A
John Durbeyfield
B
Alec d’Urberville
C
Mr. Crick
D
Angel Clare
উত্তরের বিবরণ
জন ডার্বিফিল্ড ছিলেন টেসের বাবা। তিনি একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে উপন্যাসে চিত্রিত হয়েছেন। যদিও তিনি গর্ব করে বলেন যে তার পরিবার একসময় ছিলো অভিজাত d’Urberville বংশের উত্তরসূরি, বাস্তবে তিনি দরিদ্র এক গৃহস্থ ছাড়া কিছুই ছিলেন না।
একদিন প্যারসন ট্রিংহ্যাম তাকে জানান যে তিনি আসলে অভিজাত বংশের বংশধর। এই খবর শুনে জন আরও অহংকারী হয়ে ওঠেন এবং পরিবারের দায়িত্ব না নিয়ে শুধুমাত্র বংশগৌরব নিয়ে গর্ব করতে থাকেন।
ফলে টেসকেই পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়। তার বাবার এই গাফিলতি ও অলসতা টেসকে ট্র্যাজিক পরিণতির দিকে ঠেলে দেয়। বিশেষ করে ঘোড়া Prince এর মৃত্যুর পর পরিবারের দারিদ্র্য চরমে পৌঁছায়, আর জনের অযোগ্যতার কারণে টেসকে Trantridge-এ যেতে হয়। তাই জন ডার্বিফিল্ড কেবল একজন পিতা নন, বরং টেসের জীবনের ট্র্যাজেডির অন্যতম কারণ।

0
Updated: 1 day ago
What literary device is dominant in Hardy’s narration?
Created: 1 day ago
A
Allegory
B
Pathetic fallacy
C
Satire
D
Allegorical irony
Hardy প্রায়ই প্রকৃতিকে ব্যবহার করেছেন চরিত্রের আবেগ প্রকাশে। এটি হলো pathetic fallacy। যেমন Talbothays-এর বসন্ত আর সবুজ মাঠ টেসের প্রেম ও সুখের প্রতীক। অন্যদিকে Flintcomb-Ash-এর ঠাণ্ডা আবহাওয়া তার দুঃখের প্রতীক। প্রকৃতি ও মানুষের আবেগের এই মিলন Hardy-এর সাহিত্যকে অনন্য করে তুলেছে।

0
Updated: 1 day ago
What is the name of Tess’s mother?
Created: 1 day ago
A
Joan Durbeyfield
B
Liza-Lu
C
Mercy Chant
D
Retty Priddle
জোয়ান ডার্বিফিল্ড ছিলেন টেসের মা। তিনি একজন সাধারণ গ্রামীণ মহিলা, যিনি মূলত বাস্তববাদী ছিলেন। তার চিন্তাধারা ছিল কেবল পরিবার কিভাবে বাঁচবে তা নিয়ে। Prince নামের ঘোড়ার মৃত্যুর পর তিনি টেসকে জোর করেন Trantridge-এর ধনী d’Urberville পরিবারের কাছে যেতে, যাতে তাদের আর্থিক অবস্থা ভালো হয়। মায়ের এই চাপ টেসকে Alec এর হাতে তুলে দেয় এবং এখান থেকেই তার জীবনের বড় ট্র্যাজেডি শুরু হয়।
জোয়ান ডার্বিফিল্ড একজন স্নেহশীল মা হলেও তিনি সমাজের প্রচলিত চিন্তাধারার বাইরে ভাবতে পারেননি। তার বিশ্বাস ছিল মেয়েদের ভাগ্য ঠিক হয় বিয়ে আর অর্থের মাধ্যমে। এজন্য তিনি মনে করেছিলেন টেস যদি Alec-এর কাছ থেকে সাহায্য নেয়, তবে তাদের পরিবার রক্ষা পাবে।
কিন্তু বাস্তবে এই সিদ্ধান্ত টেসের জীবনে ধ্বংস ডেকে আনে। তাই Joan Durbeyfield চরিত্রটি উপন্যাসে একজন "প্রথাগত মা"র প্রতীক, যিনি অজান্তেই নিজের মেয়েকে বিপদের দিকে ঠেলে দেন।

0
Updated: 1 day ago
What is the name of the dairy farm where Tess works?
Created: 1 day ago
A
Flintcomb-Ash
B
Marlott Farm
C
Talbothays Dairy
D
Trantridge Estate
Talbothays Dairy হলো সেই খামার যেখানে টেস তার জীবনের সবচেয়ে সুখী সময় কাটায়। এখানে তার সঙ্গে পরিচয় হয় Angel Clare-এর, এবং তাদের প্রেম শুরু হয়। Talbothays Dairy প্রকৃতির সৌন্দর্যে ভরপুর একটি স্থান। Hardy একে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — এটি জীবনের প্রেম, উর্বরতা এবং সুখের প্রতীক।
Marlott-এর দারিদ্র্য কিংবা Flintcomb-Ash-এর কঠোর পরিবেশের বিপরীতে Talbothays ছিল আনন্দ ও প্রেমের জায়গা। এখানেই টেস মনে করে তার নতুন জীবন শুরু হতে পারে। কিন্তু নিয়তি তাকে আবারও বিপদে ঠেলে দেয়। Talbothays Dairy Hardy-এর প্রাকৃতিক বর্ণনার শ্রেষ্ঠ উদাহরণ এবং টেসের জীবনের একমাত্র উজ্জ্বল অধ্যায়।

0
Updated: 1 day ago