Which type of waves does Wi-Fi technology primarily use to transfer data?
A
Laser waves
B
Radio waves
C
Microwave
D
Ultrasonic waves
উত্তরের বিবরণ
ওয়াই-ফাই প্রযুক্তি মূলত রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহার করে ডেটা স্থানান্তর করে।
ওয়াই-ফাই (Wi-Fi)
- ওয়াই-ফাই হলো একটি নেটওয়ার্কিং প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে উচ্চ-গতির ডেটা স্থানান্তর করতে পারে।
- এটি ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট এবং গেমিং কনসোলের মতো ডিভাইসে ব্যবহার করা হয়।
- যে স্থানে ওয়াই-ফাই এর অ্যাক্সেস পাওয়া যায়, সেগুলোকে "হটস্পট" বলা হয়।
- ১৯৮৫ সালে ইউ.এস. ফেডারেল কমিউনিকেশনস কমিশন রেডিও স্পেকট্রামের কিছু ব্যান্ড (৯০০ MHz, ২.৪ GHz, ৫.৮ GHz) লাইসেন্সবিহীন ব্যবহার করতে অনুমোদন দেয়।
- ১৯৯৭ সালে IEEE ৮০২.১১ স্ট্যান্ডার্ড অনুমোদিত হয়।
- ওয়্যারলেস ইথারনেট কম্প্যাটিবিলিটি অ্যালায়েন্স (WECA) প্রতিষ্ঠিত হয় এবং Wi-Fi নামে পরিচিতি লাভ করে।
0
Updated: 1 month ago
কোন ক্ষেত্রে ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের প্রয়োগ দেখা যায়?
Created: 1 month ago
A
MAN
B
WAN
C
LAN
D
PAN
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
-
LAN-এ প্রধানভাবে ব্যবহৃত হয়
-
কেন্দ্রীয় সার্ভারে ফাইল, প্রিন্টার, ডাটাবেস ও অ্যাপ্লিকেশন সংরক্ষণ ও পরিচালনা করা হয়
-
অন্যান্য কম্পিউটারগুলো ক্লায়েন্ট হিসেবে কাজ করে
-
সার্ভার থেকে ডাটা সংগ্রহ ও শেয়ার করা সহজ হয়
-
নিরাপত্তা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা কার্যকরভাবে করা যায়
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
পাবলিক ক্লাউড
B
প্রাইভেট ক্লাউড
C
হাইব্রিড ক্লাউড
D
ওপেন ক্লাউড
'ওপেন ক্লাউড' ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্ভুক্ত নয়
ক্লাউড কম্পিউটিংয়ের ধরণ:
ক্লাউডের অবস্থান ও মানুষের মাঝে সেবার বিস্তৃতি অনুসারে তিন ভাগে বিভক্ত:
-
পাবলিক ক্লাউড
-
প্রাইভেট ক্লাউড
-
মিশ্র/হাইব্রিড ক্লাউড
ক্লাউড কম্পিউটিং:
-
কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস ইত্যাদি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান।
-
২০০৬ সালে অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার শুরু করে।
বৈশিষ্ট্য:
-
On-demand
-
Resource scalability
-
Pay as you go
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি?
Created: 1 month ago
A
৭
B
৫
C
- ৯
D
৮
OSI (Open System Interconnection) মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড যা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস এবং সিস্টেমগুলিকে একসাথে কাজ করার জন্য গাইডলাইন প্রদান করে। এটি নেটওয়ার্কিং এর বিভিন্ন কার্যক্রমকে ৭টি স্তরে ভাগ করে।
OSI মডেলের স্তরসমূহ
-
Upper Layers (উপরের ৩টি স্তর): ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং সফটওয়্যার/অ্যাপ্লিকেশন লেভেলের কার্যক্রম পরিচালনা করে।
-
Application Layer (Layer 7) – ব্যবহারকারীর জন্য নেটওয়ার্ক সেবা প্রদান।
-
Presentation Layer (Layer 6) – ডেটাকে ফরম্যাটিং, এনক্রিপশন ও কম্প্রেশন করে।
-
Session Layer (Layer 5) – দুটি সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন ও পরিচালনা করে।
-
-
Lower Layers (নিচের ৪টি স্তর): ডেটা ট্রান্সমিশন এবং হার্ডওয়্যার যোগাযোগের জন্য দায়ী।
4. Transport Layer (Layer 4) – ডেটার নির্ভুল প্রেরণ নিশ্চিত করে।
5. Network Layer (Layer 3) – ডেটার পথ নির্ধারণ এবং রাউটিং করে।
6. Data Link Layer (Layer 2) – ডেটাকে ফ্রেমে ভাগ করে এবং ত্রুটি সনাক্ত করে।
7. Physical Layer (Layer 1) – বিট হিসেবে ডেটা ফিজিক্যাল মাধ্যমে প্রেরণ করে।
উৎস: Amazon
0
Updated: 1 month ago