A
Alec d’Urberville
B
Parson Tringham
C
Angel Clare
D
Farmer Groby
উত্তরের বিবরণ
Parson Tringham জন ডার্বিফিল্ডকে জানান যে সে অভিজাত d’Urberville পরিবারের বংশধর। কিন্তু বাস্তবে এই বংশধরত্ব কেবল নামেই রয়ে গেছে; তাদের আর কোনো জমি বা সম্পদ নেই। এই খবর শুনে জন অহংকারী হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।
সে বিশ্বাস করে যে তার পরিবার আর গরিব নয়, বরং অভিজাত। এই ভ্রান্ত অহংকারই টেসের জীবনে বিপদ ডেকে আনে। তার মা ও বাবা সিদ্ধান্ত নেন টেসকে ধনী d’Urberville পরিবারের কাছে পাঠানোর, যেন তারা কোনো সাহায্য পায়। Parson Tringham-এর এই ঘোষণা তাই কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং টেসের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে সামাজিক ব্যঙ্গ করেছেন — কেবল নামমাত্র বংশগৌরব কিভাবে গরিব মানুষকে বিপদে ফেলে।

0
Updated: 1 day ago
Where does Tess go after Angel abandons her?
Created: 1 day ago
A
Marlott
B
Flintcomb-Ash farm
C
Trantridge
D
Emminster
Angel Clare টেসকে ছেড়ে ব্রাজিলে চলে গেলে টেসকে আবারও কাজের খোঁজ করতে হয়। সে Flintcomb-Ash farm-এ যায়। এটি ছিল একটি ভয়ানক কঠিন জায়গা, যেখানে শ্রমিকদের প্রচণ্ড কষ্ট করতে হতো। Flintcomb-Ash প্রতীকীভাবে শিল্পায়ন ও গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতার প্রতীক।
এখানে টেসকে মেশিনে কাজ করতে হয়, যেখানে সে প্রায় আঘাতপ্রাপ্ত হয়। তার সাথে কাজ করতো Marian ও Izz Huett, যারা Angel-কে ভালোবাসতো। Flintcomb-Ash উপন্যাসে জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাকে তুলে ধরে। এটি টেসের চরিত্রকে আরও শক্তিশালী ও দুঃখময় করে তোলে।

0
Updated: 1 day ago
Why does Angel never see Tess’s confession letter?
Created: 23 hours ago
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।

0
Updated: 23 hours ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 day ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।

0
Updated: 1 day ago