Who is the master of Talbothays Dairy?
A
Mr. Clare
B
Mr. Crick
C
Mr. Groby
D
Mr. Stoke
উত্তরের বিবরণ
Mr. Crick ছিলেন Talbothays Dairy-এর মালিক। তিনি একজন সৎ, সরল এবং রসিক মানুষ। তার অধীনে কাজ করেই টেস এবং Angel Clare-এর মধ্যে প্রেম গড়ে ওঠে। Mr. Crick টেসকে খুব পছন্দ করতেন এবং তার কর্মদক্ষতায় সন্তুষ্ট ছিলেন। তার চরিত্রটি উপন্যাসে এক ধরনের হালকা মেজাজ এবং রসিকতার আবহ তৈরি করে। তিনি প্রায়ই কর্মীদের গল্প শোনাতেন, যা Hardy-এর গ্রামীণ জীবনের চিত্রায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Mr. Crick সমাজের কোনো খলচরিত্র নন; বরং তিনি গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সরলতার প্রতীক। তার চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন, সব মানুষই টেসকে কষ্ট দেয়নি, বরং কিছু মানুষ ছিলো তার প্রতি সহানুভূতিশীল।
1
Updated: 1 month ago
The character 'Lucie Manette' appears in-
Created: 1 month ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica
0
Updated: 1 month ago
In which year was Tess of the d’Urbervilles first published?
Created: 1 month ago
A
1881
B
1891
C
1901
D
1911
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
Why does Tess kill Alec?
Created: 1 month ago
A
He tries to kill Angel
B
He betrays her again and again
C
He steals her land
D
He insults her father
Alec বারবার টেসের জীবনে প্রবেশ করে এবং তাকে ধ্বংস করে। প্রথমে Trantridge-এ সে টেসকে প্রতারণা করে, পরবর্তীতে আবার ধর্মপ্রচারক সেজে ফিরে আসে। তারপর সে টেসকে প্রতিশ্রুতি দিয়ে তার পরিবারকে সাহায্য করে, কিন্তু টেসকে নিজের কাছে বেঁধে রাখে।
Angel Clare ফিরে আসার পরও টেসকে Alec ছাড়তে কষ্ট হয়, কারণ সে পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছিল Alec-এর সাথে থাকতে। কিন্তু শেষ পর্যন্ত Angel-এর প্রতি ভালোবাসা টেসকে Alec-কে হত্যা করতে প্ররোচিত করে। এই হত্যাকাণ্ড টেসের হতাশা, ভালোবাসা ও প্রতিশোধের মিশ্র প্রতীক। এটি Hardy-এর ট্র্যাজিক কাহিনির ক্লাইম্যাক্স।
0
Updated: 1 month ago