Which is the first Geographical Indication (GI) product of Bangladesh?
A
Jamdani Saree
B
Nakshi Kantha
C
Rajshahi Silk
D
Hilsa Fish
উত্তরের বিবরণ
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো Geographical indication
- জাতিসংঘের সংস্থা WIPO হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় জামদানি।
সূত্র: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট ও প্রথম আলো।
0
Updated: 1 month ago
According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
Created: 1 month ago
A
4.2%
B
5.5%
C
6.1%
D
7.2%
জাতীয় বাজেট ২০২৫-২৬ হলো বাংলাদেশের ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম) এবং এর শিরোনাম ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’। বাজেট ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা) উত্থাপন করেন। এটি ২ জুন, ২০২৫ উত্থাপিত হয়, ২২ জুন, ২০২৫ অনুমোদিত হয় এবং ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
কোন দেশের উদ্যোগে Climate Vulnerable Forum (CVF) গঠিত হয়?
Created: 3 weeks ago
A
বাংলাদেশ
B
শ্রীলঙ্কা
C
ফিজি
D
মালদ্বীপ
Climate Vulnerable Forum (CVF) হলো একটি আন্তর্জাতিক ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একত্রিত করে। এর লক্ষ্য হলো বৈশ্বিক জলবায়ু নীতি নির্ধারণে এই দেশগুলোর স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা।
• CVF গঠিত হয় ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের সময়, মালদ্বীপের উদ্যোগে।
• ফোরামের বর্তমান সদস্য সংখ্যা ৫৮টি দেশ।
• সংস্থাটির বর্তমান সভাপতি দেশ হলো ঘানা।
• CVF মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা এবং জলবায়ু কর্মসূচিতে সমন্বয় সাধনের জন্য কাজ করে।
0
Updated: 3 weeks ago
কোন সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF গঠন করা হয়?
Created: 1 month ago
A
ইয়াল্টা সম্মেলন
B
রিও সম্মেলন
C
প্যারিস সম্মেলন
D
ব্রেটন উডস সম্মেলন
International Monetary Fund (IMF) হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যা বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত হয়।
-
গঠিত হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।
-
কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ।
-
বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি।
-
সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে।
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
-
প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক সহযোগিতা বৃদ্ধি।
-
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।
0
Updated: 1 month ago