ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-
A
ষড় + ঋতু
B
ষড়ু + ঋতু
C
ষট + ঋতু
D
ষট্ + ঋতু
উত্তরের বিবরণ
‘ষড়ঋতু’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: ষট্ + ঋতু = ষড়ঋতু।
ষড়ঋতু শব্দটি এসেছে—
ষট্ + ঋতু = ষড়ঋতু
🔹 এখানে ‘ষট্’ শব্দের শেষে রয়েছে ব্যঞ্জন ধ্বনি ‘ট্’ এবং ‘ঋতু’ শব্দের শুরুতে রয়েছে স্বরধ্বনি ‘ঋ’।
🔹 ব্যঞ্জন ও স্বরধ্বনি মিলে যে সন্ধি গঠিত হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
🔸 তাই, ‘ষড়ঋতু’ একটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
ব্যঞ্জনসন্ধির আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ
সন্ধি রূপ | মূল শব্দ | সন্ধি ব্যাখ্যা |
---|---|---|
প্রাগুক্ত | প্রাক্ + উক্ত | ক্ + উ = গু |
ণিজন্ত | ণিচ্ + অন্ত | চ্ + অ = জ |
অজন্ত | অচ্ + অন্ত | চ্ + অ = জ |
ষড়ঙ্গ | ষট্ + অঙ্গ | ট্ + অ = ড |
ষড়ঋতু | ষট্ + ঋতু | ট্ + ঋ = ডৃ |
ষড়ৈশ্বর্য | ষট্ + ঐশ্বর্য | ট্ + ঐ = ডৈ |
ষড়ন | ষট্ + আনন | ট্ + আ = ড |
সদর্থক | সৎ + অর্থক | ত্ + অ = দ |
সদিচ্ছা | সৎ + ইচ্ছা | ত্ + ই = দ |
মৃদঙ্গ | মৃৎ + অঙ্গ | ত্ + অ = দ |
অবগ্নি | অপ্ + অগ্নি | প্ + অ = ব |
অবিন্ধন | অপ্ + ইন্ধন | প্ + ই = ব |
বিশেষ দ্রষ্টব্য:
উপরের প্রতিটি সন্ধিতে মূল দুটি শব্দের শেষে একটি ব্যঞ্জনধ্বনি এবং অপরটির শুরুতে একটি স্বরধ্বনি রয়েছে। এই মিলনে ব্যঞ্জনসন্ধি ঘটে।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
দ্বীপ + আয়ন
B
দ্বীপ + অয়ন
C
দ্বিপ + অনট
D
দ্বীপ + অনট
‘দ্বৈপায়ন’ শব্দটি সন্ধি নয়, এটি তদ্ধিত প্রত্যয় যুক্ত একটি শব্দ।
এটি সংস্কৃত ভাষার ‘আয়ন’ তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত।
এই 'আয়ন' প্রত্যয় সাধারণত বংশধর বোঝাতে ব্যবহার হয়। যেমন:
-
বাৎস্য + আয়ন = বাৎস্যায়ন
-
বদর + আয়ন = বাদরায়ণ
-
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
অর্থাৎ ‘দ্বৈপায়ন’ মানে ‘দ্বীপের বংশধর’।
যদিও এটি নিয়ে কিছু প্রশ্নে ভুলভাবে ‘সন্ধি’ হিসেবে উল্লেখ করা হয়, তবে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটি এলে বহু পরীক্ষায় এটি অনুসরণ করা হয়।
তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমন প্রশ্ন এলে সঠিক উত্তর হবে:
দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন
উৎস: ড. হায়াৎ মামুদের “ভাষা-শিক্ষা” গ্রন্থ।

0
Updated: 1 month ago
'সতীশ' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
Created: 10 hours ago
A
সতি + ইশ
B
সতি + ঈশ
C
সতী + ঈশ
D
সতী + ইশ
সতীশ' এর সন্ধি বিচ্ছেদ - সতী + ঈশ (ঈ + ঈ = ঈ) ।
ই - কার কিংবা ঈ - কারের পর ই - কার কিংবা ঈ - কার থাকলে উভয়ে মিলে 'ঈ' কার হয়। 'ঈ' কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমনঃ সতী + ঈশ = সতীশ, পরি + ঈক্ষা = পরীক্ষা

0
Updated: 10 hours ago
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র

0
Updated: 1 week ago