What is the name of the horse that dies in an accident?
A
Prince
B
Blackmore
C
Sorrow
D
Flint
উত্তরের বিবরণ
Prince ছিল টেসের পরিবারের একমাত্র ঘোড়া। এক রাতে টেস এবং তার ভাই যখন বাজারে যাচ্ছিলো, তখন দুর্ঘটনায় Prince মারা যায়। এই ঘটনাই উপন্যাসের ট্র্যাজিক গতিপথ শুরু করে। ঘোড়ার মৃত্যুতে পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ Prince ছিল তাদের জীবিকার প্রধান ভরসা।
Hardy এই দুর্ঘটনাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, যা টেসের ভবিষ্যৎ বিপদের ইঙ্গিত দেয়। Prince-এর মৃত্যু টেসকে Trantridge-এ পাঠিয়ে দেয়, যেখানে Alec তার জীবনে প্রবেশ করে। অর্থাৎ Prince-এর মৃত্যু টেসের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। উপন্যাসে Hardy বারবার দেখিয়েছেন কিভাবে ছোট ছোট দুর্ঘটনা ও কাকতালীয় ঘটনা মানুষের জীবনে বড় ট্র্যাজেডি বয়ে আনে।
0
Updated: 1 month ago
Who authored the novel The Return of the Native?
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Ernest Hemingway
C
George Eliot
D
William Makepeace Thackeray
The Return of the Native
-
এটি Victorian যুগের ঔপন্যাসিক Thomas Hardy রচিত একটি বহুল পঠিত উপন্যাস।
-
কেন্দ্রীয় চরিত্র Clym Yeobright, যিনি প্যারীসে স্বর্ণকারের পেশা ছেড়ে নিজ ভূমি Wessex-এ ফিরে আসে এবং স্কুলে শিক্ষকতা শুরু করেন।
-
তার কাজিন Thomasin ও তার স্বামীকে নিয়ে গ্রামে বসবাস করতে চায়।
-
কিন্তু Clym Yeobright-এর স্ত্রী এবং Thomasin-এর স্বামী শহুরে জীবনের উত্তেজনা ভোগ করতে চায়।
-
ফলে তারা পরকীয়ায় লিপ্ত হয়।
Thomas Hardy
-
তিনি একজন English novelist and poet।
-
পরিচিত Regional Novelist and poet বা আঞ্চলিক ঔপন্যাসিক হিসেবে।
-
কারণ: তার সকল সাহিত্যকর্ম একটি নির্দিষ্ট অঞ্চল-কে কেন্দ্র করে রচিত।
-
এছাড়া, তাকে অনেকেই Pessimistic Novelist হিসেবেও আখ্যায়িত করেন।
-
তার উপন্যাসের সময়কাল Victorian যুগ, তবে তিনি অনেক ছোটগল্প ও কবিতাও লিখেছেন।
Notable Novels by Thomas Hardy
-
Tess of the d'Urbervilles
-
Far from the Madding Crowd
-
The Return of the Native
-
The Poor Man and the Lady
-
The Mayor of Casterbridge
-
Jude the Obscure
-
A Pair of Blue Eyes
Source: Britannica
0
Updated: 1 month ago
Who are the three milkmaids Tess meets at Talbothays?
Created: 1 month ago
A
Marian, Retty, and Izz Huett
B
Liza-Lu, Mercy, and Marian
C
Joan, Retty, and Groby
D
Angel, Felix, and Cuthbert
Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচয় হয় তিনজন দুধকন্যার — Marian, Retty, এবং Izz Huett। এরা তিনজনই সাধারণ গ্রামীণ মেয়ে। তাদের জীবনের স্বপ্ন ছিল Angel Clare-এর ভালোবাসা পাওয়া। কিন্তু শেষ পর্যন্ত Angel টেসকে বেছে নেয়। এর ফলে Marian, Retty, এবং Izz গভীর কষ্টে ভোগে।
Retty এমনকি আত্মহত্যার চেষ্টা করে। এই তিন চরিত্র টেসের ট্র্যাজিক গল্পকে আরও উজ্জ্বল করে তোলে, কারণ তারা টেসের সঙ্গে একই অবস্থানে থেকেও কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। Hardy এদের মাধ্যমে গ্রামীণ জীবনের সরলতা এবং নারীদের অপূর্ণ স্বপ্ন তুলে ধরেছেন। এছাড়া তাদের উপস্থিতি টেসের নিঃসঙ্গতাকে আরও প্রকট করে।
0
Updated: 1 month ago
In Thomas Hardy’s novel Tess of the d’Urbervilles, why does the author frequently use blood imagery?
Created: 1 month ago
A
To foreshadow violence and suffering in Tess’s life
B
To celebrate fertility
C
To praise nobility
D
To show religion
Hardy বারবার “blood” চিত্র ব্যবহার করেছেন। Prince-এর রক্ত, মাটিতে পড়া রক্ত, টেসের পরিশ্রমে রক্তাক্ত হাত—সবই প্রতীকী। এগুলো টেসের জীবনের আসন্ন ট্র্যাজেডির পূর্বাভাস। রক্ত এখানে কেবল শারীরিক নয়, বরং জীবনের যন্ত্রণা ও নিয়তির প্রতীক। Hardy এই imagery দিয়ে উপন্যাসের গাঢ় ট্র্যাজিক আবহ তৈরি করেছেন।
0
Updated: 1 month ago