Who are the three milkmaids Tess meets at Talbothays?
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
উত্তরের বিবরণ
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Why is Tess’s life often called a “tragedy of fate” in Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
থমাস হার্ডির দর্শনে মানুষের জীবন এক অনিবার্য নিয়তির অধীন—এই ভাবনাটিই টেসের জীবনে স্পষ্ট। টেস কোনো ‘স্বেচ্ছা পাপ’ করে না; বরং একের পর এক কাকতালীয় ও অনিয়ন্ত্রিত ঘটনার শিকার। প্রথমত, পরিবারের একমাত্র জীবিকা-ভরসা ঘোড়া Prince-এর দুর্ঘটনাজনিত মৃত্যু—টেসকে বাধ্য করে ট্র্যান্টরিজে যেতে। দ্বিতীয়ত, বিয়ের আগের সেই ‘স্বীকারোক্তির চিঠি’ কার্পেটের ভাঁজে আটকে গিয়ে অ্যাঞ্জেলের হাতে না পৌঁছানো—একটি ক্ষুদ্র ঘটনাই পুরো ভবিষ্যৎ পাল্টে দেয়। তৃতীয়ত, অ্যাঞ্জেল যখন ব্রাজিল থেকে ফিরে আসে, ঠিক তখনই অ্যালেক টেসকে আবার নিজের ভোগচক্রে টেনে নিয়েছে—সময় এখানে নির্মমতার প্রতীক। এসব ঘটনাই হার্ডির ‘ইম্যানেন্ট উইল’ বা অদৃশ্য শক্তির ইঙ্গিত বহন করে, যা নির্দোষ মানুষকেও পিষে ফেলে। টেসের নিজের নৈতিকতা, কাজের নিষ্ঠা, পরিবারের প্রতি দায়বদ্ধতা—কিছুই তাকে রক্ষা করতে পারে না।
তাই তার ট্র্যাজেডি ব্যক্তিগত ‘ত্রুটি’ নয়; বরং নিয়তি, সমাজব্যবস্থা, এবং সময়ের নিষ্ঠুর সমন্বয়—যা হার্ডির ন্যাচারালিস্টিক দৃষ্টিভঙ্গিতে মানুষকে প্রায় অসহায় করে তোলে। এ কারণে সমালোচকেরা টেসের জীবনকে ‘Tragedy of Fate’ নামে অভিহিত করেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which reading of Stonehenge best aligns with Hardy’s naturalistic fatalism?
Created: 1 month ago
A
Picturesque tourist spot
B
Site of legal justice
C
Prehistoric altar where Tess’s surrender figures as ritual sacrifice to indifferent cosmos
D
Christian sanctuary
স্টোনহেঞ্জ—প্রাগৈতিহাসিক, মনুমেন্টাল, ধর্ম-ইঙ্গিতপূর্ণ কিন্তু কোনো নির্দিষ্ট ‘করুণা’হীন; ভোরের নিরাবেগ আলোয় টেসের আত্মসমর্পণ এখানে সমগ্র মহাবিধানের কাছে ‘আচারগত নিবেদন’—এটাই হার্ডির ন্যাচারালিস্টিক ফেটালিজম।
আইন-সমাজ নয়; প্রকৃতি/সময়—বৃহত্তর এক ‘ইন্ডিফারেন্ট’ সংস্থান টেসকে গ্রেপ্তারের মুহূর্তে ধুয়ে-মুছে দেয়। যেন ব্যক্তি-অপরাধ/নির্দোষতার তর্ক ক্ষুদ্র হয়ে যায়, কেবল ‘মানব বনাম অনমনীয় বিধান’ রয়ে যায়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the significance of the setting in Tess of the D'Urbervilles?
Created: 3 weeks ago
A
The setting emphasizes the pastoral beauty and happiness of Tess’s life
B
The rural settings highlight the hardships and social struggles Tess faces
C
The settings are irrelevant to the plot and character development
D
The urban settings represent Tess's eventual escape from her troubles
Tess of the D'Urbervilles উপন্যাসে, গ্রামাঞ্চলের পরিবেশ টেসের জীবনের দুর্দশা এবং সামাজিক সংগ্রামকে প্রতিফলিত করে। টেসের জীবন এবং তার দুঃখের প্রতিফলন ঘটে তার গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশের মধ্যে।
এই পরিবেশটি তার ব্যক্তিগত সংগ্রাম, সমাজের কঠিন নিয়ম এবং নারীর প্রতি সামাজিক নিগ্রহের ধারাকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চল এবং প্রকৃতির মধ্যে নিহিত হতাশা এবং বিচ্ছিন্নতার অনুভূতি টেসের দুর্ভাগ্যের একটি প্রতীক হয়ে ওঠে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago