What is the name of the dairy farm where Tess works?
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
উত্তরের বিবরণ
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।
0
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
Which novelist wrote Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Thomas Hardy
B
Charles Dickens
C
George Eliot
D
Anthony Trollope
0
Updated: 2 months ago
What does the death of Tess signify in the novel?
Created: 3 weeks ago
A
A triumphant conclusion to her struggles
B
A tragic end to her pursuit of happiness
C
A symbol of her moral failure
D
A representation of social justice
Tess of the D'Urbervilles* উপন্যাসে, টেসের মৃত্যু তার সুখের জন্য লড়াইয়ের এক দুঃখজনক পরিণতি হিসেবে চিহ্নিত হয়। তার জীবন বিভিন্ন দুঃখ, পরাজয় এবং শোষণের মধ্য দিয়ে প্রলম্বিত হয়েছে, এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর মাধ্যমে এই সংগ্রাম এবং অসন্তুষ্টির শেষ হয়।
তার মৃত্যু একজন নিখুঁত চরিত্রের অবসান, যা সমাজের অগণিত নির্দয় বাস্তবতার বিরুদ্ধে তার অনন্ত সংগ্রামকে চিহ্নিত করে। এটি টেসের জন্য কোনো মুক্তি বা শান্তির প্রতীক নয়, বরং একটি অর্থহীন সমাজের শিকার হিসেবে তার জীবনের অবসান।
1
Updated: 3 weeks ago