Who first informs John Durbeyfield about his noble ancestry?
A
Alec d’Urberville
B
Parson Tringham
C
Angel Clare
D
Farmer Groby
উত্তরের বিবরণ
Parson Tringham জন ডার্বিফিল্ডকে জানান যে সে অভিজাত d’Urberville পরিবারের বংশধর। কিন্তু বাস্তবে এই বংশধরত্ব কেবল নামেই রয়ে গেছে; তাদের আর কোনো জমি বা সম্পদ নেই। এই খবর শুনে জন অহংকারী হয়ে ওঠে এবং পরিবারের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়।
সে বিশ্বাস করে যে তার পরিবার আর গরিব নয়, বরং অভিজাত। এই ভ্রান্ত অহংকারই টেসের জীবনে বিপদ ডেকে আনে। তার মা ও বাবা সিদ্ধান্ত নেন টেসকে ধনী d’Urberville পরিবারের কাছে পাঠানোর, যেন তারা কোনো সাহায্য পায়। Parson Tringham-এর এই ঘোষণা তাই কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং টেসের ট্র্যাজেডির সূচনা। Hardy এখানে সামাজিক ব্যঙ্গ করেছেন — কেবল নামমাত্র বংশগৌরব কিভাবে গরিব মানুষকে বিপদে ফেলে।
0
Updated: 1 month ago
Why does Angel leave England after marrying Tess?
Created: 1 month ago
A
To escape his family
B
To start farming in Brazil and avoid Tess
C
To find Alec
D
To study theology
টেসের অতীত জানার পর Angel Clare তাকে ক্ষমা করতে পারে না। তার ভণ্ডামি এখানে স্পষ্ট হয়, কারণ সে নিজেও অতীতে একটি পাপ স্বীকার করেছিল। তবুও সে টেসকে অগ্রাহ্য করে এবং ব্রাজিলে চলে যায়। Angel চেয়েছিলো নতুন এক জীবন শুরু করতে, কিন্তু বাস্তবে তার যাওয়া ছিলো টেসকে এড়িয়ে পালানো।
Hardy এখানে Angel-এর দুর্বলতা প্রকাশ করেছেন। Angel-এর চলে যাওয়া টেসের জীবনে গভীর এক শূন্যতা আনে। ব্রাজিলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে, যা প্রতীকীভাবে দেখায় যে নিজের বিবেককে ফাঁকি দিয়ে কেউ শান্তি পায় না।
0
Updated: 1 month ago
Which single accident most directly redirects Tess’s life toward tragedy?
Created: 1 month ago
A
Angel’s illness in Brazil
B
The horse Prince’s death in the road accident
C
Retty’s attempted suicide
D
Farmer Groby’s insult at the barn
প্রিন্সের মৃত্যু টেসের জীবনের ‘ফেটাল টার্নিং পয়েন্ট’। পরিবারের একমাত্র আয়ভরসা ঘোড়াটি রাতের রাস্তায় গাছে-বাঁধা গরুর শিংয়ে বিদ্ধ হয়ে মারা যায়—দৃশ্যটি যেমন নির্মম, তেমনি প্রতীকময়। অর্থনৈতিক ধস, অপরাধবোধ, এবং পরিবারের চাপ টেসকে ট্র্যান্টরিজে ‘আত্মীয়তা দাবি’ করতে পাঠায়—সেখানেই অ্যালেকের শোষণ। যদি প্রিন্স বেঁচে থাকত, টেসের পথ এত দ্রুত অন্ধকারে নেমে যেত না।
হার্ডি এই ক্ষুদ্র অথচ নিয়ামক ঘটনার মধ্যেই নিয়তির অদৃশ্য দড়ি দেখান—বাস্তব জীবনে ছোট দুর্ঘটনাই বৃহৎ ট্র্যাজেডির বীজ বপন করে। তাই সমালোচকেরা একে ‘efficient cause’ হিসেবে চিহ্নিত করেন।
0
Updated: 1 month ago
Who is the heroine of Tess of the d’Urbervilles?
Created: 2 months ago
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
0
Updated: 2 months ago