What is the name of the horse that dies in an accident?
A
Prince
B
Blackmore
C
Sorrow
D
Flint
উত্তরের বিবরণ
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। এক রাতে টেস এবং তার ভাই যখন বাজারে যাচ্ছিলো, তখন দুর্ঘটনায় Prince মারা যায়। এই ঘটনাই উপন্যাসের ট্র্যাজিক গতিপথ শুরু করে। ঘোড়ার মৃত্যুতে পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ Prince ছিল তাদের জীবিকার প্রধান ভরসা।
Hardy এই দুর্ঘটনাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা টেসের ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত দেয়। Prince-এর মৃত্যু টেসকে Trantridge-এ পাঠিয়ে দেয়, যেখানে Alec তার জীবনে প্রবেশ করে। অর্থাৎ Prince-এর মৃত্যু টেসের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। উপন্যাসে Hardy বারবার দেখিয়েছেন কিভাবে ছোট ছোট দুর্ঘটনা ও কাকতালীয় ঘটনা মানুষের জীবনে বড় ট্র্যাজেডি বয়ে আনে।
0
Updated: 1 month ago
Where does Tess live with her family?
Created: 1 month ago
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
What is the significance of the setting in Tess of the D'Urbervilles?
Created: 3 weeks ago
A
The setting emphasizes the pastoral beauty and happiness of Tess’s life
B
The rural settings highlight the hardships and social struggles Tess faces
C
The settings are irrelevant to the plot and character development
D
The urban settings represent Tess's eventual escape from her troubles
Tess of the D'Urbervilles উপন্যাসে, গ্রামাঞ্চলের পরিবেশ টেসের জীবনের দুর্দশা এবং সামাজিক সংগ্রামকে প্রতিফলিত করে। টেসের জীবন এবং তার দুঃখের প্রতিফলন ঘটে তার গ্রামাঞ্চলে বসবাসের পরিবেশের মধ্যে।
এই পরিবেশটি তার ব্যক্তিগত সংগ্রাম, সমাজের কঠিন নিয়ম এবং নারীর প্রতি সামাজিক নিগ্রহের ধারাকে আরও শক্তিশালী করে তোলে। গ্রামাঞ্চল এবং প্রকৃতির মধ্যে নিহিত হতাশা এবং বিচ্ছিন্নতার অনুভূতি টেসের দুর্ভাগ্যের একটি প্রতীক হয়ে ওঠে।
0
Updated: 3 weeks ago
Why does Angel fall ill in Brazil?
Created: 1 month ago
A
He misses Tess
B
He suffers from fever due to harsh climate
C
He is poisoned
D
He works too hard in mines
Angel Clare ব্রাজিলে গিয়ে চরম অসুস্থ হয়ে পড়ে। সেখানে কঠিন আবহাওয়া আর পরিবেশ তাকে অসুস্থ করে তোলে। এটি প্রতীকীভাবে দেখায় যে, টেসকে ছেড়ে যাওয়া তার জন্য শাস্তি। সে নিজের বিবেককে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রকৃতি তাকে শাস্তি দেয়। Hardy এখানে fate এবং নৈতিকতার সম্পর্ককে তুলে ধরেছেন।
2
Updated: 1 month ago