A
October 1
B
August 12
C
August 12
D
June 20
উত্তরের বিবরণ
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;

0
Updated: 7 hours ago
According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
Created: 7 hours ago
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria

0
Updated: 7 hours ago
নিচের কোন অঞ্চলে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে?
Created: 3 days ago
A
সুনামগঞ্জ
B
সিলেট
C
মৌলভীবাজার
D
উপরের সবগুলো
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র দেশ সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি।
- এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
- পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদীসহ অসংখ্য উপনদী এবং শাখানদী জালের ন্যায় সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
- বন্যার সঙ্গে বাহিত পলিমাটি সঞ্চিত হয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় এই প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে।
- এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
- এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে।
- রাজশাহী অঞ্চলের চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং শেরপুর জেলার হাওড় ও বিল উল্লেখযোগ্য।
- মেঘনা নদীর মোহনায় হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা জেলায় বেশ কিছু দ্বীপ অবস্থিত। এছাড়া দক্ষিণ উপকূলে আরও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে।

0
Updated: 3 days ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 7 hours ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

0
Updated: 7 hours ago