Who is Tess’s husband?
A
Alec d’Urberville
B
Angel Clare
C
Felix Clare
D
John Durbeyfield
উত্তরের বিবরণ
Angel Clare হচ্ছেন টেসের স্বামী। তিনি একজন কৃষক পরিবারের ছেলে এবং একজন আদর্শবাদী যুবক। তিনি Talbothays Dairy-তে টেসের সঙ্গে পরিচিত হন। Angel প্রথম থেকেই টেসের সরলতা ও সৌন্দর্যে মুগ্ধ হন। পরবর্তীতে তারা বিয়ে করেন, কিন্তু টেস যখন তার অতীত কাহিনি স্বীকার করে, তখন Angel তাকে প্রত্যাখ্যান করেন এবং ব্রাজিলে চলে যান। এই ঘটনা টেসের জীবনের আরেকটি ট্র্যাজেডি।
Angel চরিত্রটি উপন্যাসে দ্বিচারিতা ও ভণ্ডামির প্রতীক। তিনি নিজেও অতীতে একটি সম্পর্ক করেছিলেন, কিন্তু টেসের অতীত ক্ষমা করতে পারেননি। Hardy এখানে ভিক্টোরিয়ান যুগের পুরুষতান্ত্রিক মানসিকতাকে ব্যঙ্গ করেছেন। তাই Angel Clare টেসের জীবনে ভালোবাসার প্রতীক হলেও, সে-ই তার জীবনের সবচেয়ে বড় হতাশা।
0
Updated: 1 month ago
Who is the master of Talbothays Dairy?
Created: 1 month ago
A
Mr. Clare
B
Mr. Crick
C
Mr. Groby
D
Mr. Stoke
Mr. Crick ছিলেন Talbothays Dairy-এর মালিক। তিনি একজন সৎ, সরল এবং রসিক মানুষ। তার অধীনে কাজ করেই টেস এবং Angel Clare-এর মধ্যে প্রেম গড়ে ওঠে। Mr. Crick টেসকে খুব পছন্দ করতেন এবং তার কর্মদক্ষতায় সন্তুষ্ট ছিলেন। তার চরিত্রটি উপন্যাসে এক ধরনের হালকা মেজাজ এবং রসিকতার আবহ তৈরি করে। তিনি প্রায়ই কর্মীদের গল্প শোনাতেন, যা Hardy-এর গ্রামীণ জীবনের চিত্রায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
Mr. Crick সমাজের কোনো খলচরিত্র নন; বরং তিনি গ্রামীণ জীবনের সৌন্দর্য ও সরলতার প্রতীক। তার চরিত্রের মাধ্যমে Hardy দেখিয়েছেন, সব মানুষই টেসকে কষ্ট দেয়নি, বরং কিছু মানুষ ছিলো তার প্রতি সহানুভূতিশীল।
1
Updated: 1 month ago
Why do letters in Hardy’s novels function as fate-determining elements in the plot?
Created: 1 month ago
A
They are mere ornaments
B
They always arrive early
C
Their misplacement/mistiming redirects moral outcomes (e.g., Tess’s confession letter)
D
They are legal confessions in court
চিঠি এখানে ‘বস্তুনিষ্ঠ নিয়তি’র হাতিয়ার। টেসের স্বীকারোক্তির চিঠি কার্পেটে আটকে যাওয়া—স্রেফ লজিস্টিক ত্রুটি; কিন্তু ফল অনির্বচনীয়: সত্য জানার সুযোগ হারায় অ্যাঞ্জেল; বিয়ের পর সঙ্কট বিস্ফোরিত হয়।
আবার তথ্য-পৌঁছনোর সময়চ্যুতি প্লটকে ভুল পথে চালায়। হার্ডি বোঝান—মানবিক সততা/ইচ্ছা যথেষ্ট নয়; বাস্তব জগতের জড়-প্রক্রিয়া (মেইল, সময়, স্থান) নৈতিক ভবিষ্যৎও বদলে দিতে পারে। এ এক ধরণের আধুনিক বোধ—যেখানে ‘সিস্টেমিক কন্টিনজেন্সি’ মানুষের নিয়তি লিখে ফেলে।
0
Updated: 1 month ago
Who is Mercy Chant in the novel?
Created: 1 month ago
A
Alec’s sister
B
Angel’s family’s preferred bride
C
Tess’s cousin
D
A dairymaid
Mercy Chant ছিলেন Angel Clare-এর পরিবারের পছন্দের কনে। তিনি একজন ধর্মভীরু ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মেয়ে ছিলেন। Angel-এর বাবা-মা চেয়েছিলেন Angel যেন তাকে বিয়ে করে। কিন্তু Angel Mercy-কে প্রত্যাখ্যান করে এবং টেসকে ভালোবাসে।
Mercy চরিত্রটি Hardy ব্যবহার করেছেন সমাজের “আদর্শ নারী” এবং টেসের “পতিতা নারী” ভাবনার মধ্যে তীব্র বৈপরীত্য তৈরি করতে। Mercy-কে Victorian সমাজ প্রশংসা করে, কিন্তু টেসকে প্রত্যাখ্যান করে। এভাবে Hardy সমাজের দ্বিচারিতা প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago