Who are the three milkmaids Tess meets at Talbothays?
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
উত্তরের বিবরণ
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
0
Updated: 1 month ago
Which episode functions as the most decisive “efficient cause” of Tess’s later ruin?
Created: 1 month ago
A
Retty’s breakdown
B
Mercy Chant’s piety
C
The road accident killing Prince
D
Mr. Crick’s stories
প্রিন্সের মৃত্যু ‘কারণ-শৃঙ্খল’-এর প্রথম কড়ি। অর্থনৈতিক পতন—দোষবোধ—ট্র্যান্টরিজে আত্মীয়তা দাবি—অ্যালেকের প্রলোভন—কলঙ্ক—এভাবে জীবনগত ঢাল নেমে আসে। হার্ডি যেভাবে দুর্ঘটনার ‘রিয়ালিস্টিক’ বিবরণ দেন (রাত, অন্ধত্ব, শিংয়ের বিদ্ধ), তাতে স্পষ্ট—ক্ষুদ্র এক ঘটনাই অনিবার্য ট্র্যাজেডির ‘মেকানিজম’ চালু করে।
ন্যাচারালিস্ট ঘরানার মতে মানুষের নিয়তি প্রায়ই ‘অপ্রস্তুত ঘটনায়’ নির্ধারিত হয়—টেস তার জ্বলজ্বলে উদাহরণ। তাই পরের সব বিপর্যয়, কাকতালীয় ‘লেটার-লস’, অ্যাঞ্জেলের ছেড়ে যাওয়া—সবই এই প্রথম আঘাতের প্রতিসরণ।
0
Updated: 1 month ago
What is the role of coincidence in Tess’s tragedy?
Created: 1 month ago
A
It brings unexpected happiness
B
It repeatedly leads her toward destruction
C
It helps her escape fate
D
It unites her with Angel earlier
Hardy বিশ্বাস করতেন জীবনে কাকতালীয় ঘটনা (coincidence) অনেক সময় মানুষের নিয়তিকে নির্ধারণ করে। টেসের জীবনও তাই। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Angel-এর অনুপস্থিতিতে Alec-এর ফিরে আসা—সবকিছুই কাকতালীয়ভাবে ঘটে, কিন্তু সবই টেসকে ধ্বংস করে।
Hardy দেখাতে চান, fate ও coincidence মিলে মানুষকে অসহায় করে ফেলে। টেস তাই শুধুই এক নারী নয়, বরং মানুষের অসহায় অস্তিত্বের প্রতীক।
0
Updated: 1 month ago
What is the name of Tess’s father?
Created: 1 month ago
A
John Durbeyfield
B
Alec d’Urberville
C
Mr. Crick
D
Angel Clare
জন ডার্বিফিল্ড ছিলেন টেসের বাবা। তিনি একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে উপন্যাসে চিত্রিত হয়েছেন। যদিও তিনি গর্ব করে বলেন যে তার পরিবার একসময় ছিলো অভিজাত d’Urberville বংশের উত্তরসূরি, বাস্তবে তিনি দরিদ্র এক গৃহস্থ ছাড়া কিছুই ছিলেন না।
একদিন প্যারসন ট্রিংহ্যাম তাকে জানান যে তিনি আসলে অভিজাত বংশের বংশধর। এই খবর শুনে জন আরও অহংকারী হয়ে ওঠেন এবং পরিবারের দায়িত্ব না নিয়ে শুধুমাত্র বংশগৌরব নিয়ে গর্ব করতে থাকেন।
ফলে টেসকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়। তার বাবার এই গাফিলতি ও অলসতা টেসকে ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়। বিশেষ করে ঘোড়া Prince এর মৃত্যুর পর পরিবারের দারিদ্র্য চরমে পৌঁছায়, আর জনের অযোগ্যতার কারণে টেসকে Trantridge-এ যেতে হয়। তাই জন ডার্বিফিল্ড কেবল একজন পিতা নন, বরং টেসের জীবনের ট্র্যাজেডির অন্যতম কারণ।
0
Updated: 1 month ago