Who convinces Alec to become a preacher for a time?
A
Parson Tringham
B
Angel’s father, Mr. Clare
C
Farmer Groby
D
Felix Clare
উত্তরের বিবরণ
উপন্যাসে Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়ে ওঠে। তাকে ধর্মে ফেরান Angel Clare-এর বাবা, Mr. Clare। কিন্তু এটি ছিল এক প্রকার ভণ্ডামি। Alec আসলে সত্যিকারের পরিবর্তিত হয়নি।
অল্প সময়ের মধ্যেই সে আবার টেসকে প্রলুব্ধ করতে শুরু করে এবং তার পুরোনো লালসাপূর্ণ জীবনে ফিরে যায়। Hardy এখানে ভণ্ড ধর্মবিশ্বাসীদের সমালোচনা করেছেন।
ভিক্টোরিয়ান সমাজে অনেকেই বাইরের ভদ্রতার আড়ালে অশ্লীলতা ও লালসা লুকিয়ে রাখতো। Alec-এর ধর্মান্তর তাই কেবল একটি অস্থায়ী মুখোশ, যা শিগগিরই খুলে পড়ে। এটি Hardy-এর ধর্ম ও সমাজ সমালোচনার একটি গুরুত্বপূর্ণ দিক।
1
Updated: 1 month ago
Why does Tess send Liza-Lu to Angel at the end?
Created: 1 month ago
A
To replace her after her death
B
To work in Brazil
C
To spy on Alec
D
To manage the farm
টেস জানতো তার মৃত্যু আসন্ন। তাই সে Angel Clare-কে তার ছোট বোন Liza-Lu-র সাথে ভবিষ্যতে জীবন কাটানোর অনুরোধ করে। টেস মনে করেছিল Liza-Lu তার মতো নিষ্পাপ এবং ভালো। এটি টেসের আত্মত্যাগের প্রতীক।
মৃত্যুর আগ মুহূর্তেও সে পরিবারের কথা ভেবেছে এবং Angel-এর ভবিষ্যৎ সুখ কামনা করেছে। Hardy এখানে টেসের চরিত্রকে মহৎ ও আত্মত্যাগী করে তুলেছেন।
0
Updated: 1 month ago
What is Flintcomb-Ash a symbol of?
Created: 1 month ago
A
Romantic love
B
Harsh industrial life
C
Noble ancestry
D
Religious salvation
Flintcomb-Ash হলো সেই কৃষিখামার যেখানে টেসকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এখানে প্রকৃতির সৌন্দর্য নেই, বরং আছে শিল্পায়নের কষ্টকর বাস্তবতা। Hardy Flintcomb-Ash-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা শিল্পায়নের ফলে গ্রামীণ জীবনের উপর চাপ সৃষ্টি করেছিল।
টেস এখানে মেশিনে কাজ করে, প্রচণ্ড ঠাণ্ডায় শ্রম দেয়, আর সমাজের অবহেলার শিকার হয়। এটি টেসের জীবনের দুঃখ ও সংগ্রামের চূড়ান্ত রূপ। Flintcomb-Ash দেখায় যে কেবল মানুষ নয়, প্রকৃতিও টেসের বিরুদ্ধে কাজ করছে। তাই এটি Hardy-এর naturalism এবং social realism-এর মিলিত রূপ।
0
Updated: 1 month ago
Why is Angel’s confession less consequential than Tess’s in society’s gaze?
Created: 1 month ago
A
His sin was unknown to Tess
B
Male transgressions were socially pardonable; female “fall” was stigmatized
C
He denied it in court
D
Tess forgave him quickly
ভিক্টোরিয়ান নৈতিকতায় পুরুষের ‘ব্যত্যয়’—যেমন, বিয়ের আগের সম্পর্ক—অনেকটা ‘যৌবনের ভুল’ হিসেবে পাশ কাটানো যেত; কিন্তু নারীর ক্ষেত্রে সেটাই ‘চিরস্থায়ী কলঙ্ক’। অ্যাঞ্জেল নিজের লন্ডনের অভিজ্ঞতা স্বীকার করেও সামাজিকভাবে অক্ষত থেকে যায়; টেসের বেদনাময় অতীত তাকে ‘অমার্জনীয়’ করে তোলে।
হার্ডি এই দ্বৈতমানদণ্ডকে কুরেধরা সমাজের নির্মম সত্য হিসেবে তুলে ধরেন। তাই অ্যাঞ্জেলের অপরাধ—নৈতিকভাবে গুরুতর হলেও—সামাজিক শাস্তি পায় না; টেসের সততাই তাকে দণ্ডিত করে। এই বৈপরীত্য উপন্যাসের নারী-পুরুষ ক্ষমতাসাম্যের সমালোচনার কেন্দ্র।
0
Updated: 1 month ago