A
Guerrilla
B
Matir Maina
C
Ali
D
Mukti
উত্তরের বিবরণ
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।
উৎসবের গুরুত্বপূর্ণ পুরস্কার-
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট, জাফর পানাহি।
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (দ্য সিক্রেট এজেন্ট)।
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (লিটল সিস্টার)।
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (দ্য সিক্রেট এজেন্ট)।
উল্লেখ্য,
- উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'।
- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে।
- ‘আলী’ সিনেমার গল্প নারীকণ্ঠে গান গাইতে পারে এক কিশোরকে কেন্দ্র করে।
সূত্র: পত্রিকা রিপোর্ট।

0
Updated: 7 hours ago
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
Created: 4 days ago
A
রাশিদ অলিমিভ
B
মার্ক রুট
C
জাৰ্গেন স্টর্ক
D
ফিলিপ্পো গ্রান্ডি
The North Atlantic Treaty Organization (NATO)
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে, একটি সামরিক জোট হিসেবে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৩২টি।
-
সদরদপ্তর:
-
শুরুতে: লন্ডন
-
১৯৫২ সালে স্থানান্তরিত: প্যারিস
-
১৯৬৭ সালে স্থানান্তরিত: ব্রাসেলস
-
-
মহাসচিব: ১ অক্টোবর ২০২৪ থেকে মার্ক রুট দায়িত্ব গ্রহণ করেছেন, যিনি জোটের ১৪তম মহাসচিব।
-
সর্বশেষ সদস্য: সুইডেন (২০২৪)
উৎস: নাটো ওয়েবসাইট

0
Updated: 4 days ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 7 hours ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;

0
Updated: 7 hours ago
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়?
Created: 3 days ago
A
প্রবাসী কল্যাণ ব্যাংক
B
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
C
বাংলাদেশ কৃষি ব্যাংক
D
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
বিশেষায়িত ব্যাংক:
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- প্রবাসী কল্যাণ ব্যাংক।
- বাংলাদেশ কৃষি ব্যাংক।
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক:
- সোনালী ব্যাংক পিএলসি।
- জনতা ব্যাংক পিএলসি।
- অগ্রণী ব্যাংক।
- রূপালী ব্যাংক।
- বেসিক ব্যাংক লিমিটেড।
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক।

0
Updated: 3 days ago