পুন্ড্রনগর কোন জেলায় অবস্থিত?
A
কুমিল্লা
B
নওগাঁ
C
বগুড়া
D
দিনাজপুর
উত্তরের বিবরণ
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। বগুড়া শহর থেকে প্রায় ১০ কিমি উত্তরে অবস্থিত মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 5 months ago
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Created: 5 months ago
A
সমতট
B
পুন্ড্র
C
বঙ্গ
D
হরিকেল
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, বগুরা, পাবনা, ফরিদপুর নোয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশোর, কুষ্টিয়া, নদীয়া, শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। 'ঐতরেয় আরণ্যক', রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের ‘রঘুবংশ’ গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
0
Updated: 5 months ago
বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড় এর অবস্থান কোথায় ছিল?
Created: 3 weeks ago
A
মুন্সিগঞ্জে
B
কুমিল্লায়
C
বগুড়ায়
D
ফরিদপুরে
মহাস্থানগড় বাংলাদেশের সর্বপ্রাচীন ও গুরুত্বপূর্ণ শহুরে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এবং প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের রাজধানী হিসেবে চিহ্নিত। ঐতিহাসিকভাবে এ স্থানটি পুন্ড্রনগর বা পৌন্ড্রবর্ধনপুরা নামে পরিচিত ছিল।
প্রত্নতাত্ত্বিক খননে এখানে প্রাচীন সভ্যতার নিদর্শন, যেমন দুর্গের প্রাচীর, বাসস্থান, স্নানাগার ও বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যা প্রমাণ করে এই অঞ্চল একসময় সমৃদ্ধ শহুরে কেন্দ্র ছিল।
0
Updated: 3 weeks ago
প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বুঝানো হতো?
Created: 1 week ago
A
কুমিল্লা ও বরিশাল
B
কুমিল্লা ও নোয়াখালী
C
ময়মনসিংহ ও নরসিংদী
D
ময়মনসিংহ ও জামালপুর
প্রাচীন বাংলায় সমতট বলতে মূলত বর্তমানের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ পার্শ্ববর্তী নিচু ও সমতল ভূমিগুলোকে বোঝানো হতো। এটি গুপ্ত ও পাল যুগে একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল।
0
Updated: 1 week ago