডামি, লালসা এবং ভোগবাদিতার প্রতীক হিসেবে সাহিত্য ইতিহাসে স্থান করে নিয়েছে।

0
Updated: 1 day ago
What is the name of the dairy farm where Tess works?
Created: 1 day ago
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।

0
Updated: 1 day ago
Why is Tess called “A Pure Woman” by Hardy?
Created: 23 hours ago
A
She never sinned
B
She is morally innocent despite society’s judgment
C
She is rich
D
She is educated
Hardy সাহস করে টেসকে “A Pure Woman” বলেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন টেস আসলে দোষী নয়। Alec-এর প্রতারণার শিকার হয়ে টেসকে সমাজ "অশুদ্ধ" বলে, কিন্তু Hardy মনে করতেন তার আত্মা ছিল পবিত্র। এই ঘোষণা Victorian সমাজে বিতর্ক তোলে। Hardy-এর দৃষ্টিতে purity মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, বরং অন্তরের নিষ্পাপতা।

0
Updated: 23 hours ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 day ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।

0
Updated: 1 day ago