“Barcode Reader” belongs to which type of device?
A
Input
B
Output
C
Input-Output
D
Memory Device
উত্তরের বিবরণ
বারকোড রিডার হচ্ছে একটি ইনপুট ডিভাইস
ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস। এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কি-বোর্ড (Keyboard),
- ওএমআর (OMR),
- মাউস (Mouse),
- ওসিআর (OCR),
- ট্র্যাকবল (Trackball),
- স্ক্যানার (Scanner),
- জয়স্টিক (Joystick),
- ডিজিটাইজার (Digitizer),
- লাইটপেন (Light pen),
- বার কোড রিডার (Bar Code Reader),
- গ্রাফিক্স প্যাড (Graphics Pad),
- পয়েন্ট অফ সেল (Point-of-Sale),
- ডিজিটাল ক্যামেরা (Digital Camera), ইত্যাদি।
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে?
Created: 1 month ago
A
প্রিন্টার
B
স্ক্যানার
C
টাচস্ক্রিন
D
ওয়েবক্যাম
টাচস্ক্রিন হলো একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস, যা ব্যবহারকারীর স্পর্শের মাধ্যমে ইনপুট গ্রহণ করে এবং তথ্য প্রদর্শন করে।
ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা কমান্ড ইনপুট করা যায়।
-
উদাহরণ: কি-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর।
আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা তথ্য আউটপুট নেওয়া যায়।
-
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার।
ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো উভয় ভূমিকা পালন করে।
-
উদাহরণ: পেন ড্রাইভ, টাচস্ক্রিন, মডেম।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
Created: 2 months ago
A
ডিজিটাইজার
B
প্রিন্টার
C
মাউস
D
ওসিআর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আউটপুট ডিভাইস (Output Device)
ইনপুট ডিভাইস (Input Device)
কম্পিউটার হার্ডওয়্যার- Hardware
প্রিন্টার: আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস নয়
ইনপুট ডিভাইস:
কম্পিউটারকে তথ্য বা নির্দেশ দেওয়ার যন্ত্রপাতি। উদাহরণ:
কি-বোর্ড, মাউস, স্ক্যানার, টাচ স্ক্রিন, লাইটপেন, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক, ওএমআর, ওসিআর, ট্যাকবল, বার কোড রিডার, গ্রাফিক্স প্যাড, পয়েন্ট-অফ-সেল
আউটপুট ডিভাইস:
প্রক্রিয়াজাত তথ্য বা ফলাফল প্রদর্শন বা সংরক্ষণ করার যন্ত্রপাতি। উদাহরণ:
মনিটর, প্রিন্টার, প্লটার, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইমেজ সেটার, ফিল্ম রেকর্ডার, হেডফোন
ইনপুট-আউটপুট ডিভাইস:
একই ডিভাইস ইনপুট ও আউটপুট উভয় কাজ করতে পারে। উদাহরণ:
হার্ডডিস্ক, সিডি/ডিভিডি, পেনড্রাইভ, টাচ স্ক্রিন
0
Updated: 2 months ago
নিচের কোন ডিভাইসটি ইনপুট ডিভাইস হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
Film Recorder
B
Graphics Pad
C
Image Setter
D
Plotter
Graphics Pad (Digitizer/Graphics Tablet)
সংজ্ঞা:
একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে ব্যবহারকারী হাতে আঁকা ছবি, ডিজাইন বা লেখা সরাসরি কম্পিউটারে ইনপুট দিতে পারে।
এটি প্রধানত ডিজাইনার ও ইলাস্ট্রেটরদের মধ্যে জনপ্রিয়।
পেরিফেরাল ডিভাইস (Peripheral Devices)
কম্পিউটারের সাথে সংযুক্ত যে সমস্ত ইনপুট ও আউটপুট ডিভাইস থাকে, সেগুলোকে পেরিফেরাল ডিভাইস বলা হয়।
পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:
১. ইনপুট ডিভাইস (Input Devices)
কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে এমন হার্ডওয়্যার।
উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস:
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।
২. আউটপুট ডিভাইস (Output Devices)
কম্পিউটারের ফলাফল প্রদর্শন করার জন্য ব্যবহৃত হার্ডওয়্যার।
উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
যে ডিভাইসগুলো একসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে।
উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস:
Hard Disk, CD/DVD, Touch Screen, Pendrive ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago