Who is Alec d’Urberville?
A
Tess’s husband
B
Tess’s cousin
C
The man who seduces Tess
D
Angel’s brother
উত্তরের বিবরণ
Alec d’Urberville উপন্যাসের অন্যতম খল চরিত্র। তিনি ধনী Stoke-d’Urberville পরিবারের ছেলে। প্রকৃতপক্ষে তারা আসল d’Urberville নয়, কেবল নাম কিনে নিয়েছিল। Alec অহংকারী, ভোগবিলাসী এবং লালসাপূর্ণ মানুষ। সে টেসকে প্রতারণা করে এবং তার জীবনে ধ্বংস ডেকে আনে। Alec-এর মাধ্যমে Hardy ভিক্টোরিয়ান সমাজের পুরুষতান্ত্রিক ক্ষমতা ও নারীর উপর অত্যাচারের প্রতিচ্ছবি তুলে ধরেছেন।
Alec কেবল টেসের ব্যক্তিগত ট্র্যাজেডির কারণ নয়, বরং নারীর অসহায় অবস্থার প্রতীক। উপন্যাসের শেষ দিকে টেস Alec-কে হত্যা করে, যা তার প্রতিশোধ ও হতাশার প্রকাশ। Alec চরিত্রটি তাই সমাজের ভণ্ডামি, লালসা এবং ভোগবাদিতার প্রতীক হিসেবে সাহিত্য ইতিহাসে স্থান করে নিয়েছে।
0
Updated: 1 month ago
In Tess of the d’Urbervilles, why is Angel Clare’s return from Brazil important?
Created: 1 month ago
A
It brings hope but also tragedy
B
It saves Tess completely
C
It kills Alec
D
It changes nothing
Angel ব্রাজিল থেকে ফিরে আসে টেসকে খুঁজতে। এটি প্রথমে আশা জাগায় যে তাদের মিলন ঘটবে। কিন্তু সে ফিরে আসে অনেক দেরিতে। টেস তখন Alec-এর সঙ্গে বাধ্য হয়ে বসবাস করছে।
Angel-এর প্রত্যাবর্তন তাই ট্র্যাজিক—সে ভালোবাসা ফেরায়, কিন্তু তা আর টেসকে বাঁচাতে পারে না। Hardy এখানে দেখিয়েছেন, ভালোবাসা যদি দেরিতে আসে তবে তা শুধু কষ্ট বাড়ায়।
0
Updated: 1 month ago
What is the symbolic meaning of Prince’s death?
Created: 1 month ago
A
Tess’s family gains wealth
B
Foreshadows Tess’s tragic destiny
C
Angel decides to marry Tess
D
Tess becomes wealthy
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। দুর্ঘটনায় Prince মারা গেলে পরিবার ধ্বংসের দিকে যায়। এই ঘটনা কেবল আর্থিক ক্ষতি নয়, বরং প্রতীকীভাবে টেসের জীবনের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে দেখিয়েছেন যে নিয়তির হাত থেকে কেউ রেহাই পায় না।
Prince-এর মৃত্যু টেসকে Alec-এর কাছে নিয়ে যায়, আর সেখান থেকেই তার জীবনের ধ্বংস শুরু হয়। এটি Hardy-এর fatalism বা ভাগ্যনির্ভর দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। ছোট একটি দুর্ঘটনা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, আর সেখান থেকেই জন্ম নেয় ট্র্যাজেডি।
0
Updated: 1 month ago
What is Hardy’s critique of social class in the novel?
Created: 1 month ago
A
It helps Tess
B
It destroys innocent lives
C
It protects women
D
It has no role
Hardy উপন্যাসে দেখিয়েছেন, শ্রেণিবিভাজন মানুষের জীবনকে ধ্বংস করে। Durbeyfield পরিবার গরিব হলেও তারা অভিজাত বংশ দাবি করে। এই ভ্রান্ত গৌরব টেসকে Alec-এর কাছে পাঠায়।
Angel Clare টেসকে প্রথমে মেনে নিলেও, তার পরিবার শ্রেণিগত কারণে টেসকে প্রত্যাখ্যান করে। Hardy এখানে শ্রেণি ব্যবস্থার ভণ্ডামি আর নিষ্ঠুরতাকে সমালোচনা করেছেন।
0
Updated: 1 month ago