Where does Tess live with her family?
A
Emminster
B
Trantridge
C
Marlott
D
Flintcomb-Ash
উত্তরের বিবরণ
Marlott হলো টেসের গ্রাম। এটি Wessex অঞ্চলের একটি কাল্পনিক গ্রাম, যাকে Hardy চমৎকারভাবে বর্ণনা করেছেন। Marlott সবুজ-শ্যামল প্রকৃতি আর দরিদ্র কৃষক পরিবারের জীবনযাত্রার প্রতীক। এখান থেকেই টেসের গল্প শুরু হয়। Hardy Marlott-কে শুধু একটি স্থান হিসেবে নয়, বরং টেসের শৈশব, নিষ্পাপতা এবং নির্দোষ জীবনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।
কিন্তু এখান থেকেই টেসকে fate বা নিয়তি টেনে নিয়ে যায় অন্ধকার ভবিষ্যতের দিকে। Marlott-এর সরল গ্রামীণ জীবন এবং পরবর্তীতে Trantridge বা Flintcomb-Ash-এর কঠিন জীবনের মধ্যে তীব্র বৈপরীত্য Hardy ফুটিয়ে তুলেছেন। Marlott তাই কেবল টেসের জন্মভূমি নয়, বরং উপন্যাসে তার নিষ্পাপতার প্রতীক।
0
Updated: 1 month ago
Where do Tess and Angel spend their last days together?
Created: 1 month ago
A
Emminster
B
Talbothays Dairy
C
Stonehenge
D
Trantridge
টেস Alec-কে হত্যার পর Angel Clare-এর সঙ্গে পালিয়ে যায়। তারা শেষ আশ্রয় নেয় প্রাচীন স্থাপনা Stonehenge-এ। Stonehenge প্রতীকীভাবে এক ধরনের প্রাচীন বেদি বা বলিদানক্ষেত্র। টেস এখানে শুয়ে বলে সে যেন একটি বলিদানের ভেড়া। পরের দিনই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
Hardy Stonehenge-কে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন — নিয়তি, প্রাচীন ধর্মীয় বলিদান, এবং টেসের আত্মত্যাগের প্রতীক হিসেবে। এখানে টেসের শান্ত স্বীকারোক্তি তার চরিত্রের মহিমা বাড়িয়ে দেয়। এটি উপন্যাসের এক শক্তিশালী ও প্রতীকী সমাপ্তি।
0
Updated: 1 month ago
Why is Tess compared to sacrificial figures at the end?
Created: 1 month ago
A
She kills herself
B
She surrenders at Stonehenge like a sacrifice
C
She becomes a nun
D
She burns Alec’s house
Stonehenge-এ টেস শুয়ে পড়ে এবং নিজেকে বলিদানের পশুর সঙ্গে তুলনা করে। Hardy এই প্রতীক ব্যবহার করেছেন টেসের ট্র্যাজিক নিয়তিকে তুলে ধরতে। Stonehenge প্রাচীন ধর্মীয় বলিদানের স্থান, যেখানে মানুষ দেবতার কাছে উৎসর্গ হতো। টেসও এক প্রকার বলিদান—সমাজ, পুরুষতন্ত্র এবং fate-এর কাছে। তার মৃত্যু শুধু ব্যক্তিগত নয়, বরং এক মহাজাগতিক প্রতীক, যেখানে নির্দোষ মানুষ fate-এর কাছে হেরে যায়।
0
Updated: 1 month ago
Which scene in Tess of the d’Urbervilles best exemplifies “pathetic fallacy,” where nature reflects Tess’s inner emotional state?
Created: 1 month ago
A
Stonehenge sunrise after the murder
B
A neutral courtroom description
C
A crowded London street
D
A church sermon text
‘প্যাথেটিক ফেলাসি’ হলো প্রকৃতিকে মানব-আবেগের প্রতিফলনে ব্যবহার করা—হার্ডির হাতে এটি অপরিসীম শক্তিশালী। অ্যালেককে হত্যার পর টেস ও অ্যাঞ্জেলের পলায়নকালে স্টোনহেঞ্জে যে ভোরের আলো ফোটে, তা শান্ত, প্রাগৈতিহাসিক, বিধিবদ্ধ এক সুর তোলে—যেন প্রকৃতি নিজেই টেসের আত্মসমর্পণ, ক্লান্তি, এবং বলিদানের আধ্যাত্মিকতা স্বীকার করে নিচ্ছে। নিরাবেগ আদালত বা নগরীর ভিড়ে এমন আবেগ-প্রকৃতি মিলন হয় না।
হার্ডি সচেতনভাবে প্রাকৃতিক দৃশ্যকে টেসের মানস-দশার আয়না বানান—ট্যালবথেইসের সবুজ উর্বরতায় প্রেম-আশা, ফ্লিন্টকম্ব-অ্যাশের কাঁপুনি হাওয়ায় পরিশ্রম-নির্মমতা, আর স্টোনহেঞ্জে সূর্যোদয়ে নিয়তির শীতল স্বীকৃতি—সবাই মিলে টেসের অন্তর্জগতকে বহির্জগতে ছাপায়।
0
Updated: 1 month ago