A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
উত্তরের বিবরণ

0
Updated: 7 hours ago
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
Created: 3 days ago
A
১০ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
সাধারণ জ্ঞান
UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization
সাধারণ জ্ঞান
No subjects available.
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।
তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 days ago
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
Created: 4 days ago
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
-
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে।
-
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে।
-
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে।
উৎস: worldatlas.com

0
Updated: 4 days ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য ডব্লিউ এ.এস. ওডারল্যান্ডকে কোন খেতাব প্রদান করা হয়?
Created: 2 days ago
A
বীর প্রতীক
B
বীর উত্তম
C
বীর বিক্রম
D
উপড়ের কোনটিই নয়
ডব্লিউ এ.এস. ওডারল্যান্ড
-
পরিচিতি: একমাত্র বিদেশি নাগরিক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছেন
-
জাতীয়তা: অস্ট্রেলিয়ান, জন্ম নেদারল্যান্ডস
-
মুক্তিযুদ্ধকালীন অবদান:
-
১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত
-
মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরে যুদ্ধ
-
-
মৃত্যু: ১৮ মে ২০০১, অস্ট্রেলিয়া

0
Updated: 2 days ago