According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
Which tribe celebrates 'Biju' festival?
Created: 1 month ago
A
Chakma
B
Tripura
C
Garo
D
Lusai
চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী এবং নিজেদের চাঙমা নামে পরিচিত। তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে, যেখানে প্রায় ৯০% সদস্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
চাকমারা মূলত মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী ছিলেন।
-
এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব হলো বিজু।
-
চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও বর্তমানে এটি ব্যবহার হয় না এবং ভাষা সাধারণত বাংলা লিপিতে লেখা হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
খিলাফত আন্দোলন এর নেতা ছিলেন -
Created: 4 weeks ago
A
মাওলানা মোহাম্মদ আলী
B
মাওলানা শওকত আলী
C
মাওলানা আবুল কালাম আজাদ
D
বর্ণিত সবাই
খিলাফত আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত এক গুরুত্বপূর্ণ প্যান-ইসলামি আন্দোলন। এর মূল কারণ ছিল ব্রিটিশদের নীতি অনুযায়ী তুরস্কের সুলতানের খেলাফত দুর্বল ও বিভক্ত করা, যা ভারতের মুসলমানদের ধর্মীয় আবেগ ও রাজনৈতিক অবস্থানকে জটিল করে তোলে।
-
১৯২০ সালে সেভার্স চুক্তির অধীনে ব্রিটিশ সরকার তুরস্ক তথা অটোমান সাম্রাজ্যকে বিভক্ত করলে এর বিরুদ্ধে ভারতীয়রা যে আন্দোলন গড়ে তোলে, তা খিলাফত আন্দোলন নামে পরিচিত।
-
এটি ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে গঠিত একটি প্যান-ইসলামি আন্দোলন।
-
ভারতের মুসলমানেরা তুরস্কের সুলতানকে মুসলিম বিশ্বের খলিফা বা ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধা করতেন।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের সুলতান জার্মানির পক্ষ নিলে ভারতীয় মুসলমানেরা দ্বিধাদ্বন্দ্বে পড়েন, কারণ ধর্মীয়ভাবে তাঁরা খলিফার অনুগত, অথচ রাজনৈতিকভাবে ব্রিটিশ শাসনের অধীন থাকতে বাধ্য ছিলেন।
-
যুদ্ধ শেষে জার্মানি পরাজিত হলে, জার্মানির পক্ষ নেওয়ার শাস্তি হিসেবে তুরস্ককে বিভক্ত করার পরিকল্পনা করা হয়।
-
এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা আবুল কালাম আজাদ, এবং দুই ভাই মাওলানা শওকত আলী ও মাওলানা মোহাম্মদ আলী।
0
Updated: 4 weeks ago
In which country was the city of Pompeii located?
Created: 1 month ago
A
Greece
B
France
C
Turkey
D
Italy
- পম্পেই ইতালির ক্যাম্পানিয়ায় অবস্থিত ছিলো।
ইতালি:
- ইতালি ১৮৬১ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এক দশকের বিপ্লবের পর ইউরোপের তুরিনে ইতালি রাজ্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা আসে।
- প্রথম রাজা হিসেবে ভিক্টর ইমানুয়েল তাতে অধিষ্ঠিত হন।
- বর্তমানের ইতালির রাজধানী রোম, এটা প্রাচীন রোমান সাম্রাজ্যেরও রাজধানী ছিল।
- ইতালির মুদ্রার নাম ইউরো এবং রোমের সীমানার ভেতরে ভ্যাটিকান সিটি অবস্থিত।
- এছাড়া, রোমের কাছেই ভিসুভিয়াস পর্বতের পাদদেশে প্রাচীন পম্পেই নগরির ধ্বংসাবশেষও রয়েছে।
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
0
Updated: 1 month ago