What is the name of the dairy farm where Tess works?
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
উত্তরের বিবরণ
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।
0
Updated: 1 month ago
The character 'Lucie Manette' appears in-
Created: 1 month ago
A
Mrs. Dalloway
B
A Tale of Two Cities
C
David Copperfield
D
Nineteen Eighty-Fou
The character Lucie Manette appears in A Tale of Two Cities.
• A Tale of Two Cities
-
এটি Charles Dickens লিখিত একটি novel।
-
গল্পের কাহিনি London এবং Paris দুই শহরের চারপাশে ঘুরে।
-
উপন্যাসটি ফরাসী বিপ্লবের প্রেক্ষাপটে রচিত।
-
কাহিনির শুরুতে দেখা যায় Lucie Manette বিস্ময়ে ফেটে পড়ে যখন জানতে পারে তার বাবা Doctor Alexandre Manette জীবিত।
-
অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
-
জেলে থাকা অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হওয়ার পর বাবার কথা জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসে।
-
পথিমধ্যে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে। Darnay ফরাসী রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
পরবর্তীতে Sydney Carton নামক পারিবারিক বন্ধু Lucie Manette-এর প্রেমে পড়ে।
• Main characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
• Charles Dickens (1812-1870)
-
Victorian period-এর একজন প্রধান লেখক।
-
পুরো নাম Charles John Huffam Dickens।
-
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইত্যাদির জন্য।
• Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
Hard Times
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
Source: Britannica
0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
0
Updated: 2 months ago
Why is Tess’s life often called a “tragedy of fate”?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
টেস কোনো দোষ না করেও ধ্বংস হয়। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Alec-এর পুনরাগমন—সবই কাকতালীয়ভাবে ঘটে। কিন্তু প্রতিটি ঘটনা তার জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেয়। Hardy বিশ্বাস করতেন যে মানুষের নিয়তি অদৃশ্য শক্তির হাতে বাঁধা। তাই টেসের ট্র্যাজেডি কেবল ব্যক্তিগত নয়, বরং সার্বজনীন মানবিক ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago