What role does Alec play in Tess’s life?
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
উত্তরের বিবরণ
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।
0
Updated: 1 month ago
Which episode functions as the most decisive “efficient cause” of Tess’s later ruin?
Created: 1 month ago
A
Retty’s breakdown
B
Mercy Chant’s piety
C
The road accident killing Prince
D
Mr. Crick’s stories
প্রিন্সের মৃত্যু ‘কারণ-শৃঙ্খল’-এর প্রথম কড়ি। অর্থনৈতিক পতন—দোষবোধ—ট্র্যান্টরিজে আত্মীয়তা দাবি—অ্যালেকের প্রলোভন—কলঙ্ক—এভাবে জীবনগত ঢাল নেমে আসে। হার্ডি যেভাবে দুর্ঘটনার ‘রিয়ালিস্টিক’ বিবরণ দেন (রাত, অন্ধত্ব, শিংয়ের বিদ্ধ), তাতে স্পষ্ট—ক্ষুদ্র এক ঘটনাই অনিবার্য ট্র্যাজেডির ‘মেকানিজম’ চালু করে।
ন্যাচারালিস্ট ঘরানার মতে মানুষের নিয়তি প্রায়ই ‘অপ্রস্তুত ঘটনায়’ নির্ধারিত হয়—টেস তার জ্বলজ্বলে উদাহরণ। তাই পরের সব বিপর্যয়, কাকতালীয় ‘লেটার-লস’, অ্যাঞ্জেলের ছেড়ে যাওয়া—সবই এই প্রথম আঘাতের প্রতিসরণ।
0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
0
Updated: 2 months ago
The character 'Lucie Manette' appears in-
Created: 1 month ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica
0
Updated: 1 month ago