'হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব' বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণির-
A
মিশ্র
B
জটিল
C
যৌগিক
D
সরল
উত্তরের বিবরণ
সরল বাক্য:
বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
যেমন:
- গণ্ডির বাইরে গেলেই বিষম বিপদ।
- শোনামাত্র তারা আনন্দে চিৎকার করে উঠল।
- পুকুরে পদ্মফুল জন্মে।
- তোমরা বাড়ি যাও।
- সত্যের পূজারি বলে তিনি জগতের সর্বত্র আদৃত।
তেমনিভাবে,
- হজরত মুহম্মদ (স) ছিলেন একজন আদর্শ মানব।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 4 months ago
আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।’ বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর করলে কী?
Created: 1 month ago
A
শিক্ষা লাভ আমার বহু কষ্ট হয়েছিলো।
B
আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
C
আমি শিক্ষা লাভ করায় বহু কষ্ট হয়েছিলো।
D
বহু কষ্টে আমি শিক্ষা লাভ করেছিলাম।
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
নিয়ম:
সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে, সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।
এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়।
উদাহরণ:
সরল বাক্য: তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। যৌগিক বাক্য: তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
সরল বাক্য: পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত। যৌগিক বাক্য: এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।
সরল বাক্য: আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। যৌগিক বাক্য: আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
0
Updated: 1 month ago
'যে ভালো কাজ করে, সে সম্মান পায়।' – এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
সরল বাক্য
B
জটিল বাক্য
C
যৌগিক বাক্য
D
সাপেক্ষ বাক্য
• 'যে ভালো কাজ করে, সে সম্মান পায়।' - জটিল বাক্য
• মিশ্র বা জটিল বাক্য:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা - আশ্রিত বাক্য .... প্রধান খণ্ডবাক্য:
-
যে পরিশ্রম করে, ...... সে-ই সুখ লাভ করে।
-
সে যে অপরাধ করেছে, ...... তা মুখ দেখেই বুঝেছি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
"তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।"- এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
সরল
B
জটিল
C
যৌগিক
D
মিশ্র
যৌগিক বাক্য হলো সেই বাক্য, যেখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়।
যোজক হিসেবে সাধারণত ব্যবহার হয়—
-
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।
-
এছাড়া, কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (–) ইত্যাদি যোজকের কাজ করতে পারে।
উদাহরণ—
-
রহিম রাতে ভাত খায় আর রহিমা খায় রুটি।
-
তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
-
লোকটি ধনী কিন্তু কৃপণ।
(উৎস:
0
Updated: 1 month ago