A
Half-Duplex
B
Simplex
C
Full-Duplex
D
Multiplex
No subjects available.
উত্তরের বিবরণ
টিভি হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ।
• ডেটা ট্রান্সমিশন মোড
সিমপ্লেক্স (Simplex)
- কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা প্রথাকে বলা হয় সিমপ্লেক্স।
- সিমপ্লেক্স মোডে কেবলমাত্র এক দিকে ডেটা প্রেরণ করে থাকে।
- কিন্তু বিপরীত দিকে ডেটা প্রেরণ করতে পারে না।
- অর্থাৎ এই ব্যবস্থায় ডেটা গ্রহণ অথবা প্রেরণের যে কোন একটি সম্ভব।
- যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারে না।
- উদাহরণ-রেডিও, টিভি।
হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)
- এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়।
- যে কোন প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- উদাহরণ-ওয়াকি টকি।
ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)
- এক্ষেত্রে একইসময়ে উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। উদাহরণ-টেলিফোন, মোবাইল।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 7 hours ago