What happens to Tess’s baby, Sorrow?
A
He grows up as a nobleman
B
He is taken away by Angel Clare
C
He dies in infancy
D
He becomes a farmer
উত্তরের বিবরণ
টেসের সন্তান Sorrow জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ে। সমাজ তাকে "অবৈধ সন্তান" হিসেবে প্রত্যাখ্যান করে। চার্চ বাপ্তিস্ম দিতে অস্বীকার করে। তাই টেস নিজেই তাকে গোপনে বাপ্তিস্ম দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশু মারা যায়। Hardy এই দৃশ্যটিকে গভীর প্রতীকের মাধ্যমে উপস্থাপন করেছেন।
Sorrow টেসের নিষ্পাপতা ও সামাজিক নিষ্ঠুরতার প্রতীক। শিশুটি নির্দোষ, তবুও সমাজ তাকে গ্রহণ করেনি। Sorrow-এর মৃত্যু টেসকে আরও একাকী করে তোলে। এটি Hardy-এর ট্র্যাজিক দৃষ্টিভঙ্গির উদাহরণ, যেখানে নিষ্পাপরাও নিয়তির কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago
Where does Tess live with her family?
Created: 1 month ago
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
0
Updated: 2 months ago
Why does Tess write a confession letter to Angel before marriage?
Created: 1 month ago
A
To ask forgiveness from Alec
B
To tell Angel about her past honestly
C
To ask for money
D
To cancel the marriage
টেস বিয়ের আগে Angel Clare-কে তার অতীত সম্পর্কে জানাতে চেয়েছিল। সে ভেবেছিল, Angel যদি তার ভালোবাসায় সত্যিকারের হয়, তবে সে এই সত্যকে মেনে নেবে। তাই সে একটি চিঠি লেখে, যেখানে তার Alec-এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় চিঠিটি Angel-এর হাতে পৌঁছায় না—চালানির ফাঁকে পড়ে যায়।
Hardy এখানে ভাগ্যের ভূমিকা (chance/fate) দেখিয়েছেন। যদি Angel চিঠিটি পড়তো, হয়তো টেসের জীবন অন্য রকম হতো। কিন্তু fate আবারও টেসকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ঘটনা উপন্যাসে ট্র্যাজেডির একটি গুরুত্বপূর্ণ বাঁক।
0
Updated: 1 month ago