Who is Alec d’Urberville?
A
Tess’s husband
B
Tess’s cousin
C
The man who seduces Tess
D
Angel’s brother
উত্তরের বিবরণ
Alec d’Urberville উপন্যাসের অন্যতম খল চরিত্র। তিনি ধনী Stoke-d’Urberville পরিবারের ছেলে। প্রকৃতপক্ষে তারা আসল d’Urberville নয়, কেবল নাম কিনে নিয়েছিল। Alec অহংকারী, ভোগবিলাসী এবং লালসাপূর্ণ মানুষ। সে টেসকে প্রতারণা করে এবং তার জীবনে ধ্বংস ডেকে আনে। Alec-এর মাধ্যমে Hardy ভিক্টোরিয়ান সমাজের পুরুষতান্ত্রিক ক্ষমতা ও নারীর উপর অত্যাচারের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
Alec কেবল টেসের ব্যক্তিগত ট্র্যাজেডির কারণ নয়, বরং নারীর অসহায় অবস্থার প্রতীক। উপন্যাসের শেষ দিকে টেস Alec-কে হত্যা করে, যা তার প্রতিশোধ ও হতাশার প্রকাশ। Alec চরিত্রটি তাই সমাজের ভণ্ডামি, লালসা এবং ভোগবাদিতার প্রতীক হিসেবে সাহিত্য ইতিহাসে স্থান করে নিয়েছে।
0
Updated: 1 month ago
Which narrative intervention most clearly reveals Hardy’s deterministic stance?
Created: 1 month ago
A
Pure dialogue without comment
B
Angel’s diary entries
C
Authorial intrusions that moralize outcomes (e.g., closing line about “President of the Immortals”)
D
Letters between Tess and her mother
হার্ডি তৃতীয়-পুরুষ সর্বজ্ঞ বর্ণনায় মাঝে মাঝে লেখক-স্বরে মন্তব্য রাখেন—এগুলোই ‘অথোরিয়াল ইন্ট্রুশন’। যেমন, উপন্যাসের বিখ্যাত সমাপ্তির বাক্যে—“President of the Immortals…”—তিনি প্রায় দেব-নিয়তির খেলায় টেসের জীবনের পরিসমাপ্তি ঘোষণা করেন। এই ধরণের ‘হস্তক্ষেপ’ কেবল প্লট বয়ান নয়; বরং নৈতিক-দর্শনিক ব্যাখ্যা, যা পাঠককে নির্দেশনা দেয়—এই বিশ্বে একটি অদৃশ্য, অনমনীয় শক্তি মানুষকে নাচায়। শুধু সংলাপ বা চিঠি এসব দার্শনিকতার ওজন বহন করতে পারে না; অথোরিয়াল ভাষ্য তা সম্ভব করে।
ন্যাচারালিজম, ফেটালিজম, এবং সামাজিক সমালোচনার টানাপোড়েনে হার্ডি এই কৌশল দিয়ে ‘টেস’-এর ট্র্যাজেডিকে ব্যক্তিগত ভুলের বাইরে নিয়ে গিয়ে ‘মানব-অবস্থার’ ট্র্যাজেডি হিসেবে প্রতিষ্ঠা করেন।
0
Updated: 1 month ago
What happens to Tess’s baby, Sorrow?
Created: 1 month ago
A
He grows up as a nobleman
B
He is taken away by Angel Clare
C
He dies in infancy
D
He becomes a farmer
টেসের সন্তান Sorrow জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ে। সমাজ তাকে "অবৈধ সন্তান" হিসেবে প্রত্যাখ্যান করে। চার্চ বাপ্তিস্ম দিতে অস্বীকার করে। তাই টেস নিজেই তাকে গোপনে বাপ্তিস্ম দেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশু মারা যায়। Hardy এই দৃশ্যটিকে গভীর প্রতীকের মাধ্যমে উপস্থাপন করেছেন।
Sorrow টেসের নিষ্পাপতা ও সামাজিক নিষ্ঠুরতার প্রতীক। শিশুটি নির্দোষ, তবুও সমাজ তাকে গ্রহণ করেনি। Sorrow-এর মৃত্যু টেসকে আরও একাকী করে তোলে। এটি Hardy-এর ট্র্যাজিক দৃষ্টিভঙ্গির উদাহরণ, যেখানে নিষ্পাপরাও নিয়তির কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago
Why does Angel Clare reject Tess after marriage?
Created: 1 month ago
A
She refuses to go to Brazil
B
She confesses her past with Alec
C
She does not want to be religious
D
She falls in love with Alec again
বিয়ের পর টেস সাহস করে তার অতীত সত্যি কথাগুলো স্বামী Angel Clare-কে জানায়। সে বলে কিভাবে Alec তার জীবন নষ্ট করেছে এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। Angel নিজেও আগে তার অতীত পাপ স্বীকার করেছিল, কিন্তু টেসের অতীত মেনে নিতে পারেনি।
এখানেই Hardy দেখান ভিক্টোরিয়ান সমাজের দ্বিচারিতা। পুরুষের ভুল সহজে ক্ষমা করা হয়, কিন্তু নারীর ভুল চিরকাল কলঙ্ক হয়ে থাকে। Angel টেসকে ছেড়ে ব্রাজিলে চলে যায়। এই পরিত্যাগ টেসের জীবনের সবচেয়ে বড় আঘাত। এটি Hardy-এর নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রমাণ, যেখানে তিনি সমাজের অন্যায়কে প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago