In which year was Tess of the d’Urbervilles first published?
A
1881
B
1891
C
1901
D
1911
উত্তরের বিবরণ
টেস অব দ্য ডি’আর্বারভিলস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৯১ সালে। এটি ছিল থমাস হার্ডির সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিক উপন্যাসগুলোর একটি। প্রকাশনার সময় উপন্যাসটি ভিক্টোরিয়ান সমাজে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, কারণ হার্ডি এখানে নারীর যৌনতা, সামাজিক ভণ্ডামি এবং নৈতিকতার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ভিক্টোরিয়ান যুগ ছিল কঠোর নৈতিকতার যুগ, যেখানে একজন নারী যদি কোনো কারণে "অশুদ্ধ" বলে গণ্য হতো, তবে তাকে সমাজ থেকে সম্পূর্ণভাবে বর্জন করা হতো। হার্ডি এই উপন্যাসের সাবটাইটেল দিয়েছেন — “A Pure Woman Faithfully Presented”। এখানে তিনি সাহসিকতার সঙ্গে ঘোষণা করেন যে, টেস সামাজিকভাবে "অশুদ্ধ" হলেও প্রকৃত অর্থে সে ছিল পবিত্র এবং নিষ্পাপ। প্রকাশের পর এই সাহসী সাবটাইটেলটি ভিক্টোরিয়ান পাঠকদের মধ্যে আঘাত হানে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে উপন্যাসটি ইংরেজি সাহিত্যের ক্লাসিক হিসেবে স্বীকৃতি পায়। তাই ১৮৯১ সাল শুধু প্রকাশনার তারিখই নয়, ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং সাহিত্যিক সাহসিকতা নতুন আলোচনার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
What is the role of coincidence in Tess’s tragedy?
Created: 1 month ago
A
It brings unexpected happiness
B
It repeatedly leads her toward destruction
C
It helps her escape fate
D
It unites her with Angel earlier
Hardy বিশ্বাস করতেন জীবনে কাকতালীয় ঘটনা (coincidence) অনেক সময় মানুষের নিয়তিকে নির্ধারণ করে। টেসের জীবনও তাই। Prince-এর মৃত্যু, চিঠির হারিয়ে যাওয়া, Angel-এর অনুপস্থিতিতে Alec-এর ফিরে আসা—সবকিছুই কাকতালীয়ভাবে ঘটে, কিন্তু সবই টেসকে ধ্বংস করে।
Hardy দেখাতে চান, fate ও coincidence মিলে মানুষকে অসহায় করে ফেলে। টেস তাই শুধুই এক নারী নয়, বরং মানুষের অসহায় অস্তিত্বের প্রতীক।
0
Updated: 1 month ago
What does the name “D'Urberville” symbolise in the novel?
Created: 3 weeks ago
A
The wealth and status Tess seeks
B
The aristocratic family history of Tess
C
A name that symbolises Tess's tragic destiny
D
A symbol of happiness and hope
Tess of the D'Urbervilles* উপন্যাসে, "D'Urberville" নামটি টেসের দুঃখজনক পরিণতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি প্রাচীন এবং প্রভাবশালী পরিবারের নাম হলেও, টেস এই নামের সঙ্গে যুক্ত হয় এবং তার জীবন অতীতের বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যে পড়ে।
নামটি তার জীবনের প্রতি এক ধরনের অভিশাপ হয়ে ওঠে, যেখানে তার শোষণ এবং পরাজয় প্রবাহিত হতে থাকে।
0
Updated: 3 weeks ago
Why is Alec’s religious conversion ironic?
Created: 1 month ago
A
He truly becomes a saint
B
He abandons religion soon and returns to sin
C
He marries Mercy Chant
D
He becomes a priest
Alec কিছু সময়ের জন্য ধর্মপ্রচারক হয়। Angel-এর বাবা Mr. Clare তাকে ধর্মে ফেরান। কিন্তু এটি ছিল ভণ্ডামি। শিগগিরই সে আবার পুরোনো জীবনে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। এই ধর্মান্তর তাই ব্যঙ্গাত্মক। Hardy এখানে Victorian সমাজের ভণ্ড ধর্মপ্রচারক আর নৈতিকতার দ্বিচারিতাকে সমালোচনা করেছেন।
0
Updated: 1 month ago