According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
What is the full form of RCEP?
Created: 2 weeks ago
A
The Regional Comprehensive Economic Partnership
B
The Regional Cooperative Economic Program
C
The Regional Cooperative Economic Partnership
D
The Regional Council for Economic Partnership
RCEP (The Regional Comprehensive Economic Partnership) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই চুক্তি সদস্য দেশগুলোর মধ্যে পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ, মেধাস্বত্ব, ই-কমার্স এবং অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
- 
পূর্ণরূপ: The Regional Comprehensive Economic Partnership। 
- 
প্রকৃতি: এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement - FTA)। 
- 
স্বাক্ষরের তারিখ: ১৫ নভেম্বর, ২০২০। 
- 
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ২০২২। 
- 
স্বাক্ষরকারী দেশ সংখ্যা: মোট ১৫টি দেশ। 
- 
সদস্য দেশসমূহ: - 
চীন 
- 
জাপান 
- 
দক্ষিণ কোরিয়া 
- 
অস্ট্রেলিয়া 
- 
নিউজিল্যান্ড 
- 
ইন্দোনেশিয়া 
- 
মালয়েশিয়া 
- 
ভিয়েতনাম 
- 
থাইল্যান্ড 
- 
ফিলিপাইন 
- 
ব্রুনাই 
- 
সিঙ্গাপুর 
- 
কম্বোডিয়া 
- 
লাওস 
- 
মিয়ানমার 
 
- 
- 
বিশেষ তথ্য: RCEP মূলত ASEAN-এর ১০টি দেশ এবং তাদের ৫টি প্রধান অংশীদার রাষ্ট্র (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) নিয়ে গঠিত। 
- 
এটি বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ জিডিপি এবং জনসংখ্যা প্রতিনিধিত্ব করে, যা একে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রভাবশালী বাণিজ্য জোটে পরিণত করেছে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
অপারেশন কিলো ফ্লাইটের মূল লক্ষ্য কী ছিল?
Created: 1 month ago
A
মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া
B
পাকিস্তানি বাহিনীর তেল ডিপো ও সরবরাহ লাইন ধ্বংস করা
C
ভারতীয় বিমান বাহিনীকে সহায়তা করা
D
পাকিস্তানি নৌবাহিনীকে আক্রমণ করা
অপারেশন কিলো ফ্লাইট
- 
কিলো ফ্লাইট ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান গঠনের সাংকেতিক নাম। 
- 
এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর বিমান উইংয়ের একটি গুরুত্বপূর্ণ অভিযান। 
- 
মূল লক্ষ্য: পাকিস্তানি বাহিনীর তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা; একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করা। 
- 
এটি একটি দুঃসাহসিক বিমান হামলা যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়। 
প্রস্তুতি ও সরঞ্জাম:
- 
১৯৭১ সালের সেপ্টেম্বরে ভারত সরকার অস্থায়ী বাংলাদেশ সরকারকে দান করে: - 
আমেরিকায় তৈরি একটি পুরানো DC-3 বিমান 
- 
কানাডায় তৈরি একটি অটার বিমান 
- 
ফ্রান্সের তৈরি একটি Alouette-3 হেলিকপ্টার 
 
- 
- 
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি দ্বিতীয় মহাযুদ্ধের পরিত্যক্ত রানওয়ে ব্যবহার করার অনুমতি। 
- 
২৮ সেপ্টেম্বর, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকার এর নেতৃত্বে ৯ জন পাইলট ও ৪৭ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সমন্বয়ে যাত্রা শুরু। 
- 
বিমান বাহিনী প্রধান হিসাবে মুক্তিযুদ্ধের উপ-প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার নিয়োগপ্রাপ্ত হন। 
ফলাফল:
- 
কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে দুঃসাহসিক বিমান যোদ্ধারা ছিন্নবিচ্ছিন্ন করে দেন। 
- 
পাকিস্তানি হানাদার বাহিনী চিরতরে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাও হারায়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'কর্তব্যের জন্য কর্তব্য'-ধারণাটির প্রবর্তক কে?
Created: 1 month ago
A
অ্যারিস্টটল
B
ইমানুয়েল কান্ট
C
বার্ট্রান্ড রাসেল
D
জন লক
কর্তব্যের জন্য কর্তব্যের ধারণার প্রবর্তক হলেন ইমানুয়েল কান্ট, যিনি নৈতিকতা ও নীতিশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- 
ইমানুয়েল কান্ট ছিলেন জার্মান নীতিবিজ্ঞানী। 
- 
তাঁর নীতিবিদ্যার মূলকথা তিনটি: সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, এবং শর্তহীন আদেশ। 
- 
তিনি 'কর্তব্যমুখী নৈতিকতার' প্রবর্তক হিসেবে পরিচিত। 
নীতিশাস্ত্রের উপর তাঁর রচিত গুরুত্বপূর্ণ বইগুলো:
- 
Groundwork for Metaphysics of Morals 
- 
Critique of Pure Reason 
- 
Critique of Practical Reason 
- 
Critique of Judgement 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago