A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
উত্তরের বিবরণ
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।

0
Updated: 1 day ago
Who first informs John Durbeyfield about his noble ancestry?
Created: 1 day ago
A
Alec d’Urberville
B
Parson Tringham
C
Angel Clare
D
Farmer Groby
Parson Tringham জন ডার্বিফিল্ডকে জানান যে সে অভিজাত d’Urberville পরিবারের বংশধর। কিন্তু বাস্তবে এই বংশধরত্ব কেবল নামেই রয়ে গেছে; তাদের আর কোনো জমি বা সম্পদ নেই। এই খবর শুনে জন অহংকারী হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।
সে বিশ্বাস করে যে তার পরিবার আর গরিব নয়, বরং অভিজাত। এই ভ্রান্ত অহংকারই টেসের জীবনে বিপদ ডেকে আনে। তার মা ও বাবা সিদ্ধান্ত নেন টেসকে ধনী d’Urberville পরিবারের কাছে পাঠানোর, যেন তারা কোনো সাহায্য পায়। Parson Tringham-এর এই ঘোষণা তাই কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং টেসের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে সামাজিক ব্যঙ্গ করেছেন — কেবল নামমাত্র বংশগৌরব কিভাবে গরিব মানুষকে বিপদে ফেলে।

0
Updated: 1 day ago
What is Hardy’s main criticism in the novel?
Created: 23 hours ago
A
Industrial growth
B
Victorian morality and injustice against women
C
Lack of education
D
Political corruption
Hardy উপন্যাসে দেখিয়েছেন, কিভাবে Victorian সমাজ নারীদের প্রতি নিষ্ঠুর ও ভণ্ডামীপূর্ণ ছিল। পুরুষদের পাপ সহজে ক্ষমা করা হতো, কিন্তু নারীরা সারা জীবনের জন্য কলঙ্কিত হতো।
টেস কোনো দোষ না করেও "fallen woman" হিসেবে চিহ্নিত হয়। Hardy এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বার্তা স্পষ্ট — প্রকৃত পবিত্রতা অন্তরের, শরীরের নয়।

0
Updated: 23 hours ago
Why does Angel leave England after marrying Tess?
Created: 1 day ago
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।

0
Updated: 1 day ago